ইয়েমেন: তায়েজের বিক্ষোভে একজন হত, একাধিক আহত

আমাদের এ পোস্ট টি ইয়েমেন প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

ইয়েমেনের তায়েজে আজ হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং আলি আব্দুল্লাহ সালেহর শাসনামল উৎখাতের আহ্বান জানায়। ইয়েমেন পোস্ট এর মতে বিক্ষোভকারীদের প্রতি রিপাবলিকান গার্ড ফোর্স তাজা গুলি চালালে একজন বিক্ষোভকারী নিহত হন এবং চারজন আহত হন।

বৃষ্টি সত্বেও নারী, পুরুষ এবং শিশুদের ছাতা মাথায় দিয়ে এবং পতাকা হাতে নিয়ে তায়েজের সড়কগুলোতে মিছিল করতে দেখা যায়।

মালটিসা১৯৯৯ বিক্ষোভের দৃশ্যগুলোকে ভিডিও করেন:

ইউটিউব-এ অল্প কিছুক্ষণ পরেই অন্য ফুটেজে দেখা যায় যে বিক্ষোভকারীরা গুলির শিকারে পরিণত হয়েছে।

সতর্কতা: গ্রাফিক ভিডিও
রামজি২০১১১০০-এর পোস্ট করা চলমান এ ভিডিও তে দেখা যায় বিক্ষোভকারীরা মাথায় আঘাতপ্রাপ্ত একজন বিক্ষোভকারীকে বহন করে নিয়ে যাচ্ছেন। এ ভিডিওটি আজ আপলোড করা হয়। ভিডিওটিতে বলা হয়:

سقوط جرحئ في تعز برصاص الامن الحي الي استخدم امام مدرسة الشعب
তায়েজে ক্ষয়-ক্ষতি, শাব বিদ্যালয়ের সামনে নিরাপত্তা বাহিনী তাজা গুলি ব্যবহার করেছে।

মুফিদ২০২২ কর্তৃক ধারণকৃত এ ভিডিও-তে দেখা যায় নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত অপর একজন ব্যক্তিকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি আরবিতে:

قوات امن على صالح تقتل احد المتظاهرين وتجرح اخرين تعز
” তায়েজে আলি সালেহর বাহিনী একজনকে হত্যা করেছে এবং অনেককে আহত করেছে।”

ভিডিওটির বর্ণনায় বলা হয়:

اليوم في تعز بالقرب من مدرسة الشعب بدء الجيش باطلاق النار على المتظاهرين وقتل احد المتظاهرين وذلك بعد خروج المتظاهرين ورفضهم لموافقة المعارضه على المبادره الخليجية .
المتظاهرين دائما كانو يعتقدون بان الجيش في حمايتهم ضد التعسف الامني من قبل قوات الامن المركزي والحرس الجمهوري التي اتضح انها اكذوبه
আজ তায়েজে শাব বিদ্যালয়ের কাছে সেনাবাহিনী বিক্ষোভকারীদের প্রতি গুলি চালালে একজন নিহত হয়। গাল্ফ কোপারেটিভ কাউন্সিলের উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভকারীরা রাস্তায় সমবেত হয়। বিক্ষোভকারীরা সবসময়ই মনে করতো পুলিশের নির্মমতা, নিরাপত্তা বাহিনী ও রিপাবলিক গার্ডদের সহিংসতা থেকে সেনাবাহিনী তাঁদের রক্ষা করবে কিন্তু তাঁদের সে আশা মিথ্যায় পরিণত হয়।

আমাদের এ পোস্ট টি ইয়েমেন প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .