তিউনিশিয়া: পুলিশের নির্মমতার প্রত্যাবর্তন

এ পোস্টটি আমাদের তিউনিশিয়া বিপ্লব ২০১১-সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

২৪ জুলাইয়ের নির্বাচনে ইসলামী রাজনৈতিক দল আল- নাদা জয়লাভ করলে বহিস্কৃত রাষ্ট্রপতি সমর্থিত সেনাদের দ্বারা সামরিক শাসন জারী হতে পারে- এ মর্মে প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী ফারহাত রাজি তাঁর ফেসবুক পাতা “স্কানদালী”-তে ভবিষ্যত বাণী করলে তিউনিশিয়ায় বিক্ষোভ অব্যাহত থাকে। তিনি আরো দাবী করেন যে তিউনিশিয় সেনা প্রধান রশিদ আম্মার কাতারে গিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি বেন আলির সঙ্গে দেখা করে বেন আলির বন্ধু কামাল লতিফকে প্রধান করে ছায়া সরকার পরিচালনার বিষয়ে আলাপ করেছেন।

A Tunisian protestor beaten by a policeman in civilian clothes, May 6, 2011. Photo by Twitpic user @worldwideyes.

সাধারণ পোষাক পরিহিত একজন পুলিশ একজন তিউনিশিয় প্রতিবাদকারীকে পেটাচ্ছেন।৬ মে,২০১১ ছবি টুইটপিক ব্যবহারকারীঁ@ ওয়ার্ল্ড ওয়াইডআইস-এর সৌজন্যে

সরকার পতনের দাবীতে হাবীব বারগুইয়া এভেন্যুতে বৃহস্পতিবার দুপুর এবং শুক্রবার সকালে গত ২৪ ঘন্টায় গণতন্ত্রপন্থীরা দু’বার মিলিত হয়েছেন। দুটো জমায়েতেই পুলিশ বর্বরভাবে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস ও লাঠি ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নাওয়াত ব্লগের একজন ব্লগার উইনস্টন স্মিথ লিখেন:

…اليوم5 ماي يتواصل القمع ضدّ المواطنين العزّل عبر إعتداء فرق التدخل و البوليس السياسي …على المتظاهرين المسالمين في شارع الحبيب بورقيبة بالعاصمة التونسية…

আজ ৫ মে, তিউনিসের হাবিব বারগুইয়া এভেন্যুতে দাঙ্গা পুলিশ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর আক্রমন অব্যাহত রাখে এবং দমণ পীড়ন চালায়।

৫ মে প্রকাশিত একটি ইউটিউব ভিডিও তে দেখা যায় নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপের আগে সরকার বিরোধী প্রতিবাদকারীদের একটি ছোট জমায়েত।

যদিও শুক্রবার উত্তেজনা তুঙ্গে ছিল এবং পুলিশী হস্তক্ষেপ ছিল সহিংস।

বেন করিম টুইট করেন:

# তিউনিসে ঠিক এখন যা ঘটছে:শহরের প্রাণকেন্দ্রে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পুলিশ পিটিয়েছে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। বিনা উস্কানীতে # তিউনিসিয় পুলিশের হামলা আবারো ফিরে এসেছে।

হাতেম এল মেক্কি বলেন:

Les flics quand ils arrêtent un jeune se mettent tous a le battre de manière violente en même temps”

পুলিশ যখন একজন তরুণকে গ্রেফতার করলো তখন সকল পুলিশ মিলে একসাথে তাঁকে নির্মমভাবে পেটাতে শুরু করলো

পুলিশী নির্মমতা থেকে পলায়ন ছবি ওয়াইফ্রগ থেকে

নাওয়াত টুইট করেন:

Avenue Bourguiba à Tunis : violence, tabassage arrestations arbitraires

তিউনিসের বারগুইবা এভেন্যু: সহিংসতা, প্রহার এবং অযৌক্তিক গ্রেফতার

নিরাপত্তা বাহিনী ব্লগার এবং সাংবাদিকদেরও আক্রমণ করে।

ফাতেমা আরাবিকা টুইট করেন:

بسام بوقرة المدون يتعرض للاختطاف من قبل البوليس والضرب المبرح ثم يرمى في الشارع آلام حادة على مستوى اليد

ব্লগার বাসেম বোগেরা পুলিশ কর্তৃক অপহৃত হয়েছেন,তাঁকে নির্মমভাবে পিটিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। তাঁর দু’হাতে তীব্র ব্যথা।

লিনা বেন মেহনী তাঁর ফেসবুক পাতায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন:

আমি দুঃখিত যে আমার বন্ধু ব্লগার স্যাম বোগেরা পুলিশ কর্তৃক অপহৃত হয়েছে। তাঁকে পেটানো হয়েছে এবং জনমনুষ্যহীন স্হানে পুলিশ তাঁকে ছুড়ে ফেলে দিয়েছে। ধিক পুলিশকে!

এ এফ পি-এর একজন চিত্রগ্রাহক, শেমস্ এফ এম রেডিওর একজন সাংবাদিক এবং আল জাজিরার একজন সাংবাদিক পুলিশী আক্রমণের শিকার হয়েছেন, অন্যদিকে রেডিও এক্সপ্রেস এফ এম-এর একজন প্রতিনিধিকে পুলিশ হুমকী দিয়েছে এবং অসম্মানজনক কথা বলেছে।

নিজো টুইট করেন:

Le journaliste de ShemsFm se fait tabasser en direct, la ligne est coupée, il n'est plus joignable

শেমস্ এফ এম রেডিওর সাংবাদিক লাইভ রিপোর্টিং করার সময় পুলিশের প্রহারের শিকার হন। তাঁর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কোন যোগাযোগ করা যাচ্ছে না।

আমিরা ইয়াহওয়ি বলেন:

Un photographe de l'AFP qui couvrait les manifs de l'avenue bourguiba aujourd'hui a été agressé par les force de l'ordre #tunisie

বারগুইবা এভেন্যুতে কভার করতে আসা এ এফ পি-এর একজন আলোকচিত্রী পুলিশের আক্রমনের শিকার হন।

এ পোস্টটি আমাদের তিউনিসিয়া বিপ্লব ২০১১-সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .