নীচে সিঙ্গাপুরে চলতে থাকা “পৃথিবীর সবচেয়ে দুখী ডলফিনদের বাঁচাও” (সেভ দি ওয়ার্ল্ড স্যাডেস্ট ডলফিন) নামক প্রচারণার বিস্তারিত বর্ণনা প্রদান করা হল।
বোটলনোজ ডলফিন (বোতলের মত নাক বলে তাদের বোটলনোজ বা বোতলনাক ডলফিন নামে ডাকা হয়) যারা এক সময় অবাধে প্রশান্ত সাগরে ঘুরে বেড়াত, তারা এখন বন্দী, একঘেয়ে, পীড়িত, দমবন্ধ হয়ে আসা, হতাশ এক জীবন কাটাবে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এই ঘটনার জন্য রিসোর্টস ওয়ার্ল্ডকে ধন্যবাদ, যারা সিঙ্গাপুরের সেন্টোসায় তাদের স্পা কেন্দ্রে এদের রাখার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে এই কঠিন পরিস্থিতিতে এই ডলফিন পরিবারের দুজন সদস্য মারা গেছে। দয়া করে অবশিষ্ট ডলফিন গুলোকে বাঁচানোর জন্য আমাদের সাহায্য করুন।
এই প্রচারণা সকল প্রাণী প্রেমীদের প্রতি আহবান জানাচ্ছে, তারা যেন এই ডলফিনগুলোকে ছেড়ে দেবার জন্য রিসোর্ট ওয়ার্ল্ড-এর ব্যবস্থাপকদের উপর চাপ তৈরি করে।
সেন্টোসার রিসোর্ট ওয়ার্ল্ড এই সব ডলফিনদের ক্ষেত্রে যা করছে তা যে কোন প্রাণীপ্রেমীদের আহত করার জন্য যথেষ্ট।
আপনারা জানেন যে ডলফিন হচ্ছে অত্যন্ত সামাজিক এক প্রাণী যারা যারা পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকে।
এই সব ডলফিনগুলো এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছে। এখন বিষয়টি আমরা যার প্রাণীদের ভালোবাসি তাদের উপর নির্ভর করছে, আমাদের উচিত রিসোর্ট ওয়ার্ল্ডে যাওয়া এবং ডলফিনগুলোকে বদ্ধ জায়গায় রাখার ব্যাপারে তাদের সিদ্ধান্তকে পুনঃবিবেচনার জন্য বলা।
দয়া করে রিসোর্ট ওয়ার্ল্ডকে ডলফিনগুলোকে ছেড়ে দিতে বলুন। দয়া করে আপনার কণ্ঠস্বর তুলে ধরুন এবং বিষয়টিকে সমর্থন করুন।
নীচে ইউটিউবের এক ভিডিও রয়েছে যা এই প্রচারণাকে সর্মথন করে তৈরি করা হয়েছে:
আওয়াজ.অর্গ একটি অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তারা এই আবেদনকে সমর্থন করেছে।
রিসোর্ট ওয়ার্ল্ড সেন্টোসার প্রতি এক আবেদন:
আপনাদের ওখানে আটকে রাখা এসব সকল বন্য ডলফিনগুলোকে ছেড়ে দেবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনার এ ভাবে ডলফিন কেনা বন্ধ করুন এবং সমুদ্রে বিচরণ করা সব ডলফিন শিকার এবং সেগুলোকে বন্দী করা বন্ধের ক্ষেত্রে বিশ্বব্যাপী যে প্রচেষ্টা তাকে সমর্থন করুন।
এতে হয়ত ব্যবস্থাপনা পরিষদ এই আবেদনের কথা সেই ভাব শুনবে, যে ভাবে দুই বছর আগে তারা জনতার প্রতিবাদের মুখে হোয়েল শার্ক নামে এক বিশেষ প্রজাতির হাঙরের প্রদর্শনী বাতিল করেছিল:
দুই বছর আগে রিসোর্ট ওয়ার্ল্ড প্রচণ্ড সমালোচনার মুখে হোয়েল শার্ক নামক এক বিশেষ প্রজাতির হাঙর প্রদর্শনী বাতিল করে দিতে বাধ্য হয়, যা তাদের সুনামকে হুমকির মুখে ঢেলে দেয়। এবার এই বুদ্ধিমান, সুন্দর প্রাণীগুলোকে মুক্ত করার জন্য প্রচণ্ড জোরালো এক আওয়াজ তুলি-এবং এই গুরুত্বপুর্ণ মুহূর্তটিকে বিশ্বব্যাপী ডলফিন বিক্রি বন্ধের লড়াইয়ে পাল্টে ফেলি। আমাদের এই দরখাস্ত রিসোর্ট ওয়ার্ল্ড এবং প্রচার মাধ্যমের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এই দরখাস্তে স্বাক্ষর করুন এবং তা সকলকে জানান।
নীচে কিছু ব্লগ প্রতিক্রিয়া প্রদান করা হল। এগুলো নেওয়া হয়েছে অটারমান স্পিক থেকে।
আমি এতে শঙ্কিত এ কারণে যে, এই ভাবে ডলফিন দিয়ে খেলা দেখানোর বিষয়টি জাতি হিসেবে আমাদের মর্যাদার জন্য সরাসরি এক চ্যালেঞ্জ। আপনারা কি ডলফিনকে রিং-এর ভেতর লাফ দেওয়ানোর মত কাজটি সত্যি কি করতে যাচ্ছেন?
৮০ এবং ৯০ দশকের সে পুরোনো এবং জরাজীর্ণ যুক্তি শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাওয়া যে ডলফিনকে আটকে রাখা হয় গবেষণা এবং সংরক্ষণের সুবিধার জন্য। সমুদ্র যে অজস্র বাজে ঘটনার মুখোমুখি হচ্ছে, এই ধরনের কোন ঘটনা তা দমন করতে সাহায্য করবে না।
ডলফনিদের দিয়ে হোটেলের “ইন্টারঅ্যাকটিভ স্পার” (স্পা হচ্ছে পানির মাধ্যমে এক ধরনের চিকিৎসা), কাজে ব্যবহার করার বিষয়টির লেকোওয়ালা, সমালোচনা করেছেন।
রিসোর্ট ওয়ার্ল্ড স্পা বা আরএসএ আসলে কি ভাবছে? যাই হোক, কি ভাবে তারা এই যুক্তি প্রদান করতে পারে যা “ইন্টারঅ্যাকটিভ স্পার” (পানিতে খেলার মাধ্যমে স্পা নেওয়া) জন্য তারা ডলফিন ব্যবহার করবে, অসুস্থ এবং প্রতিবন্ধি শিশুদের সুস্থ করার জন্য। (এই বিষয়ে আমার কোন সন্দেহ নেই যে ডলফিন যে কাউকে এক ভালো অনুভুতি এনে দিতে পারে কিন্তু যদি এর জন্য ডলফিনদের এক জায়গায় আটকে রাখা হয় তবে তা ভীষণ ভুল হবে)। যদি আরএসএ এই বিষয়ে সত্যি সচেতন হয়, তাহলে তারা তাদের আয়ের একটা অংশ হাসপাতাল, সেবা সদন, অথবা অন্য সংগঠন দান করতে পারে। এই সব সংগঠন, যারা খাবার, বিনোদন- বিশেষ করে জুয়ার মত কাজ একসাথে করে, সেই সব সংগঠন তাদের চেয়ে উন্নত এবং এই সব কাজের মধ্যে দিয়ে তারা ভালো কিছু করতে পারে।
1 টি মন্তব্য