মরক্কো: “আমি কেশ কে ভালবাসি!”

মরক্কোর অন্যতম পর্যটক আকর্ষনীয় স্থান মারাকেশ এ বিশ্বের অন্যতম ব্যস্ততম চত্তর ডিজেমা এল ফনা-এর একটি জনপ্রিয় রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার বোমা হামলা হয়। এ হামলায় ১৬ জন হত হয় এবং বারো জনেরও বেশী লোক আহত হয় যার অধিকাংশই পর্যটক। সরকারী বিবৃতিতে বলা হয় পর্যটকদের উপর দূর নিয়ন্ত্রিত বোমা হামলা চালানো হয়। বোমা হামলাটি দেশের স্থিতিশীলতার গর্বকে নড়বড়ে করে দিয়েছে।

বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি শহরবাসীদের প্রতি সমর্থন প্রকাশের উদ্দেশে ব্লগার সামিয়া (@samedda_), বুশরা (@princessa82), বিসমার্ক, ঘালি(@ghalito91) এবং লেডি জি শোকাহত শহরের জন্য ছবি আহ্বান করে একটি টাম্বলর ব্লগ খোলার সিদ্ধান্ত নেয়। “আমি কেশ কে ভালবাসি!” (কেশ মানে মারাকেশ) এ শিরোনামে সমর্থন আদায়ের উদ্দেশে তাঁরা টুইটারে প্রচারণা শুরু করেন। এ ব্লগে বিশ্বের বিভিন্ন স্থান থেকে পাঠানো সমর্থকদের যে ছবি জমা হয়েছে তার মধ্য থেকে কিছু নির্বাচিত ছবি নিচে তুলে ধরা হলো।

সকল ছবি ব্লগের প্রতিষ্ঠাতার সদয় অনুমোদনক্রমে এখানে তুলে ধরা হলো।

বৈরুত, লেবানন থেকে:

লেবানন মারাকেশ কে ভালবাসে (৩০ এপ্রিল ২০১১))

বৈরুত- লেবানন থেকে (৩০ এপ্রিল ২০১১)

বৈরুত- লেবানন থেকে (৩০ এপ্রিল ২০১১)

“আমি মারাকেশ কে ভালবাসি!(অনেক, অনেক, অনেক)”

আমি মারাকেশ কে ভালবাসি!(অনেক,অনেক,অনেক)

বৈরুত- লেবানন থেকে (১ মে, ২০১১)

সৌদি আরব থেকে:

জেদ্দা-সৌদি আরব থেকে

মায়ামি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে:

ইতে, মায়ামি- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে (২৯ এপ্রিল,২০১১)

প্যারিস, ফ্রান্স থেকে:

ফরেস্ট- প্যারিস, ফ্রান্স থেকে (১ মে,২০১১)

লামিয়া- প্যারিস, ফ্রান্স থেকে (১ মে,২০১১)

“আমরা মারাকেশ কে ভালবাসি!”

মেহেদি ও হুসাম- প্যারিস থেকে (১ মে, ২০১১)

মেহেদি ও হুসাম- প্যারিস থেকে (১ মে, ২০১১)

হিসাম- প্যারিস, ফ্রান্স থেকে (১ মে, ২০১১)

ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে:

রিও থেকে (১ মে, ২০১১)

“আমি মারাকেশ এর ভালবাসায় পাগল”

মরিয়ম, চালোন সুর সাওনে-ফ্রান্স থেকে (১ মে, ২০১১)

সাবরিনা, চালোন সুর সাওনে-ফ্রান্স থেকে (১ মে, ২০১১)

গ্রীনউইচ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে:

গিতান ডি- গ্রীনউইচ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ( ১ মে, ২০১১) — মারাকেশ চিরদিনের

কায়রো, মিসর থেকে:

হেদি- কায়রো, মিসর (১ মে ২০১১) — আমি মার্রাকেচ কে ভালবাসি,কায়রো থেকে

সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে:

মুস্তাফা, সান ফ্রান্সিসকো-মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ( ১ মে ২০১১)

এল সালভাদর থেকে:

জিসেলা, সালভাদর থেকে(১ মে,২০১১)

মারাকেশ থেকে:

জিনালি, মারাকেশ-মরক্কো থেকে (১ মে,২০১১)

আরও ছবির জন্য দেখুন ilovemarrakech.tumblr.com.

অনুদান প্রদান করতে চাইলে- ilovekech[at]gmail[dot]com.

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .