#নাইজেরিয়াডিসাইডেড, ব্যবহার করে নাইজেরিয়ার অনলাইন সম্প্রদায় আজকের (৯এপ্রিল,২০১১) সংসদীয় নির্বাচন সম্বন্ধে কথা বলছে, যা আদতে ২ এপ্রিল,২০১১১-এ, অনুষ্ঠিত হবার কথা ছিল।
ভোট প্রদান শুরু হয়েছে, মনে হচ্ছে তা বেশ আকর্ষণীয় হবে।#নাইজেরিয়াডিসাইডেড । http://plixi.com/p/90828803
ভোট প্রদান শুরু হয়েছে! উত্তেজনাকে অনুভব করা যাচ্ছে! বিশাল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি দেখা যাচ্ছে#গার্ল পাওয়ার! #নাইজেরিয়াডিসাইডেড
আমার বাড়ীর সামনের রাস্তা দিয়ে একটি ব্যক্তি ঘন্টা বাজাতে বাজাতে হেঁটে যাচ্ছে, আর যেতে যেতে সে ভোট শুরু হবার কথা ঘোষণা করছে। প্রকৃতপক্ষে লোকজন জেগে উঠেছে।#নাইজেরিয়াডিসাইডেড ।

নাইজেরিয়া, ২০১১-এর নির্বাচনে একটি ভোট কেন্দ্রের বাইরে এক সংবাদপত্র বিক্রেতা। ছবি ফ্লিকার ব্যবহারকারী কমসেক-এর (সিসি বাই-এনসি ২.০)।
নাইজা (নাইজেরীয়) সংস্কৃতি, তার কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আমরা এলাকার ভোটকেন্দ্রে, সবচেয়ে বয়সী ভোটারকে লাইন ভেঙ্গে ভোট দিতে দেওয়া হচ্ছে।http://twitpic.com/4ioz1k #নাইজেরিয়াডিসাইডেড
তারা ওয়েরি পৌরসভার উপাদান সমূহ ছিনতাই করে নিয়ে গেছে এবং কেবল পিডিপির লোকজনে আইএনইসি অফিসে প্রবেশ করতে দিচ্ছে। সিসি:@আইনসিই@ #নাইজেরিয়াডিসাইডেড
উঘেলি বদ্বীপ এলাকা থেকে সংবাদ এসেছে যে সেখানে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে, এবং তরুণরা সেখানে আকাশের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে #নাইজেরিয়াডিসাইডেড http://tumblr.com/x7f21tjyg9
মাওয়োডোকিরি ভোট কেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণ ঘটেছে। #নাইজেরিয়াডিসাইডেড
ইডোউয়ু মার্টিনেস-এ নিবন্ধনের কারণে ৮০০ জন ভোটার ৬০ জনে পরিণত হয়েছে, ভিআই(চাক্ষুস)-প্রত্যক্ষদর্শীর সংবাদ #নাইজেরিয়াডিসাইডেড
এই মাত্র লেক্কিতে এসেছি। এখানে অনেক নাটকীয়তা চলছে কারণ, ভোটার তালিকায় এখনো অনেক ভোটারের নাম উঠে নি। #নাইজেরিয়াডিসাইডেড
#নাইজেরিয়াডিসাইডেড, উত্তর ইবাদানের ১০ নাম্বার ইউনিটের ১২ নাম্বার ওয়াডের ৭৮৬ জনের মধ্যে কেবল মাত্র ৬০ জন ভোট দেবার স্বীকৃতি লাভ করেছে। এটা নাইজেরিয়ার এক বিচিত্র বিষয়।
#নাইজেরিডিসাইডেস- আমি জানি যে সারা বিশ্ব আমাদের এই রাষ্ট্রের জন্য প্রার্থনা করছে- আমাদের ভলো গুণাবলী সম্পন্ন নেতাদের প্রয়োজন। আমাদের একটা পরিবর্তন প্রয়োজন। আমাদের একক একটি নাইজেরিয়ার প্রয়োজন#এসওবিএস।
@আইএনইসিনাইজেরিযার সূত্রানুযায়ী ৩০ মিনিটের মধ্যে ভোট প্রদানের লাইন তৈরি করে ফেলতে হবে, কিন্তু অনেক জায়গায় এখনো ভোট কেন্দ্রে ভোটের জন্য নাম নিবন্ধন চলছে। #নাইজেরিয়াডিসাইডেড
বর্ণোর মালসাডারি এলাকায়…১০০ জনের মাঝে ৫০ জন প্রিজাইডিং অফিসার এখনো ব্যালট পেপারের জন্য অপেক্ষা করছে যা তাদের কাছে সকাল ৮টার মধ্যে পৌঁছে যাবার কথা। #নাইজেরিয়াডিসাইডেড
তারা ওয়েরি পৌরসভায় ভোট প্রদানের সকল জিনিষপত্র ছিনতাই করে নিয়ে গেছে এবং কেবল মাত্র পিডিপি-এর লোকদের আইএনইসির অফিসে প্রবেশ করতে দিচ্ছে সিসি: @আইএনসিইনাইজেরিয়া
এদেনেইয়ো জোনস-এ আমার ভোট কেন্দ্র যা আলহাজ জিমোহ সড়কে অবস্থিত, সেখানে ৩৩৪ জন লোক ভোটার হিসেবে নাম নিবন্ধন করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কেবল মাত্র ৪৮ জন ব্যক্তি ভোট দিতে পারবে। #নাইজেরিয়াডিসাইডেড
ভোটের জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং তরুণরা সূর্যের নীচে একই ছাতার তলে এক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে।#আইএমলাগোস।http://plixi.com/p/90834277
এই ভোট কেন্দ্রের পুলিশদের দেখে মনে হচ্ছে তারা বিরক্ত, দেখে মনে হচ্ছে তারা এক যাচাই কেন্দ্রের সামনে থাকাই অধিকতর পছন্দ করবে। #নাইজেরিয়াডিসাইডেড
প্রাক্তন রাষ্ট্রপ্রতি, চীফ ওলুসেগুন ওবাসানজো তার ভোট প্রদান করেছে। #নাইজেরিয়াডিসাইডেড: http://plixi.com/p/90833904