ইয়েমেনঃ সালেহ-এর দেরি করে আসার কারণ!

এই প্রবন্ধটি ইয়েমেনের প্রতিবাদ বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

#রিজনসালেহলেট (সালেহ-এর দেরি করা আসার কারণ) হ্যাশট্যাগের মাধ্যমে টুইটারকারীরা রসিকতা করছে, মূলত ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ-এর ভাষণ প্রদান করার সময় দেরি করেন এবং তার অপেক্ষায় থাকার সময় টুইটারকারীরা এই কাজটি করে, এই সময় সংবাদ ছড়িয়ে পড়ে যে আজ সানায় রাষ্ট্রপতি প্রাসাদে সংঘটিত হামলার সময় তিনি আহত হয়েছেন।

টুটারকারীরা সেই সময় একই রকম এক হ্যাশট্যাগনিয়ে মজা করেছিল। যখন মিশরের বিতাড়িত রাষ্ট্রপতি হোসনি মুবারক, জাতির উদ্দেশ্যে প্রদান করা ভাষণ দেবার সময় দেরি করেছিলেন – এই হ্যাশট্যাগের নাম ছিল #রিজনমুবারকলেট (যে কারণে মুবারকের দেরি হয়েছিল)।

ইবেন আদম লিখেছে:
#রিজনসালেহলেট, কারণ তার মেকাপ শিল্পী এখনো তার মুখের উপর তৈরি হওয়া ক্ষতের মেকাপ নিয়ে কাজ করছে।

President of Yemen Ali Abdullah Saleh. Image by US Government, available in public domain.

ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ সালেহ। ছবি যুক্তরাষ্ট্র সরকারের, পাবলিক ডোমেইনে সহজলভ্য।


মারয়া _গি_এইচ টুইট করেছে:

#ReasonsSalehIsLate ميعاد القااااااااااااااااااااااات…. استنوا شوية #Yemen
সে আসলে কাট নিচ্ছে .. একটু অপেক্ষা করুন।

কাট হচ্ছে এক ধরনের উদ্দীপক নেশা, যা ইয়েমেনের অনেক লোকই গ্রহণ করে, বিশেষ করে উত্তর ইয়েমেনের লোকেরা এতে আসক্ত। এক গবেষণা প্রদর্শন করছে যে, ইয়েমেনের ৮০ শতাংশ পুরুষ এবং ৪৫ শতাংশ নারী কাট গ্রহণে অভ্যস্ত, যারা জীবনের লম্বা সময় ধরে প্রতিদিন কাট চিবাতে অভ্যস্ত।

আরেকটি টুইটে, সে জানাচ্ছে :

#রিজনসালেহইজলেট, কারণ সে মৃত…. তার মত দেখতে একজনের আসার অপেক্ষায় রয়েছে #ইয়েমেন

ভদ্রমহিলা আরো লিখেছেন:

#ReasonsSalehIsLate بيغش من خطاب مبارك #Yemen
মুবারক তার ভাষণে জনগণকে প্রতারণা করার জন্য যে সমস্ত বাণী লেখা ছিল তিনি আসলে সে গুলো টুকে নিচ্ছেন।

@লজিকার এর কারণটি তুলে এনেছে, সে বলছে:

#রিজনসালহেইজলেট, তিনি #মুবারকের সমকক্ষ হতে চাইছে, বাস্তব জগতে এবং টুইটার হ্যাশট্যাগের পদের মাঝেও 😉

এবংএর সাথে যোগ করেছে:

#রিজনসালেহইজলেট, কারণ সে অন্য সব #আরব স্বৈরশাসকদের মত কঠিন এক খেলা খেলছে।

এই প্রবন্ধটি ইয়েমেনের প্রতিবাদ বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .