8 জুন 2011

গল্পগুলো মাস 8 জুন 2011

সিরিয়াঃ “গে গার্ল ইন দামেস্ক”-কে আটক করা হয়েছে

আমিনা আরাফ দ্রুত খ্যাতি অর্জন করে ফেলেছে। সে আমিনা আবদুল্লাহ এই ছদ্মনামে ব্লগ করে থাকে। সে রাজনীতি, সাম্প্রতিক গণজাগরণ, এবং এক নারী সমকামী হিসেবে সিরিয়ায় তার জীবন নিয়ে লেখে থাকে। সে একই সাথে যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার দ্বৈত নাগরিক। গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার মাটিতে কি ঘটছে, সে তার শক্তিশালী ভাষায় সেগুলোকে তুলে ধরছে। আজ আমিনার নিজস্ব ব্লগে, সংবাদ প্রদান করা হয় যে, কর্তৃপক্ষ তাকে ধরে নিয়ে গেছে।

ম্যাসিডোনিয়াঃ পুলিশের বিরুদ্ধে এক তরুণকে হত্যার অভিযোগ দেশটিতে বিক্ষোভের সৃষ্টি করেছে

আজ রাতে উল্লেখযোগ্য পরিমাণ একদল ব্যক্তি স্কোপজার কেন্দ্রে জড়ো হয়েছিল এক তরুণের মৃত্যুর ঘটনার প্রতিবাদে। অভিযোগ রয়েছে যে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন সাম্প্রতিক নির্বাচনে জয়ের উৎসব উদযাপন করছিল তখন তার পাশে এই মানুষটিকে আঘাত আঘাতে মেরে ফেলা হয়।

উগান্ডা: উগান্ডা ফুটবল দল আফ্রিকান কাপ অফ নেশনস প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের দ্বার প্রান্তে পৌঁছায় উত্তেজনা

আফ্রিকান কাপ অফ নেশনস নামক ফুটবল প্রতিযোগিতায় উগান্ডা এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। দেশটি ১৯৭৮ সালে শেষবারের মত মহাদেশীয় এই প্রতিযোগিতার আসরে উত্তীর্ণ হয়েছিল। ৪ জুন, ২০১১ তারিখে উগান্ডা ক্রেইনস নামে পরিচিত উগান্ডার জাতীয় দল দেশটির রাজধানী কাম্পালায় ২-০ গোলে গিনি বিসাউকে পরাজিত করে আবার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হবার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।