- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সিরিয়াঃ বিক্ষোভ বৃদ্ধি পাবার প্রেক্ষাপটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হবার সংবাদ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সিরিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, প্রযুক্তি, বাক স্বাধীনতা, রাজনীতি

এই প্রবন্ধটি সিরিয়ার প্রতিবাদ বিক্ষোভ-২০১১ উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

সিরিয়ার টুইটার ব্যবহারকারী সংবাদ প্রদান করছে যে যখন সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে, তখন তার প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেট সেবা আজ ব্যাহত হতে থাকে।

ফিউরিয়াস সিরিয়ান সংবাদ প্রদান করছে [2]:

#সিরিয়ায় মোবাইল ইন্টারনেট এবং থ্রিজি নেট কাভারেজ-এখন বন্ধ হয়ে রয়েছে। এই দুটি মোবাইল কোম্পানীর-এর মালিক আসাদের চাচাতো ভাই রামি মাখালুফ।

মানবাধিকার কর্মী উইসসাম তারিফ লিখছে [3]:

আল-আসাদের শাসন #হোমাস#জাবাদানি#মাদাইয়া এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে এছাড়াও #হোমাস, #ইস্টার্ন গোট্টা, #দামেস্কের উপশহর-এর কেন্দ্রীয় এলাকায় টেলি-যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে।

এবং রাজানিয়ত এর সাথে যোগ করেছে [4] :

দামাস্কে, আলেপ্পো এবং বানায়াস-এ থ্রিজি মডেম-এর সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে#সিরিয়া#ফেসবুক

এ্যানোনিমাস সিরিয়া নিশ্চিত করেছে [5]:

@রাজানিয়াত, #আল্লেপোতে বাস করা এক বন্ধুর কাছে থ্রিজি মডেম রয়েছে, সে আমাকে বলেছে যে এমটিএন এবং সিরিয়াটেল দুটোই কাজ করছে না #সিরিয়া

এছাড়াও সংবাদ রয়েছে যে কয়েকটি টেলিফোন সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। মালাথা উমরান টুইট করেছে [6] :

#বানইয়াস, সিরিয়ায়; টেলিফোন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

এই প্রবন্ধটি সিরিয়ার প্রতিবাদ বিক্ষোভ-২০১১ উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]