আমাদের এ পোস্ট টি ইয়েমেন প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ
ইয়েমেনের তায়েজে আজ হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং আলি আব্দুল্লাহ সালেহর শাসনামল উৎখাতের আহ্বান জানায়। ইয়েমেন পোস্ট এর মতে বিক্ষোভকারীদের প্রতি রিপাবলিকান গার্ড ফোর্স তাজা গুলি চালালে একজন বিক্ষোভকারী নিহত হন এবং চারজন আহত হন।
বৃষ্টি সত্বেও নারী, পুরুষ এবং শিশুদের ছাতা মাথায় দিয়ে এবং পতাকা হাতে নিয়ে তায়েজের সড়কগুলোতে মিছিল করতে দেখা যায়।
মালটিসা১৯৯৯ বিক্ষোভের দৃশ্যগুলোকে ভিডিও করেন:
ইউটিউব-এ অল্প কিছুক্ষণ পরেই অন্য ফুটেজে দেখা যায় যে বিক্ষোভকারীরা গুলির শিকারে পরিণত হয়েছে।
সতর্কতা: গ্রাফিক ভিডিও
রামজি২০১১১০০-এর পোস্ট করা চলমান এ ভিডিও তে দেখা যায় বিক্ষোভকারীরা মাথায় আঘাতপ্রাপ্ত একজন বিক্ষোভকারীকে বহন করে নিয়ে যাচ্ছেন। এ ভিডিওটি আজ আপলোড করা হয়। ভিডিওটিতে বলা হয়:
মুফিদ২০২২ কর্তৃক ধারণকৃত এ ভিডিও-তে দেখা যায় নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত অপর একজন ব্যক্তিকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি আরবিতে:
ভিডিওটির বর্ণনায় বলা হয়:
المتظاهرين دائما كانو يعتقدون بان الجيش في حمايتهم ضد التعسف الامني من قبل قوات الامن المركزي والحرس الجمهوري التي اتضح انها اكذوبه
আমাদের এ পোস্ট টি ইয়েমেন প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ