কোস্টা রিকা: রিয়াল টাইমের উপর ভিত্তি করে টুইট পাঠানো ভিডিও গেম তহবিল নির্মাণের চেষ্টা করছে

কোস্টা রিকার ছয় জন তরুণ ভিডিও গেম নির্মাতা টুইটল্যান্ড নামক ভিডিও গেমের মাধ্যমে ক্রাউড সোর্স ফান্ডিং (অনেক সাইটের মধ্যে থেকে প্রয়োজনীয় সাইট খুঁজে বের করা, তাদের মাধ্যমে তহবিল গঠন)-এর চেষ্টা করছে। টুইটল্যান্ড হচ্ছে তাদের নির্মিত রিয়াল টাইম টুইটার পাওয়ার ভিডিও গেম।( গেমটি খেলার সাথে সাথে তা টুইট করতে থাকবে)

টুইটল্যান্ড-এর নির্মাতা দলটি

এর খেলা গুলোকে বলা হয় রুট ১৪০ এবং লাভসিটি এবং উভয়ে খেলা চলার সময় এর কর্মকাণ্ডকে প্রভাবিত করার জন্য রিয়াল টাইম টুইটার আপডেট ব্যবহার করে। রুট ১৪০-তে গাড়িগুলো শেষ প্রান্তে পৌঁছার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়, কিন্তু কেউ যদি টুইটারে জোম্বি, মেটোরস, গাড়ি দুর্ঘটনা (অন্যদের মধ্যে) সম্বন্ধে সতর্কতা প্রদান করে কোন আপডেট বা তৎক্ষনাৎ কিছু লেখে, তাহলে তা গেমের মধ্যে প্রদর্শিত হবে। লাভসিটি নামক গেমে, বিভিন্ন “হেট (ঘৃণা)” আপডেট-এ এন্টি-কেয়ার বিয়ার ফিড-এ ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং তারা নতুন অস্ত্র লাভ করবে, কিন্তু ভালোবাসা এবং যত্নে করা টুইট শত্রুদের ক্ষমতা বাড়িয়ে দেবে।

কোস্টা-রিকার ব্লগার ক্রিস্টিয়ান কামব্রোনেরো, ফুসিল ডে চিসপাস এ, গেম নির্মাতাদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। গেমটির ক্ষেত্রে কেন তারা ক্রাউড সোর্স ফান্ডিং-এর সিদ্ধান্ত গ্রহণ করলো সে ব্যাপারে তাদের জিজ্ঞেস করেছেন:

Para reunir el dinero decidieron recurrir al sitio de crowdfunding KickStarter.com. Pero ¿por qué no recurrir a inversionistas? “TweetLand es un proyecto que se alimenta de experiencias de la comunidad web de una forma colaborativa. Es decir, no es sino gracias al apoyo de todos, que la plataforma de juegos funciona. Nos pareció que lo más coherente, era que un proyecto de naturaleza colaborativa como este, fuera fundado de la misma forma, con la colaboración de todos”, dice Néstor Villalobos.

অর্থ সংগ্রহের লক্ষ্যে তারা ক্রাউডফান্ডিংসাইট কিকস্টার্টার.কমের সাহায্যের সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু, কেন তারা কোন বিনিয়োগকারীর কাছে গেল না? এ প্রশ্নের জবাবে তার জানায়, “টুইটল্যান্ড” ছিল এমন একটা প্রকল্প, যা ওয়েব সম্প্রদায়ের এক যৌথ উদ্যেগে তৈরি করা হয়েছিল। এর মানে হচ্ছে, এই গেম প্লাটর্ফমে যারা কাজ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানানো। আমরা আবিষ্কার করলাম যে একটি প্রকল্পের অর্থ সাহায়ের জন্য তহবিল গঠনের এটাই সবচেয়ে উপযুক্ত প্রক্রিয়া, এ রকম সহযোগিতামূলক সম্পর্কের মধ্যে দিয়ে তা গঠন করা হবে গেম নির্মাণের মত একই রকমের প্রচেষ্টা, যা সকলের সহযোগিতায় তৈরি হচ্ছে। এই কথাগুলো জানান নেস্টর ভিলারোস।

এটাই প্রথম কোন উদ্যোগ নয় যা কোস্টা রিকার কোন প্রকল্পের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কিকস্টার্টার.কমকে ব্যবহার করেছে। স্মপ্রতি একটি চলচ্চিত্র নির্মাণের জন্য এর ব্যবহার হচ্ছে, যে চলচ্চিত্রটির নাম দি রিটার্ন, এর পরিচালক, হার্নান জিমেনেজ। তাদের এই উদ্যগ মূল লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী পরিমাণ তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়। এর পরিমাণ ছিল ৪০,০০০ মার্কিন ডলার। ছবিটি সম্পাদনা এবং সিনেমা হল ও বিতরণকারী প্রতিষ্ঠানে প্রদান করার জন্য অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল।

কিকস্টার্টার.কমের টুইটল্যান্ড সাইটে তারা তাদের লক্ষ্য সম্বন্ধে ব্যাখ্যা করছে এবং তারা যে ৭,০০০ ডলার তহবিল সংগ্রহ করার চেষ্টা করছে তা কি ভাবে ব্যবহার করা হবে সে সম্বন্ধে ব্যাখ্যা করছে। এর আগে এই ছয় জন তরুণ ডিজাইনার তাদের দিনের বেলা কাজের মাধ্যমে সৃষ্টি প্রকল্পের জন্য পুরষ্কার এবং সম্মান লাভ করেছে, এবং এখন তারা তাদের স্বাধীন কাজ টুইটল্যান্ডকে বাস্তবে রুপ দেবার জন্য ওয়েবের দিকে ঝুঁকে পড়েছে। তারা তাদের প্রচারণা মূলক ভিডিওতে এই গেম সম্বন্ধে নিজেদের বক্তব্য প্রদান করছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .