এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ ।
বর্তমানে সারা সিরিয়া জুড়ে বিক্ষোভ চলছে। এদিকে আন্তর্জাতিক নিন্দা সত্বেও বিক্ষোভকারীদের উপর সিরিয়া সরকারের প্রচণ্ড নির্মম হামলা অব্যহত রয়েছে।
নেট নাগরিকরা টুইটারে সাম্প্রতিক ঘটনাবলী অনুসরণ করছে এবং সে ব্যাপারে তাদের প্রতিক্রিয়া প্রদান করছে। দিমা খাতিব লিখছে:
নিজ দেশে সামরিক বাহিনী নিজেদের শহরে পৌঁছার আগে লোকজন নিজেদের বাসা ছড়ে পালিয়ে যাচ্ছে —- কেবল সিরিয়ায় এ ধরনের ঘটনা সম্ভব। খুবই দুঃখজনক ঘটনা ! #সিরিয়া # মার্চ১৫
আরেক টুইটে দিমা খাতিব আরব লীগকে পরিহাস করেছে। আরব লীগ হচ্ছে ২২ টি আরব দেশের রাজনৈতিক নেতাদের সংগঠন। গত মার্চ থেকে বিক্ষোভকারীদের উপর শুরু হওয়া হামলার ব্যাপারে যারা অতি সম্প্রতি তাদের প্রথম বিবৃতি প্রদান করেছে।
খাতিব টুইট করেছে :
আরবী লীগ এই সংবাদটি দেখার জন্য অবশেষে তাদের টিভি চালু করল ! # সিরিয়ার ঘটনা শুরু হবার ঠিক তিন মাস পরে, ১০০০০ উদ্বাস্তু এবং উদ্বাস্তু শিবির; ১০০০++ খুন, দেরীতে জেগে ওঠা ! # মার্চ১৫
সিরিয়ায় বিদেশী প্রত্রিকার প্রতিনিধিদের করা টুইট এবং সেখানে উপস্থিত উপস্থাপকরা সেখানকার নির্ভরযোগ্য সংবাদের এক গুরুত্বপুর্ণ মাধ্যম।
আল জাজিরার সাংবাদিক কাল পেরি আমাদের বলছে:
সিরিয়ার কারাগারগুলোর আর বন্দী ধারনের ক্ষমতা নেই। সরকার এখন স্টেডিয়াম এবং স্কুলগুলোকে কারাগার হিসেবে ব্যবহার করছে। #সিরিয়া
আল জাজিরার আরেকজন সাংবাদিক, এলান ফিশার ব্যাখ্যা করছে:
সরকার বিরোধী বিক্ষোভ দমন করার জন্য #সিরিয়ার নিরাপত্তা বাহিনীর বার বার উত্তরের ব্যাপক এলাকা জুড়ে হামলা চালানোর সংবাদ আসছে।
এদিকে, মিশরের নাসরি এসমাত বিস্মিত এই কারণে যে, সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ এখন কোথায় অবস্থান করছে:
# সিরিয়া ডায়েরী: আসাদ কোথায়? http://bit.ly/mHlsqr সে আসলে কোথায় অবস্থান করছে: পুনরায় নিজেকে গোছাচ্ছে, এক প্রান্তে অবস্থান করছে, অথবা ক্ষমতা হারাচ্ছে?
এবং রেভুল্যুশন সিরিয়া একটি ভিডিও প্রদর্শন করছে, যেখানে দেখা যাচ্ছে হোমস শহর থেকে ট্যাঙ্ক সরে যাওয়ার ঘটনা বিক্ষোভকারীরা উদযাপন করছে।
এই টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছে:
যখন ট্যাঙ্ক গুলো #হোমস শহর ত্যাগ করল তারপর সেখানে কি ঘটলো? বিক্ষোভকারীদের এক আনন্দ উৎসব শুরু করে দিল! # সিরিয়া http://fb.me/PhMFRZUD
এই টুইটার ব্যবহারকারী বিক্ষোভকারীদের উপর ধারণ করা গতরাতের আরেকটি ভিডিও প্রদর্শন করছে, এই ভিডিওটি হোমসে তোলা:
এই ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা হাততালি দিচ্ছে এবং জোরে জোরে জাতীয় সঙ্গীত গাইছে।
এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ ।