আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলেই মানুষ এ নিয়ে কথা বলতে শুরু করে। তবে মরুভূমির দেশে বৃষ্টির মত উত্তেজনাকর আর কিছু আছে কি?
কাতারের বাসিন্দারা সম্প্রতি এক পশলা বৃষ্টির পরশ পায়, তবে এ বৃষ্টি নিয়ে তাঁরা মনোক্ষুণ্ন, দুঃখিত ও বিভ্রান্ত । তাঁরা আবারো বৃষ্টি হওয়ার আশাবাদ ব্যক্ত করে টুইটারে তাঁদের অনুভূতি প্রকাশ করেছে।
সোমবার (১১ই এপ্রিল) সন্ধ্যা আনন্দময় এই উপহারের বার্তা নিয়ে আসে।
@সেকুইন মাইনার: বৃষ্টি হবে কি?? দোহার পাগলা আকাশ- আইফোনের জন্য সংক্ষিপ্ত টাইমল্যাপস ভিডিও দেখতে চাইলে ক্লিক করুন (http://twitpic.com/4jmcid)
বুধবার শুরুটা ভালো হয় নি:
@ওয়েদার স্টেফ: ধূলোময় দোহার দিন এবং আরো খারাপ অবস্থা হবে। বাতাস বাড়ছে, ঝড়ো হাওয়া ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইছে। পরে সন্ধ্যা ৬ টার পর .. বৃষ্টিপাতের সম্ভাবনা আছে (সম্ভবতঃ বজ্রপাতসহ?!)
কিন্তু দুপুর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে থেমে যায় এবং দিনব্যাপী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।
@মুকেশ৬৫৮: ওয়াও বৃষ্টি শুরু হয়েছে#দোহা #কাতার 🙂 কি মজা!

দোহার বৃষ্টি
@দোহানিউজ: বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বর্ষণ হচ্ছে… ওহ প্রতীক্ষা, এর মধ্যেই থেমে গেল #দোহা #বৃষ্টি http://twitpic.com/4jy7o3
@জেমাগফোর্ড: @দোহানিউজ দুহাইলে বজ্রপাত হয়েছে!
@দোহা ক্যান্ডি: আইন খালিদে মুষলধারায় বৃষ্টি হচ্ছে#দোহা #কাতার
@হাসদাজানী: হাহা, ঠিক আছে, আমার প্রশ্নটা আবারো চলে এসেছে…কাতারের আবহাওয়ায় কি এমন ঘোড়ার ডিম হলো? #বৃষ্টি#গরম http://yfrog.com/h85kptjj
@নাসিমিনদোহা: আমাকে অবশ্যই বলতে হবে যে #দোহাতে #বৃষ্টি একটা তামাশা :p
@সাইবিএনদোহা: @নাসিমিনদোহা হাহা, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয় না। আপনাকে পাঁচ সেকেন্ডের ঝিরিঝিরি বৃষ্টিকে মূল্যায়ন করা শিখতে হবে। #দোহা
@ক্যাসা_ ফিগো: দারুণ আমার গাড়ী আবার নোংরা হলো #দোহা# বৃষ্টি ☹