উগান্ডাঃ ছবিতে ওয়াক টু ওয়ার্ক নামক প্রতিবাদ

এই প্রবন্ধটি উগান্ডার ওয়াক টু ওয়ার্ক নামক প্রতিবাদের উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

উগান্ডার নাগরিকরা তেল এবং খাবারের দাম বেড়ে যাবার এবং দ্রুত মুল্য বৃদ্ধির প্রতিবাদে তথা কথিত ওয়াক টু ওয়ার্ক নামক প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে, এটি বেশ কয়েকজন বিরোধী নেতার করা প্রতিবাদের নামে এর নামকরণ করা হয়। এই সব নেতারা এপ্রিল মাস থেকে কাজে যাবার জন্য হাঁটতে শুরু করে। মূলত যারা ভাড়া বাড়ার কারণে সাধারণ পরিবহণের ভাড়া দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছে, তারা এর প্রতিবাদ হিসেবে কাজে যাবার জন্য হাঁটতে শুরু করে। পরে নেতারা এই প্রতিবাদের সাথে নিজেদের একাত্মতা ঘোষণা করে।

পুলিশ, প্রতিবাদকারীদের উপর গোলাপী রঙ, কাঁদুনে গ্যাস এবং তাজা বুলেট ব্যবহার করে। এখানে ছবিতে ওয়াক টু ওয়ার্ক নামক প্রতিবাদকারীদের কাহিনী তুলে ধরা হচ্ছে।

কেন কেনিয়া এবং তানজানিয়ার নাগরিকরা প্রতিবাদ করছে না?

This is the reason why Ugandans are the only ones protesting food  prices in the region. Photo courtesy of Twitter user @mugumya.

এই কারণে এই অঞ্চলের মধ্যে কেবল উগান্ডার নাগরিকরা খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদ করছে। ছবি টুইটার ব্যবহারকারী @মাগুমায়ার সৌজন্যে।

সাংবাদিকরাও নিরাপদ নয়:

Journalist Micheal Kakumirizi was targeted by Uganda Security Forces while covering #walk2work protest. Photo courtesy of Twitter user @no_dictatorship.

সাংবাদিক মিশেল কাকুমিরিজি যখন#ওয়াক২(টু)ওয়ার্ক নামের প্রতিবাদের সংবাদ গ্রহণ করছিলেন তখন উগান্ডার নিরাপত্তা বাহিনী তার উপর হামলা চালায়। ছবি টুইটার ব্যবহারকারী @নো_ডিকটেটরশিপ-এর সৌজন্যে।

কাজে যাবার জন্য হাঁটো, এরপর বাঁচার জন্য দৌড়াও:

Uganda police in action. Photo courtesy of Twitter user @no_dictatorship.

উগান্ডার পুলিশের অভিযান।ছবি টুইটার ব্যবহারকারী @নো_ডিকটেটরশিপ-এর সৌজন্যে।

নাগরিকরা কি বুনো পশুতে পরিণত হয়ে গিয়েছে?:

Uganda Army hunting Ugandans. Photo courtesy of Twitter user @no_dictatorship.

উগান্ডার সামরিক বাহিনী উগান্ডার নাগরিকদের খুঁজে বের করে তাদের উপর হামলা চালাচ্ছে। ছবি টুইটার ব্যবহারকারী @নো_ডিকটেটরশিপ-এর সৌজন্যে।

একটি কারণের জন্য আমরণ অনশন:

Makerere area councillor Mr Bernard Luyiga went on hunger strike to protest police brutality. he camped outside Makerere University. Photo courtesy of Twitter user @pjkanywa.

মাকেরেরে এলাকার কাউন্সিলার বার্নাড লুইগা পুলিশের নির্মমতার প্রতিবাদে অনশন শুরু করেছে। মাকেরেরে বিশ্ববিদ্যালয়ের বাইরে সে তার অনশনে কেন্দ্র স্থাপন করেছে। ছবি টুইটার ব্যবহারকারী @পিজেকানইওয়া।

নারীরা সম্মানের দাবিদার

Ugandan women telling police to respect women's bodies during arrest. Photo courtesy of Twitter user @vote4africa.

উগান্ডার নারীরা পুলিশকে বলছে। যেন তারা মেয়েদের গ্রেফতার সময় তাদের দেহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। ছবি টুইটার ব্যবহারকারী @ভোট৪(ফর)আফ্রিকার সৌজন্যে পাওয়া।

যতক্ষণ না পুলিশ মানবাধিকারে প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে, ততক্ষণ আমি এখানে শয়ন করব। মাকেরেরে এলাকার কাউন্সিলার এই কথাগুলো বলেছেন:

Hunger strike against police brutality. Photo courtesy of Twitter user @pjkanywa.

পুলিশের নির্মমতার বিরুদ্ধে অনশন। ছবি টুইটার ব্যবহারকারী @পিজেকানওয়াইয়ার সৌজন্যে।

পুলিশ জনতার চলাচলের স্বাধীনতাকে স্বীকার করে নাঃ

Police in Kampala blocking peaceful demonstrators. Photo courtesy of Twitter user @vote4africa.

কাম্পালার পুলিশ শান্তিপুর্ণ বিক্ষোভে বাঁধা প্রদর্শন করছে। ছবি টুটার ব্যবহারকারী @ভোট৪(ফর)আফ্রিকার সৌজন্যে পাওয়া।

উগান্ডার যে সমস্ত নাগরিকরা ওয়াক টু ওয়ার্ক নামক আন্দোলনে অংশ নিচ্ছে তাদের প্রতি পুলিশ কঠোর আচরণ করছে। কিন্তু ধারণা করুন কারা এই ওয়াক টু ওয়ার্ক আন্দোলনের প্রতি নজর রাখছে

@elijahbee says: guess who I saw walking to work this morning

@এলিজাহাবে বলছেঃ ধারণা করুন, কাদের আমি আজ সকালে কাজে যাবার জন্য হাঁটতে দেখেছি

উপসংহারে, এচোএয়ালুস-এর “ যখন ক্যামেরা দেশকে মিথ্যা বলে” শিরোনামে লেখাটি পড়ুন।

এই প্রবন্ধটি উগান্ডার ওয়াক টু ওয়ার্ক নামক প্রতিবাদের উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .