- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিম্বাবুয়ে: সাংবাদিকতা এবং যৌন হয়রানি

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, জিম্বাবুয়ে, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, মানবাধিকার, লিঙ্গ ও নারী

বেভান টাকুন্ডা, জিম্বাবুয়ের “সাংবাদিকতা এবং যৌন হয়রানি [1]” সম্বন্ধে ব্লগ লিখেছে। কলেজ থেকে আসা একদল তরুণ মহিলা সাংবাদিক এই অভিযোগ করছে যে, তাদের কয়েকজন সম্পাদকের সাথে বাইরে বেড়াতে যেতে বলা হয়। সদ্য যাত্রা শুরু করা এই সব পত্রিকায় চাকুরি পেতে গেলে তাদের এই কাজ করতে হবে বলে তাদের জানানো হয়। এই ঘটনাটি প্রমাণ করে যে, এই সব তরুণীরা কত নাজুক অবস্থায় রয়েছে, বিশেষ করে তারা যে, পেশার জন্য প্রশিক্ষণ পেয়েছে তা পাওয়ার জন্য তাদের কতদূর যেতে হয় তা বিবেচনা করলে বলা যায়, এটা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়।