মিশর: মুবারক অন্তরীণ

এ পোস্ট টি মিশর বিপ্লব ২০১১ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ

মাত্র কয়েক মাস আগেও যে মিশরীয়রা দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মুবারকের কারাবাসের আকাঙ্খা করতো তাঁরা কেউই কল্পনা করতে পারেননি যে তাঁদের এ আকাঙ্খা একদিন বাস্তবে রূপ নেবে।
যাহোক গত ১৩ই এপ্রিল ২০১১ বুধবার সকালে মুবারকের অন্তরীণের খবরের মধ্য দিয়ে মিশরীয়দের সকাল শুরু হয়। মিশরের সামাজিক প্রচার মাধ্যমে বিষয়টি কিভাবে উপস্থাপিত হয়েছে তা তুলে ধরা হল।

একজন স্বৈরশাসকের অন্তরীণ উদযাপন

মিশরীয় লেখক ইব্রাহিম ফারঘালি বিষয়টিকে মহাশূণ্যে মানুষের প্রথম পদক্ষেপের মূহুর্তের সাথে তুলনা [আরবী ভাষায়] করেছেন:

احتفلت روسيا امس بذكرى خروج اول رائد فضاء روسي للفضاء الخارجي يوري جاجارين، واليوم تحتفل مصر بسجن الرئيس المخلوع حسني مبارك

نتمنى أن نرى مصر قريبا تحتفل بإنجازات شبيهة بمنجزات دول العالم المتقدم
والثورة لا تزال في الشارع
গতকাল রাশিয়া মহাশূণ্যে ইউরি গ্যাগারিন- এর প্রথম পদচারণার বিষয়টি উদযাপন করেছে আর আজ মিশর প্রাক্তন রাষ্ট্রপতি হোসনী মুবারকের জেল যাত্রা উদযাপন করছে।

আমরা আশা করি একদিন প্রথম বিশ্বের মত মিশরও একই ধরণের অর্জন উদযাপন করবে এবং একই সঙ্গে আমরা আশা প্রকাশ করি সেদিনও রাস্তায় এ বিপ্লবী চেতনা অব্যাহত থাকবে।

একটি ঐতিহাসিক মূহুর্ত” শিরোনামে জেইনোবিয়া একটি ব্লগ পোস্ট লিখেন। পরে রাষ্ট্রপতির ছেলেকে কিভাবে গ্রেফতার করা হল সে বিষয়ে তিনি বিস্তারিত লিখেন:

প্রাক্তন বহিস্কৃত রাষ্ট্রপতি মোহাম্মদ হোসনী মুবারক এবং তাঁর ছেলে আলা ও গামাল এল-দিন ১৫ দিন ধরে কারবন্দী।

জেইনোবিয়া বিস্তারিত বলেন যে মুবারক প্রতিবাদকারীদের হত্যা, জনগণের অর্থ চুরির অভিযোগে অভিযুক্ত, যদিও স্বাস্থ্যগত কারনে তিনি হাসপাতালে আছেন। বাবার মত আলা এবং গামাল মুবারকও একই অভিযোগে অভিযুক্ত।

জনগণের প্রতিক্রিয়া

একাধিক কার্টুন অঙ্কণের মধ্য দিয়ে ব্রাজিলীয় কার্টুনিস্ট কার্লোস লাতুফ তাঁর নিজস্ব পদ্ধতিতে মুহূর্তটিকে উপস্থাপন করেছেন।

Mubarak Before and After Jan25 Revolution

২৫ জানুয়ারির বিপ্লবের আগে ও পরের মুবারক, অঙ্কনে কার্লোস লাতুফ

গত কয়েক দিনে টুইটারে বেশিরভাগ মিশরীয় তাঁদের অবস্থান (স্ট্যাটাস) পরিবর্তন করেছেন যার বেশিরভাগই ছিল মুবারকের অন্তরীণ সংক্রান্ত।

@ইংএমটিএম: আমি নিজে যদি #মুবারককে জিজ্ঞাসাবাদ করতে পারতাম 😀

মিশরের বিখ্যাত আইনজীবি ফরিদ এল-দীব কর্তৃক লিখিত মুবারকের শেষ রেকর্ডকৃত বার্তাটি[আরবী] তিনি আল-আরাবিয়া নিউজ চ্যানেল-এর জন্য পাঠিয়েছিলেন। বলা হয়ে থাকে এটা ছিল মুবারকের কফিনের শেষ পেরেক:

@Eslam_Foad: شكرا للراجل اللي بيكتب خطابات مبارك من غيرك الثورة ماكنتش هتنجح
@এসলাম ফোয়াদ: মুবারকের বক্তৃতার লেখককে ধন্যবাদ, তাঁকে ছাড়া এ বিপ্লব সফল হতো না।

গত কয়েক সপ্তাহ ধরে তোরাহ কারাগার শুধুমাত্র মুবারকের ছেলেদেরই আমন্ত্রণকারীর ভূমিকা পালন করেনি বরং মুবারক শাসনামলের অনেক খুঁটিরও আমন্ত্রণকারীর ভূমিকা পালন করেছে। এ বাস্তবতার বিষয়ে ঠাট্টা করার সুযোগ টুইটার ব্যবহারকারীরা হাতছাড়া করে নি।

@MAkhnoukh: عاجل تم تغيير سجن طرة لدولة طرة ويطالب سكانها بالاستقلال فهى دولة متكاملة لها رئيس وحكومة ومش عايزين شعب خالص
@মাখনুখ: তাজা খবর: তোরাহ কারাগার এখন তোরাহ প্রজাতন্ত্র আর এর নাগরিকরা এখন স্বাধীনতা দাবী করছে। তাঁরা তাঁদের রাষ্ট্রপতি ও সরকার পেয়ে গেছে তাঁদের আর সেখানে জনগণের প্রয়োজন নেই।.
@Aessameldin: جمال هيمثل فى السيزون الجديد من بريزون بريك و خديجة فى ديسبيريت هاوس وايفز
@এইসামেলদিন: প্রিজন ব্রেক এর নতুন পর্বে গামাল মুবারক তারকা হবেন আর তাঁর স্ত্রী খাদিজা ডেসপারেট হাউজওয়াইভস-এর সদস্য হবেন।

ঠাট্টা করার জন্য মুবারক, তাঁর পরিবার(সুজান মুবারক,আলা মুবারক,গামাল মুবারক এবং তাঁর স্ত্রী খাদিজা) ) এবং তাঁর শাসনামলের (ফাথহি সোরুর, সাফওয়াত এল-শরিফ এবং আহমেদ নাজিফ)-এর নামে একাধিক ভূয়া টুইটার একাউন্ট খোলা হয়েছে।

Car carrying banners in celebration of the detention of Mubarak, posted on Yfrog.

গাড়িতে মুবারকের অন্তরীণ উদযাপনের ব্যানার। ওয়াইফ্রগে পোস্টকৃত ছবি।

আহমেদ হায়ম্যান কর্তৃক মুবারকের ব্যর্থতার তালিকা লেখার পরেও এখনও কিছু লোকজন প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি সহানুভূতিশীল:

@MontuEssam: اقسم بالله انا بقيت حزين انى مصرى لما اشوف كميه الغل والحقد والتشفى اللى فى شعب مص هو ايه اللى بيحصل هو احنا وحشين من جوانا اوى كدا؟
@মন্টুএসাম: ঈশ্বরের শপথ আমি এখন একজন দুঃখী মিশরীয়, আমি এখন একি দেখছি। মিশরীয় জনগণ কিভাবে এত ঘৃণা তাঁদের হৃদয়ে ধারণ করে এবং এর প্রতিশোধ নিলে কি অবস্থা দাড়াবে! কি হতে চলছে? আমরা কি আসলেই এত খারাপ?

এ পোস্ট টি মিশর বিপ্লব ২০১১ সংক্রান্ত আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .