কোষ্টা রিকাঃ সমকামিতা ভীতি প্রতিরোধ দিবস

কোস্টা রিকা, ১৭ মে তারিখে আন্তর্জাতিক সমকামিতা ভীতি প্রতিরোধ দিবস উদযাপন করে এবং অনলাইন এবং অনলাইনের বাইরে নাগরিকরা যৌন বৈচিত্র্যতা উদযাপন করে।

Puppy at the Pride Parade. Image by @jdclarke00 used with permission.

প্রাইড প্যারেডে পাপি নামের কুকুর। ছবি জেডক্লার্ক০০-এর, অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

১৫ মে রোববার, দেশটির রাজধানী সান জোসেতে পুরুষ সমকামীদের এক উৎসব অনুষ্ঠিত হয়। মুরিচিয় রোজাস [স্প্যানিশ ভাষায়] একটি ভিডিও তৈরি করেছে, যেখানে উৎসবের বিভিন্ন অনুষ্ঠান যেমন সঙ্গীত, ভেন্ডর স্ট্যান্ড, নাচ এবং বক্তৃতা প্রদর্শন করতে দেখা দেখা যাচ্ছে:

সিটি অফ সান জোসে এই উৎসবের অয়োজক, এই শহরটি নিজেকে সব ধরনের বৈষম্য থেকে মুক্ত করার কাজ শুরু করেছে। যখন ভিন্ন ভিন্ন যৌন সম্পর্কের বিরুদ্ধে জনতা, তখন এই শহরটি বিশেষ ঘটনার ক্ষেত্রে বৈষম্য দূর করার কাজ শুরু করেছে। যেমনটা এই উৎসবের জন্য যে সংবাদ সম্মেলন তাতে যে বিবৃতি প্রদান করা হয়েছে [স্প্যানিশ ভাষায়], সেখানে এই বিষয়টি উঠে এসেছে:

হাস্যরসাত্মক ওয়েবসাইট “আই ক্যান নট প্রোনাউন্স আর” (আমি ‘আর’ শব্দটি উচ্চারণ করতে পারি না)” [স্প্যানিশ ভাষায়] নিজেও এই দিনের একটি ভিডিও নিমার্ণ করেছে। এই ভিডিওতে জুয়ান জোসে ভার্গাসকে হাস্যরসাত্মক ভাবে অনুকরণ করা হয়েছে। ভার্গাস কোষ্টা রিকার একজন রাজনীতিবিদ, যিনি গত বছরএক পাদরি-তে (ওঝায়) রূপান্তরিত হন [স্প্যানিশ ভাষায়]। তিনি বিজ্ঞপনে তার কর্মস্থলকে সমকামী ব্যক্তিদের নিরাময় কেন্দ্রে হিসেবে উপস্থাপন করে খবরের কাগজের শিরোনাম হন। এই ভিডিও-তে, জুয়ান নোজে ভাইনাস ( স্প্যানিশ ভাষায় যার মানে ‘জুয়ান আমি ওস্তাদি জানি না’) এর এক সাজানো সাক্ষাৎকার গ্রহণ করা হয়, যেখানে সে তার চিকিৎসার ফলাফল উপস্থাপন করে। ধারাবাহিক এক প্রশিক্ষণের মাধ্যমে সে তার প্রশিক্ষণার্থীদের বাজে এক আওয়াজ সৃষ্টি করা শেখাচ্ছেন, পুরুষের জন্য লড়াই করা, পুরুষের লোলুপতা এবং মেয়েদের হাইহিল পরে চলা শেখাচ্ছেন এবং বিপরীত লিঙ্গের সাথে তুলনার ক্ষেত্রে নিজেদের সৌভাগ্যবান ভাবাচ্ছেন (“ সৌভাগ্যবান হওয়া”)।

ব্লগ চেপেলস্টাইল, [স্প্যানিশ ভাষায়] সান জোসের এই উৎসব নিয়ে লিখেছে, তারাও এই উৎসবে উপস্থিত ছিল। ই.ফার্নান্দেজ এই উৎসবের বিষয়ে একটা বর্ণনা প্রদান করেছে, যার মধ্যে অনেক ছবি এবং নীচের লেখাটি রয়েছে:

Estar ahí me hizo entender un poco más porqué el arcoíris es considerado símbolo de la comunidad LGBT (Lesbiana, Gay, Bisexual y Transgénero). Como decimos por acá para gustos hay colores y este símbolo nos llama a apreciar la diversidad y belleza de todos los colores… y todos los gustos.

সেখানে যাওয়াতে আমার মনে এই উপলব্ধি হয়, কেন রঙধনু-কে সমকামী (নারী, পুরুষ, উভয়লিঙ্গ এবং লিঙ্গ পরিবর্তনকারী-দের) সম্প্রদায়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যেমনটা আমি এখানে বলছি, প্রত্যেকটি আনন্দের একটা রঙ রয়েছে এবং এই প্রতীক আমাদের বৈচিত্র্যপূর্ণ সম্পর্কের প্রতি উৎসাহ প্রদান করার এবং সকল রঙ ও আনন্দ গ্রহণ করার আহবান জানায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .