- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাহরাইন: ব্লগার “ইমুডজ” অন্তরীণ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., বাহরাইন, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার

এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১ [1] এর বিশেষ কাভারেজের অংশ

ব্লগ পরিমণ্ডলে “ইমুডজ [2]” নামে পরিচিত বাহরাইনের ব্লগার মোহামেদ এল-মাসকাতি গত ৩০ মার্চ ২০১১ তারিখে গ্রেফতার হন। রিপোর্টারস উইদাউট বর্ডার-এর মতে [3], @ ইমুডজ [4] নামে পরিচিতি এল-মাসাকাতিকে রাজকীয় পরিবারের একজন সদস্য কর্তৃক টুইটারে হুমকী প্রদানের পর তাঁকে গ্রেফতার করা হয়।

টুইটারে তাঁর বাহরাইনি বন্ধুরা এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জনগণ তাঁর মুক্তি দাবি করেছে।

Muhammed El-Maskati's public Facebook profile photo. [5]

মোহাম্মেদ এল-মাসকাতির-এর পাবলিক ফেসবুক প্রোফাইল ছবি

বাহরাইন সেন্টার ফর হিউম্যান রাইটস (@বাহরাইনরাইটস) রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর আরবী ভার্সনের প্রতিবেদনে একটি লিন্ক টুইট করে [6] মন্তব্য করে:

تدين مراسلون بلا حدود أيضاً حملة القمع الممارس ضد المدوّنين البحرينيين. http://ow.ly/4sSRt #freeemoodz @emoodz #bahrain
বাহরাইনি ব্লগারদের দমনকে রিপোর্টার্স উইদাউট বর্ডার নিন্দা জানায়।

আফআফ আল-দাওয়ার (@পার্ল১৪ফেব) বলেন [7]:

মোহাম্মেদ আলমাসকাতি @ইমুডজ নামের একজন বাহরাইনি ব্লগারকে মত প্রকাশের দায়ে গ্রেফতার করা হয়েছে# ফ্রিইমুডজ্#বাহরাইন#ফেব১৪

টু্ইটারে মুহাম্মেদ আবদুল্লা(@এমআব্দুল্লা৮৮) লিখেন [8]:

@ইমুডজ কে আমি বাহরাইনের সংবাদের ক্ষেত্রে সবচাইতে উত্তম সোর্স হিসেবে নিশ্চিতভাবেই বিবেচনা করি। এখন তিনি কারাগারে আমরা তাঁর মুক্তি চাই#ফ্রিইমুডজ্

@জানুব১১ এল-মাসকাতির ২০০৭ সালে রেকর্ডকৃত ভিডিও শেয়ার [9] করেছেন:

এ দশ মিনিটের ভিডিও টিতে এল-মাসকাতি ব্লগিং এবং ইসলাম বিষয়ে কথা বলেন এবং ইংরেজী ও আরবী নিয়ে কথা বলেন।

@মুলি৮৫,এল-মাকাতির বোন টুইটে ৪ এপ্রিল জানান [10] যে, তাঁর ভাই পাঁচ দিন ধরে কারাগারে:

দিবস ৫: পাঁচ দিন হল আমার ভাই গ্রেফতার হয়েছেন! # ফ্রি ইমুডজ্

প্রখ্যাত ব্লগার মাহমুদ আল-ইউসিফ(@মাহমুদ), যিনি গত সপ্তাহে গ্রেফতার হয়েছেন তিনি ইমুডজের প্রতি সমর্থন ব্যক্ত [11]করেন:

আমি আমার বন্ধু মুক্তমনা @ইমুডজ্ এর অনুপস্থিতি অনুভব করছি এবং দ্রুতই তাঁর সাথে করমর্দনের ইচ্ছা পোষন করছি। আমি জানি তিনি অবশ্যই মুক্ত হবেন।# ফ্রি ইমুডজ

রিপোর্টারস উইদাউট বর্ডারস জানান যে,রাজকীয় পরিবারের একজন সদস্য মোহাম্মদ আল-খলিফা টুইটারের মাধ্যমে এল-মাকাতিকে হুমকী প্রদান করেন এবং এল- মাকাতির সমর্থকদের টুইটে হুমকী প্রদান করে তাঁর একাউন্ট মুছে ফেলেন:

পরবর্তীতে খলিফা বলেন যারা মাকাতির মুক্তি চান : “#ফ্রি ইমুডজ বাহরাইনে যারা সন্ত্রাসী ইমুডজ-কে সমর্থন করেন তাঁদের আইপি ঠিকানা কেড়ে নেওয়া হবে এবং তাঁরা গ্রেফতার হবেন!”

রাজকীয় পরিবারের একজন সদস্য মোহাম্মদ আল-খলিফা টুইটারের মাধ্যমে এল- মাকাতির সমর্থকদের টুইটে হুমকি প্রদান করে তাঁর একাউন্ট মুছে ফেলার আগে। [12]

রাজকীয় পরিবারের একজন সদস্য মোহাম্মদ আল-খলিফা টুইটারের মাধ্যমে এল- মাকাতির সমর্থকদের টুইটে হুমকি প্রদান করে তাঁর একাউন্ট মুছে ফেলার আগে।

এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১ [1] এর বিশেষ কাভারেজের অংশ