তুরস্কে আজ (১২জুন, ২০১১) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। গ্রান্ড ন্যাশনাল এসেম্বলি নামক সংসদের ৫৫০ টি আসনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যখন প্রথম পর্বের ফলাফল ঘোষণা করে হচ্ছে তার প্রেক্ষাপটে অনলাইনে আসা কিছু প্রতিক্রয়া।
মরোক্কোর আইনজীবী ইবন কাফকা সারাদিন ধরে তুরস্কের নির্বাচনের টাকা সংবাদ প্রদানে টুইট করে গেছেন। তিনি লিখেছেন:
নির্বাচনে নির্বাচিত হবার জন্য কুর্দী #বিডিপি দলের প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হবে। দৃস্য্য তাদের মধ্যে ৩২ জন এই যোগ্যতা অর্জন করেছে। #তার্কিশইলেকশন।
এছাড়াও নির্বাচনের যে টুকু ফলাফল ঘোষণা করা হয়েছে ইবন কাফকা তার তাজা সংবাদ টুইট করেছে:
এখন পর্যন্ত ৮৫.৪ শতাংশ ভোট গণনা করা হয়েছে, তাতে দলগুলো যে পরিমাণ আসন লাভ করেছে; তা হচ্ছে: একেপি ৩২৬ টি, সিএইচপি ১৩৬ টি, এমএইচপি ৫৬ টি আসন। ভায়া @ হুরিয়াত দলের মাধ্যমে ৩৩ জন স্বতন্ত্র (কুর্দি) প্রার্থী নির্বাচিত হয়েছে।
জেমস রাশেদ দারুণ আনন্দিত। সে টুইট করেছে:
তুরস্কে আজ যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল তাতে একে পার্টি জয় লাভ করেছে। এটা একে পার্টি এবং গণতন্ত্রের জন্য এক বিশাল বিজয়। রেসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন #সেসিম২০১১
রুয়াদা মুস্তাফা এক ব্রিটিশ কুর্দী লেখিকা এবং সম্পাদিকা। ভদ্রমহিলা নিজেকে নারীবাদী এবং মুসলমান হিসেবে বর্ণনা করে থাকেন। তিনি এই নির্বাচনকে ঘিরে তুরস্কবাসীর প্রতিক্রিয়ার প্রত্যাশায় রয়েছেন। ভদ্রমহিলা টুইট করেছেন:
তুরস্কের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে সরাসরি টুইট আশা করছি, আছেন কি কেউ? #টুইটারকার্ডস
আরেকজন কুর্দি টুইটার ব্যবহারকারী হেবালো আজাদ লিখেছেন:
#টুইটারকার্দস, এমনকি যখন আমরা ইতিবাচক কোন সংবাদ শুনতে পাই, তখন আমরা তা উপভোগ করতে পারি না, কারণ আমরা পরবর্তী ঘটনাবলীর জন্য উদ্বিগ্ন থাকি।
এই ঘটনায় কোবাদ তালাবানির মনে এক প্রশ্নের উদয় হয়ছে, সে জিজ্ঞেস করেছে:
কেউ কি বলতে পারে বিডিপির শতকরা কতজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে? @নুহইলমাজ #টুইটারকার্দস#সেসেইমো২০১১
ইতোমধ্যে এই নির্বাচন নিয়ে আল জাজিরার প্রতিবেদনের বিষয়ে এসরা ডোগরামাসি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এই বলে যে:
#তুরস্ক নির্বাচন উপলক্ষ্যে @এজেইংলিশ (আলজাজিরা ইংলিশ) যে ভাবে গুগলের ডুডল অন্তর্ভুক্ত করেছে তা বেশ পছন্দ হয়েছে (সরাসরি ব্লগ পাঠ করার জন্য স্ক্রল ডাউন করুন বা নীচের দিকে যান) http://t.co/K3nBXFe #secim2011