23 এপ্রিল 2011

গল্পগুলো মাস 23 এপ্রিল 2011

তাইওয়ান: অর্কিড দ্বীপে পারমাণবিক বর্জ

১৯৭৪ সাল থেকে তাইওয়ান অ্যাটমিক এনার্জি কাউন্সিল তাদের পারমাণবিক বর্জ অর্কিড দ্বীপে ফেলার সিদ্ধান্ত নেয়, যেখানে বংশ পরম্পরায় আদিবাসী তাওরা বাস করছে। বিশ বছরের বেশী সময় অতিবাহিত হয়েছে, তেজষ্ক্রিয় বর্জের পাত্র জং ধরে ক্ষয়ে গেছে আর মনে হচ্ছে এই সমস্যার কেউ সমাধান করতে চায় না।

23 এপ্রিল 2011