স্ক্যারি আজেরি নামক ব্লগারকে তার দ্বিতীয় সন্তানের আগমনের সংবাদে গ্লোবাল ভয়েসেস তাকে অভিনন্দন জানাচ্ছে। স্ক্যারি আজেরিকে দক্ষিন ককেশাসের অন্যতম এক ব্লগার যে প্রচুর এবং মৌলিক লেখা লিখে থাকে। গ্লোবাল ভয়েসেস বিষয়টি উপলব্ধি করতে পারে যে. ব্লগিং হয়ত ভদ্রমহিলার সবচেয়ে গুরুত্বের তালিকায় অনেক সময় থাকে না, তবে সবাই তার অনলাইনে ফিরে আসার অপেক্ষায় রয়েছে।