ভারত: ভিডিও প্রদর্শনীর পর সমকামী সম্প্রদায়ের প্রতি সমর্থন

ভারতের রায়পুরে পরিবর্তনের জন্য নাগরিক ভিডিওর ক্ষমতা প্রমাণিত হয়েছে। সমকামী সম্প্রদায় যে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন এবং তাঁদের প্রতি যে বৈষম্য করা হয় তা ভিডিওচিত্রের মাধ্যমে প্রদর্শনের পর বিভিন্ন শ্রেনী-পেশা থেকে আসা দর্শকরা সমস্যার সম্যক উপলব্ধি করেন এবং সমকামীদের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।

India Unheard logo

ইন্ডিয়া আনহার্ড লোগো

ভিডিও ভলান্টিয়ার এবং ইন্ডিয়া আনহার্ড –এর নাগরিক সাংবাদিক শরত নাকভী নির্মিত ছত্তিশগড়ের সমকামীদের অস্তিত্ব অনুসন্ধানের এ ভিডিওটি রায়পুরে প্রদর্শিত হয়। এ ভিডিওতে সমকামী ও হিজড়াদের প্রতি বৈষম্য, যৌন নিপীড়ন এবং অস্তিত্বের সংকটের মত কিছু সমস্যাকে তুলে ধরা হয়েছে। সমকামী ও হিজড়াদের ভারতের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে বিবেচনা করা হয়।

শরত স্থানীয় মহিলা ইউনিয়ন সমতা মায়লা মণ্ডলের সহায়তায় ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করেন। সমকামী ও হিজড়া সহ প্রায় ৪৫ জন দর্শক উপস্থিত ছিলেন এর মধ্যে স্থানীয় দর্শক ছিলেন যারা বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী।

ফলাফল ছিল ইতিবাচক: সমাজের লোকেরা ঐতিহ্যগতভাবে এ অদৃশ্যমান দলের (সমকামী ও হিজড়া) বিভিন্ন বিষয় যা তাঁদের উপর ক্ষতিকর প্রভাব ফেলে সে সম্পর্কে জানতে পারে এবং তাঁদের পক্ষে কাজ করতে উৎসাহিত হয় এবং যে সব সমকামী এ ভিডিওটির দর্শক ছিল তাঁরা তাঁদের অধিকার সম্পর্কে মত প্রকাশে সমগ্র সমাজে কাজ করতে আরও বেশি সচেষ্ট হয় ।

ইন্ডিয়া আনহার্ড হল কমিউনিটি সংবাদ সার্ভিস। এখানে ভিডিও ভলান্টিয়ার দ্বারা কমিউনিটি সংবাদদাতা নেটওয়ার্ক গড়ে তোলা হয়। ভিডিও ভলান্টিয়ারগণকে তাঁদের নিজের কমিউনিটির সে সব কথা বলার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয় যা সাধারণতঃ অন্য প্রচার মাধ্যমে বলা হয় না।

ইন্ডিয়া আনহার্ডের কমিউনিটি প্রতিনিধি, ছবি ফ্লিকার ব্যবহারকারী ভিডিও ভলান্টিয়ারস (ভিভি) (সিসি- এস এ ২.০)।

ইন্ডিয়া আনহার্ডের কমিউনিটি প্রতিনিধি, ছবি ফ্লিকার ব্যবহারকারী ভিডিও ভলান্টিয়ারস (ভিভি) (সিসি- এস এ ২.০)।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .