- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পানি বিষয়ক বিশ্ব ব্লগিং প্রতিযোগিতা

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, পশ্চিম ইউরোপ, পূর্ব ও মধ্য ইউরোপ, ল্যাটিন আমেরিকা, নেদারল্যান্ডস, ফিলিপাইনস, ব্রাজিল, মেক্সিকো, সার্বিয়া, হাঙ্গেরি, নাগরিক মাধ্যম, পরিবেশ

পানির উপর মনোযোগ প্রদান করে ইউরোপিয়ান জার্নালিস্ট সেন্টার [1] তিনমাস ব্যাপী এক আর্ন্তজাতিক ব্লগিং প্রতিযোগিতার উদ্বধোন করেছে, যার নাম দেওয়া হয়েছে থি!ঙ্ক৫ [2] (TH!NK5)। ভিন্ন ভিন্ন ৪০-টি দেশের ব্লগার এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে, যাদের উদ্দেশ্য চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হওয়া, আর এর পুরষ্কার হচ্ছে পর্তুগালের রাজধানীতে ভ্রমণ।

এই বিষয়ে যেমনটা থি!ঙ্ক এ্যাবাউট ইট সাইট বর্ণনা করছে [3]

থি!ঙ্ক এ্যাবাউট ইট ধারাবাহিক এক ব্লগিং প্রতিযোগিতা, যার আয়োজক ইউরোপিয়ান ইউনিয়ন সেন্টার। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে পেশাদার এবং উত্সাহি সাংবদিক, এ ছাড়া বিভিন্ন প্রেক্ষাপটে নতুন প্রচার মাধ্যম যারা তৈরি করে তাদের প্রতি লক্ষ্য করে এই প্রতিযোগিতা চালু করা হয়েছে। থি!ঙ্ক সময়োচিত বিষয়ের ক্ষেত্রে অনলাইনে প্লাটফর্ম তৈরি করা, এই প্রক্রিয়ার উদ্দেশ্য আর্ন্তজাতিক এক ব্লগার সম্প্রদায় স্থাপন করা। ২০০৯ সালের থি!ঙ্কের প্রথম সংস্করণটি ইউরোপীয় সংসদ নির্বাচনের উপর মনোযোগ প্রদান করেছিল, যার পরর্বতী সংস্করণগুলো বৈশ্বিক বিষয়সমূহের উপর মনোযোগ প্রদান করে, যেমন জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উন্নয়ন।

Th!nk About it Blogging Competition [4]

এখানে কয়েকজন পুরষ্কার বিজয়ীর কিছু জনপ্রিয় এবং মৌলিক লেখা রয়েছেঃ

প্রয়োজনীয় প্রশ্নঃ নলের নাকি বোতলের পানি? [5](দি ইউজুয়াল কোশ্চেনঃ ফাসেট অর বোটল ওয়াটার?) নামক এক পোস্টে ব্রাজিলিয়ান ব্লগার ডিয়েগো লোবো পানির বাজার এবং পানির বোতল নিয়ে তার ব্যাক্তিগত অভিজ্ঞতা সম্বন্ধে কথা বলছেন ঃ

ফিলিপাইনস থেকে আইরিস গনজালেস নামক ব্লগার; ‘দাঁড়ান! আমার পানির বোতল ভেঙ্গে গেল। [6]‘ (ওয়েট! মাই ওয়াটার ব্যাগ ব্রোক) নামক একটি পোষ্ট লিখেছে, যেখানে লেখিকা মাতৃতুল্য দৃষ্টিকোণ থেকে পানি নিয়ে আলোচনা করছেঃ

সার্বিয়া থেকে লারিসা রাঙ্কোভিচ “দানিয়ুব-এর উপর বাঁধ নির্মাণ এবং সাম্যবাদের পতন [7] ( ড্যাম অন দানিয়ুব এন্ড দি এনড অফ কমিউনিজম) নামক এক ঐতিহাসিক লেখায় একটি বাঁধের কাহিনী বলছেন, যা হাঙ্গেরির শাসন বিরোধে এক মনোযোগের বিষয়ে পরিণত হয়।

হাঙ্গেরির ব্লগার এবং চলচ্চিত্র নির্মাতা পিটার ভাদোকজ স্পয়াঘা/তটভূমি [8]নামক একটি স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র নির্মাণ করেছে। এর নির্মাতা একে “সমুদ্রতট বিষয়ে ৪-৬ বছরের এক শিশুর জন্য একটি ছবির শব্দকোষ” হিসেবে বর্ণনা করেছেন।

সম্পাদকীয় ভাষ্যঃ এই প্রবন্ধের লেখিকা আন্দ্রেয়া আরজেবা এই ব্লগিং প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে। তিনি, তার একটি পোস্টে পানিকে এক চরিত্র হিসেবে বর্ণনা করেছেন: তার পোস্টের শিরোনাম” যদি পানি কথা বলতে পারত!? [9]