- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মিশরঃ ব্লগারের গ্রেফতার হওয়ার ঘটনা প্রকাশের বিষয়ে প্রচার মাধ্যমের ভূমিকা নিয়ে বিতর্ক

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, আইন, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা, রাজনীতি

এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের আংশ [1]

৩১ মার্চ-এ, সাংবাদিক এবং ব্লগার সরাহ কার, মাইকেল নাবিল সানাদ-এর বিরুদ্ধে সামরিক আদালতে উপস্থাপন করা বিচার সম্বন্ধে জানতে চেয়ে নীচের টুইটটি করে। ২৮ মার্চে ব্লগার নাবিলকে তার বাসা থেকে [2] গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একই সাথে সামরিক বাহিনীকে অপমান এবং তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করার[আরবী ভাষায়] [3] অভিযোগ আনা হয়।

@সারাহকার [4]:@মাইকেলনাবিলের [5] সামরিক আদালতে হাওয়া বিচার সম্বন্ধে কি কোন সংবাদ রযেছে, ঠিক বর্তমানে যে বিচারটি অনুষ্ঠিত হবার কথা?

ইতোমধ্যে, অনেক টুইটার ব্যবহারকারী স্থানীয় প্রচার মাধ্যমের প্রতি নাবিলের বিচারকে/ ঘটনাকে উপেক্ষা করার অভিযোগ আনে, এবং তারা মিশরীয় অন-টিভির উপস্থাপককে অনুরোধ জানায় যেন (ইয়োসির ফোউদা [6]) সে এই ঘটনার উপর নজর দেয়। ফোউদা এরপর সিদ্ধান্ত নেয় তার অবস্থানকে বিস্তারিত বর্ণনা করার সিদ্ধান্ত নেন।

@ইয়োসিরফোউদা [7]: দয়া করে আমাকে কাউকে মুক্ত করার দাবি জানাতে বলবেন না। আমি কোন বিচারক নই; আমি একজন সাংবাদিক এবং এমনকি আমি তাদের অভিযোগ কি তাও জানি না। দয়া করে আগে আপনার রাষ্ট্র কোনটি তা ঠিক করুন।

এরপর একজন টিভি উপস্থাপক হিসেবে ফোউদার সাথে কার এক বিতর্ক শুরু করার সিদ্ধান্ত নেন।

@সারাহকার [8]: @ইয়োসিরফোউদা, আপনাকে তাদের মুক্তির দাবী করতে হবে না। আপনার অনুষ্ঠানে এমন একজনকে এই দায়িত্ব দিন, যে এই দাবী করবে।
@সারাহকার [9]: @ইয়াসিরফোউদা, এটা হয়ত কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠনের যোগ্য।

টুইটারের অন্য ব্যবহারকারীরাও এই বিতর্কে যোগ দিয়েছে।

@আমারবাসিউনি [10]:@সারাহকার:@ইয়োসিরফোউদা, হ্যাঁ, আমাদের #মাইকেলনাবিলের [11]ঘটনাকে অন্তত সবার সামনে তুলে ধরা উচিত। এই বিষয়ে সংবাদ মাধ্যম নিরব রয়েছে, কেন?
@আদহাম মোস্তফা: [12]: @ইয়োসিরফোউদা: যখন আপনি বলেন যে: আপনার রাষ্ট্রটিকে আগে ঠিক করুন” তখন কি আপনি আমাদের একজন নন???

এদিকে অন্য অনেকে ফোউদার সাথে একমত না হয়ে পারেনি।

@ডিআরজি০১ [13]: @ইয়োসিরফোউদা: ভালো বলেছেন, একমত না হয়ে পারলাম না।
@নিওফ্লাক্স [14]: @ইয়োসিরফোওদা, আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আপনি একজন পেশাগত সাংবাদিক , যখন এ ধরনের সাংবাদিকরা অনেক দুর্লভ ছিল, তখন আপনি ছিলেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক 🙂

ফোউদা এরপর তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তার অবস্থান এবং প্রচার মাধ্যমের ভূমিকা সর্ম্পকে আরো বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

@ইয়োসিরফোউদা [15]: অনেকে মনে করে যে আল জাজিরা নামক টিভি চ্যানেলটি জেরুজালেমকে স্বাধীন করতে পারে। তারা এই বিষয়ে ততক্ষণ কোন সাহায্য করতে পারে না, যতক্ষণ জনগণ নিজেদের সাহায্য করে না।
@ইয়োসিরফোউদা [16]: এটা হতাশজনক এবং ইতিবাচকভাবে অন্য কোথাও চাপ দিতে হবে, বন্ধুদের উপর নয়।

অবশেষে, টিভির উপস্থাপক ইয়োসির ফোউদার বাইরে যে ফোউদার টুইটারে উপস্থিতি রয়েছে, কেন টুইটার ব্যবহারকারিরা সরাসরি সে ইয়োসির ফোউদার প্রতি রাগান্বিত , আন্দ্রে ফারেস সে ব্যাপারে নিজস্ব যুক্তি করেছেন। এছাড়াও ফারেস পরিস্কার করেন, তারা ফোউদার সমালোচনা করছেন, কারন তারা আসলে তাকে সম্মান করেন।

@আন্দেস ফারেসঃ [17]: @ইয়োসির ফোউদাঃ আমরা আপনাকে শ্রদ্ধা করি। আমি নিশ্চত যে আপনি তা জানেন। কিন্তু আপনি আরো জানেন যে আমরা ক্ষুব্ধ। কারন কেউ, গ্রেফতার হওয়া এই ব্যক্তির কথা উল্লেখ করছে না, যেন তারা এ বিষয়ে কিছুই জানে না।

এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের আংশ [1]