আরব বিশ্ব: ইবনে খালদুনকে নিয়ে ডুডল তৈরি এবং টুইট করা হয়েছে


@হিডেনলাইনস

আজ (২৭ মে) ইবনে খালদুনের জন্ম দিবস, এই দিবস উপলক্ষ্যে আমাদের বিশেষ ডুডল দেখুন www.google.com #ibn5ldoon #tunisia-তে ।

ইবনে খালদুনকে আরব বিশ্বের অন্যতম এক সেরা ইতিহাসবিদ এবং ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হয়। দার্শনিক ইবনে খালদুন ১৩৩২ সালে আজকে বিশ্বের কাছে তিউনিশিয়া নামে পরিচিত রাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি সংস্কৃতিক ইতিহাস (কালচারাল হিস্ট্রি) এবং আধুনিক সমাজ বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত। গুগলের ডুডল টুইটার হ্যাশট্যাগ #ইবন৫লদুন (ইবনেখালদুন)-এর মাধ্যমে এক আলোচনার ঝড় তুলে। এই বিষয়টি আমাদের এই মহান পণ্ডিত এবং তার কাজের কথা স্মরণ করিয়ে দেয়।

@সাহাদিনা তার একটি উক্তি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে:

ولا تنكرنّ ما ليس بمعهود عندك ولا في عصرك شيء من أمثاله فتضيق حوصلتك عند ملتقط الممكنات
যার সাথে তুমি পরিচিত নও বা যা তোমার সময়ের নয়, তাকে অস্বীকার করো না, আর তা করার মধ্যে দিয়ে তুমি তোমার সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেললে।

@সুসা আরেকটি উদ্ধৃতির কথা বলছে:

اتباع التقاليد لا يعني ان الاموات احياء بل ان الاحياء اموات
ঐতিহ্যকে অনুসরণ করা মানে এই নয় যে মৃতরা সেখানে জীবিত, আসলে সেখানে যারা বেঁচে আছে তারা মৃত।

এবং@উলফাতাক এই জ্ঞানী ব্যক্তির প্রদান করা শিক্ষার সাথে অত্র অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীকে যুক্ত করেছে:

#ইবন৫লদুন রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে “একাত্মতার ধারনার” উপর গুরুত্ব প্রদান করেছিলেন। যা আজকের #ইয়েমেনের ঘটনাবলীর সাথে একেবারে প্রাসঙ্গিক।http://bit.ly/khh8 http://bit.ly/khh8kz

@এ৭মেইড_ ইবনে খালদুনের দর্শনের ভেতরে প্রবেশ করেছে:

العرب قوم همج … لم يوحدهم إلا الدين – ابن خلدون
আরবরা এক বর্বর জাতি… কেবল মাত্র ধর্ম তাদের এক করতে পারে-ইবনে খালদুন।

এবং @অক্টাভিয়েনসার আরেকটি দর্শন প্রদান করছে:

“আরবরা তার পিতা বা ভাই, কারো প্রতি আনুগত্য প্রকাশ করে না, যার ফলে তাদের মধ্যে সব সময় মত বিভেদ লেগে থাকে। এ কারণে আরব ভূমিতে সব সময় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে এবং তাদের মধ্যে থেকে নেতা তৈরি হয় না।”

@নাজুল তার দর্শন শিক্ষা ক্লাসের কথা স্মরণ করছে:

الانسان كائن حي يؤثر ويتأثر بالبيئه المحيطه حوله..هذا ماتبقى في ذاكرتي الدراسيه من مقدمه ابن خلدون
মানুষেরা প্রভাবিত হয় এবং তারা তাদের চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়… ইবনে খালদুনের মুকাদ্দিমা পড়ার পর আমার কেবল এই বিষয়টি স্মরণ করতে পারি। (প্রোলেগোমেনন)

@রিমা_আওয়াদ: একই ভাবে তাঁর কথা স্মরণ করছে:

#ইবন৫লদুন… আমি এখনো সেই রাতের কথা স্মরণ করতে পারি, যে রাতে আমি আল মুকাদ্দিমার একটা ছোট্ট অংশ পাঠ করি#স্কুল#ফিলোসফি।

ইতোমধ্যে, আমি শেইখিনোটের এই কৌতূহল জনক ব্লগ পোস্টের ভেতরে প্রবেশ করেছি, এর শিরোনাম, অর্থনীতির জনক ইবনে খালদুন:

ইবনে খালদুন, কেবল উৎপাদন, সরবরাহ, অথবা ব্যয়ের সংজ্ঞা নিরুপণ করে কেবল চিরায়ত অর্থনীতির বীজ বপন করেননি, একই সাথে ভোক্তা, চাদিহা, এবং উপযোগিতার সংজ্ঞা প্রদান করে তিনি আধুনিক অর্থনীতির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। .

@আরবলিট ডুডল প্রকাশের ঘটনায় অনুপ্রাণিত

আমার প্রিয় দার্শনিকের জন্য গুগল ডুডল তৈরি করেছে, ইবনে খালদুন, http://www.google.com.eg/, আমি তার ভক্ত এবং বেন সালেম হিমিচ এর উপন্যাস “দি প্লেম্যাথ” পাঠ করুন।”

@আলবাকার এতে খুশি:

@গুগলআরাবিয়ার এক অসাধারণ উদ্যেগ, যারা #ইবনে৫লদুনকে স্মরণ করছে। তার অবিস্মরণীয় পুস্তক মুকাদ্দিমা অবশ্যই পাঠ্য।

২৭ মে তারিখের গুগল ডুডলে ক্লিক করে এবং #ইবনে৫লদুন হ্যাশট্যাগের মাধ্যমে ইবনে খালদুন সম্বন্ধে আরো জানতে পারবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .