আরব বিশ্ব: “২০১১ এমন একটা বছর যা ইতিহাসে স্থান করে নেবে”

এই পোস্ট ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে বিশেষ কাভারেজ এর অংশ।

এটা কেবল মে মাস কিন্তু গত কয়েক মাসে আরব বিশ্বে অনেক কিছু ঘটেছে। গতকাল যুক্তরাষ্ট্রের ঘোষনার পরে যে পাকিস্তানে সৌদি সন্ত্রাসের প্রধান হোতা ওসামা বিন লাদেন একটা অভিযানে নিহত হয়েছেন, টুইটার জগৎ বছরের ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে চিন্তা করছে।

মিশরী ওয়াইল ঘোনিম জানিয়েছেন:

২০১১ ইতিহাসে স্থান করে নেয়ার একটা বছর। এখন কেবল মে আর এরই মধ্যে এতো কিছু ঘটছে ! #তিউনিশিয়া #মিশর #লিবিয়া #ইয়েমেন # সিরিয়া আর এখন # ওবিএল

মিশর থেকে হানান ইউসুফ আবেদন করেছেন:

প্রিয় ২০১১ দয়া করে ধীরে চলুন! আমরা প্রায় নিশ্বাস নিতে পারছি না

লিবিয়া থেকে ইবনে ওমার জানিয়েছেন:

বিন লাদেনের মৃত্যুর পরে…এটা কি # আরব জাগরণ বা # দুষ্ট আরবের নিপাতের বছর?

আর আহমেদ শিহাব- এলদিন যোগ করেছেন:

কেবল একটা অনুভূতি কিন্তু আমার মনে হচ্ছে ২০১১ এ ফিরে দেখলে এটা বিশ্বকে পাল্টিয়ে দেয়ার বছর হবে। # ওবামা #বিন লাদেন #ওবিএল

পরিশেষে, বাহরাইন থেকে আলি আল সাইদ জানিয়েছেন:

গত কয়েক মাসে ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব কোন দিকে যাচ্ছে? মাঝে মাঝে ঘূর্ণির মধ্যে থাকার অনুভুতি হয়।

এই পোস্ট ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে বিশেষ কাভারেজ এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .