পাকিস্তানঃ করাচির নৌবাহিনীর বিমান ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ

২২ মে, ২০১১-তে, রাত প্রায় ১১ টার সময় করাচিতে অবস্থিত নৌ বাহিনীর সদর দপ্তরের অভ্যন্তরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটার খবর ছড়িয়ে পড়ে।

পিএনস মেহরান (পাকিস্তান নেভাল স্টেশন মেহরান) করাচির শের এ-ফয়সাল এলাকায় অবস্থিত পাকিস্তান নৌবাহিনীর সুরক্ষিত এক ঘাঁটি। এটি নৌ বাহিনীর নৌ বিমান সংস্থার (নেভাল এয়ার আর্ম) সদর দপ্তর। নৌ জাদুঘরের ভেতর দিয়ে এখানে প্রবেশ করে এবং ভারী অস্ত্র নিয়ে পিএনস মেহরানে হামলা চালায় এবং রকেট দিয়ে পি-৩সি অরিয়ন সারভাইলেন্স এয়ারক্রাফট ধ্বংস করে দেয়।

যখন নিরাপত্তা এবং সামরিক বাহিনীর সদস্যরা পালটা জবাব দিতে শুরু করে তখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয় এবং আগুনের সুউচ্চ লেলিহান শিখা দেখা যাবার সংবাদ ছড়িয়ে পড়তে শুরু করে। রয়টার সংবাদ প্রকাশ করেছে যে এই আক্রমণে, এখন পর্যন্ত সামরিক বাহিনীর চারজন সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।

P-3C Orion surveillance aircraft. Image via Twitpic by @FarrukhSiddiqui.

পি-৩সি অরিয়ন সারভাইলেন্স এয়ারক্রাফট। @ফ্ররুখসিদ্দিকি তার টুইটপিকে উঠিয়ে দিয়েছে।

পাকিস্তানের টুইটার ব্যবহারকারীরা দ্রুত এই সংবাদ ছড়িয়ে দিয়েছে এবং তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এখানে এই আলোচনার কিছু অংশঃ

পাকিস্তানের লাহোর থেকে ওসমান সংবাদ প্রদান করছেঃ

@বিটহ্যাক৩আরঃ সন্ত্রাসীরা পিএনএস মেহরানে হামলা চালিয়েছে-রেহমান মালিক#পাকিস্তান#করাচী

@বিটহ্যাক৩আরঃ চার ইঞ্জিন বিশিষ্ট নৌ বিমান সন্ত্রাসীদের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে, এটি এখনো আগুনে জ্বলছে।#করাচি#পাকিস্তান।

@বিটহ্যাক৩আরঃ এখনো সন্ত্রাসীরা পিএনএস মেহরান (ফয়সাল ঘাঁটি)-এ অবস্থান করছে-রেহমান মালিক।

সাদ জানাচ্ছেঃ

@খুরশেদঃ পিএনএস-মেহরান এর তিন দিক দিয়ে আক্রমণকারীরা প্রবেশ করে, ডালমিয়া, গুলিস্তান এ জোহার এবং সাহরা এ ফয়সাল-এর ভেতর দিয়ে তারা আসে।

এ ঘটনার উপর আরো সংবাদঃ

@এফকে_কাশ্মিরঃ পিএএফ-এর ঘাঁটি ফয়সাল এর কাছে #বিস্ফোরণ ঘটেছে এবং এসওএস-(আমাদের রক্ষা করুন) সঙ্কেত আমার বাসা থেকে দেখা যাচ্ছে। সেখানে যে গোলাগুলি হচ্ছে, এখান থেকে তার শব্দ শুনতে পাচ্ছি। #করাচী#পাকিস্তান

@বিক্সেনজো (সিকানদার বিজেনজো): করাচির নৌ ঘাঁটিতে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। প্রায় ২০ টার মত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রচন্ড বিস্ফোরণে আকাশ ধোঁয়ায় ভরে গেছে। #পাকিস্তান

@জাভেদনুসরাতঃ এক নির্ভর যোগ্য সূত্র জানাচ্ছে যে, এই আক্রমণের সূত্রপাত ঘটে বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে নয়, বরঞ্চ রকেট নিক্ষেপের মধ্যে দিয়ে। দেখে মনে হচ্ছে এটা ছিল এক পরিকল্পিত আক্রমণ।

@আম্মারইয়াসিরঃ একজন বিদেশী সহ পাঁচজন আহত হয়েছে। সম্ভবত আহত বিদেশী ব্যক্তিটি চীনের নাগরিক।

@ফাইজানলাখানিঃ ফয়সাল ঘাঁটি এবং মেহরান পুরোপুরি অন্ধকারে ডুবে আছে।

@টার্মিনালএক্সপাকঃ এনএসএসজি (নৌ কমান্ড) যেখানে গোলাগুলি সেখানে হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে, পাল্টা হামলা শুরু হয়েছে। #করাচী #পাকিস্তান

@কেফারুকিঃ পাকিস্তানের সেনা, পিএনএস মেহরানে জামাত এ ইসলাম তালেবান এবং আল কায়দার ৬ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। শাবাশ#করাচি#পাকিস্তান#এমকিউএম।

@হিরানাজামঃ সংবাদ অনুসারে-পিএনএস মেহরান, ফয়সাল ঘাঁটির সবকিছু এখন একদম পরিষ্কার- ব্যতিক্রম হচ্ছে সেই ভবনটি, যেখানে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে।

খাবের সিদ্দিকি বাস্তবতাকে অঙ্কন করেছেনঃ

@দিকরাচীকিডঃ ৯/১১,২৬/১১, এবং ৭/৭-এর ঘটনা ঘটেছে। এখন পাকিস্তানে প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটছে।#প্রেফরপাকিস্তান

এ বিষয়ে আরো প্রতিক্রিয়াঃ

@ফয়সালকাপাডিয়া, জেগে উঠুন, এটা আমাদের লড়াই, তারা আর কারো উপর নয় আমাদের উপর হামলা চালাচ্ছে। তারা আমাদের ধ্বংস করার আগে, আসুন যে কোন ভাবে হোক আমরা তাদের প্রতিরোধ করি। #পাকিস্তান।

@আদনানরাসুলঃ আমার মনে হচ্ছে যে…করাচির নৌ ঘাঁটিতে হামলার উদ্দেশ্য হচ্ছে #পাকিস্তানের নৌ এবং বিমান বাহিনীর বিমান সমূহকে উড়িয়ে দেওয়া…#করাচিতে এক বীভৎস ঘটনা ঘটল।

@ফয়সালকাপাডিয়াঃ #করাচির জনতা, আমাদের উপর হামলা চালানো হয়েছে। এই সময় আমাদের এক হয়ে থাকতে হবে এবং আমরা যেন এই ঘটনায় আতঙ্কিত হয়ে না পড়ি! দয়া করে শান্ত থাকুন। #মেহরান-এর ঘটনায় আমরা একতাবদ্ধ।

এই চলমান ঘটনার আরো তাজা সংবাদ জানার জন্য #করাচী#পাকিস্তান#করাচীএ্যাটাক এবং #মেহরান হ্যাশট্যাগ ব্যবহার করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .