- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদি আরবঃ জেদ্দায় নারীদের গাড়ি চালানো বিষয়ক আইনকে এক নারী চ্যালেঞ্জ করছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, নাগরিক মাধ্যম, মানবাধিকার, লিঙ্গ ও নারী

সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানো নিষেধ। সম্প্রতি এক সৌদি নারী এই অধিকার দাবী করে। জেদ্দায় সে গাড়ি চালিয়ে বাচ্চাদের স্কুলে রেখে আসে। নেট নাগরিকরা এই ঘটনা নিয়ে এক বিতর্কে লিপ্ত হয়েছে। অনেকে নাজলা হারারি নামের এই নারীকে তার এই সাহসী কাজের জন্য প্রশংসা করছে।

অনেক বছর ধরে তেল সমৃদ্ধ এই রক্ষণশীল দেশটিতে নারীদের গাড়ী চালানো অনুমতি প্রদান করা নিয়ে বিতর্কে চলছে এবং তা সবসময় প্রবাহমান। যদি অনুমতি প্রদান করা হয়, সেক্ষেত্রে দেশটির ধর্মীয় নেতারা এই অধিকারকে এমন এক বিষয় বলে মনে করেন, যা দেশটির নারী এবং পুরো সমাজকে ধ্বংস করে ফেলবে। অন্যদিকে যারা উদারনৈতিক, যাদের মধ্যে অনেক সৌদি নারীও রয়েছে, তারা বলছেন এটা এক মৌলিক অধিকার, যা মেয়েদের স্বাভাবিকভাবে পাওয়া উচিত, বিশেষ করে যাদের গাড়ী চালক রাখার সামর্থ্য নেই।

A picture of Najla Hariri taken from her Twitter account @hariri65. [1]

নাজলা হারারির ছবি, তার টুইটার একাউন্ট @হারিরি৬৫ থেকে নেওয়া

নাজলা হারারি এই পদক্ষেপ [1] ইন্টারনেটে ঝড় তুলেছে। টুইটারে এক লম্বা বিতর্ক চলছে, এই বিতর্কের একদিকে রয়েছে তারা, যারা নাজালা যে পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রত্যাখান করেছে এবং অন্যদিকে রয়েছে তারা,যারা নাজলার সাহস এবং লড়াইয়ের প্রশংসা করছে, যে নাজলা প্রমাণ করেছে নারীদের গাড়ী চালানো নিষিদ্ধ করে সমাজ ভুল করেছে। যে সমস্ত প্রশংসা তিনি তার টুইটার একাউন্টের মাধ্যমে লাভ করেছেন, হারিরি বিনয়ের সাথে তার প্রশংসার জবাব দিয়েছেন, তিনি বলছেন [2] [আরবী ভাষায়]ঃ

أعزائي، جعلتم مني رائدة ورمز، أنا لست أي من ذلك، انا أم وجدت نفسها في احتياج لأخذ زمام المبادرة، ففعلت من غير بطولات ولا انجازات

আপনারা আমাকে এক নেত্রী এবং প্রতীক বানিয়ে ফেলেছেন, আমি তার কোনটাই নই। আমি এক মা, যে কিছু একটা করার প্রয়োজন অনুভব করছিলাম। কোন ধরনের বীরত্বপূর্ণ কাজ বা কোন অর্জনের কথা না ভেবে আনার যা করা উচিত, আমি তাই করেছি।

মিসেস হারিরি যা করেছে তার প্রেক্ষাপটে ফোয়াদ আল-ফারহান [3] এক এক মন্তব্য লিখেছে [4] [আআরবী ভাষায়], সে বলছেঃ

ما قامت به الأستاذة نجلاء حريري من قيادة سيارتها يوم أمس في جدة وتوصيل أطفالها هو حق حلال ومشروع ومصادرة الحق ظلم

মিসেস নাজলা হারারি, জেদ্দায় তার গাড়িতে করে নিজের সন্তানদের নিয়ে এক ভ্রমণে বের হয়েছিল, যা বৈধ [হালাল] এক অধিকার এবং এই অধিকার কেড়ে নেওয়া অন্যায়।

আরেকজন সৌদি টুইটারকারী আব্দুলরাহমান কাট্টোয়া [5], নাজলা যা করেছে তার প্রশংসা করেছে, সে নাজলাকে আরেক রোজা পার্ক হিসেবে অভিহিত করেছেন [6][আরবী ভাষায়]। রোজা পার্ক ছিলেন এক আফ্রিকান-আমেরিকান নাগরিক অধিকার আন্দোলন কর্মী:

ما يكسر حاجز الخوف إلا الشجعان زي ما كسرت الأمريكية في الباص الاضطهاد العنصري في أمريكا

সাহসী ছাড়া আর কেউ ভয়ের দেওয়াল ভাঙ্গতে পারে না, যেমন করে এক আমেরিকান নারী বাসে বসা নিয়ে যে বর্ণবাদী নিয়ম ছিল তা ভেঙ্গে ফেলে।

সৌদি এক ডাক্তার রামি নিয়াজি [7], নারীদের গাড়ী চালানোর অধিকার নিয়ে সৌদিদের বিতর্কে লিপ্ত হতে দেখে হতাশা ব্যক্ত করেছেন। তিনি এক টুইট [8] লিখেছেন [আরবী ভাষায়], সেখানে তিনি বলছেনঃ

كلما تذكرت أننا لا زلنا نناقش المرأة تسوق ولا لأ في سنة ٢٠١١ ٬ اشعر بإحباط شديد. الناس طلعوا القمر من ٤٠ سنة

যখন আমি ভাবি যে ২০১১ সালে সৌদি আরবে মেয়েদের গাড়ী চালানোর অনুমতি প্রদান করা হবে কি হবে না তা নিয়ে বিতর্ক চলছে, তখন আমি প্রচণ্ড হতাশ হয়ে পড়ি। এখন থেকে ৪০ বছর আগে মানুষ চাঁদে পৌঁছে গেছে!

সৌদি প্রাবন্ধিক এসসাম-আল-জামাল [9] তার টুইটার একাউন্টে নারীদের গাড়ী চালানো নিয়ে বিতর্কের ক্ষেত্রে একটি সাইড মন্তব্য করেছে, সে বলছে [10][আরবী ভাষায়]ঃ

أتمنى أن لا يحول التيار الإسلامي قيادة المرأة إلى صراع بين الاسلاميين والليبراليين. فقيادة المرأة تخص المرأة وليس الليبراليين

আমি আশা করি ইসলামি আন্দোলন মেয়েদের গাড়ী চালানোর বিষয়টিকে ইসলামপন্থী বনাম উদারনৈতিক একটা আন্দোলনের বিষয়ে পরিণত করবে না, কারণ গাড়ী চালানোর বিষয়টি মেয়েদের সাথে সম্পৃক্ত, উদার নৈতিকতার সাথে নয়।

কুয়েতের কলাম লেখক আব্দুল্লাহ জামান [11], মিসেস হারিরি সাহসের প্রশংসা করে ইংরেজিতে একটা টুইট লিখেছে [12]:

নাজলা, আজ আপনি যা করলেন তার জন্য আমি আপনাকে ঈর্ষা করি। নারী জগতের ইচ্ছাশক্তির এক প্রতীক হবার মত সাহস আপনার রয়েছে।

সৌদি রাজনৈতিক একটিভিস্ট ওয়ালেদ আবু আলখায়ের [13] মিসেস হারিরি যা করেছেন তার গুরুত্ব কি, সেই যুক্তি তুলে ধরেন [14]:

باختصار سياقة نجلاء حريري لسيارتها في وسط جدة ووقت الذروة ولمسافة طويلة دون أي مضايقات يبدد ما يشاع عن مجتمعنا أنه سوف يؤذي المرأة إن ساقت

সংক্ষেপে, নাজলা হারিরি এক ব্যস্ত সময়ে জেদ্দার একেবারে মাঝখানে কোন ধরনের ঝামেলা ছাড়াই গাড়ী চালিয়ে আসতে সক্ষম হয়, এর ফলে সমাজে যে গুজব রয়েছে নারীরা যদি গাড়ী চালায় তাহলে তারা আঘাত পেতে পারে, এই গুজবের আবাসন হবে।