মিশর: বাসবোউসা রাষ্ট্রপতি পদের জন্য লড়বেন!

এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

“বোথাইনা কামেল মিশরের এক টেলিভিশন চ্যানেলের প্রাক্তন অনুষ্ঠান উপস্থাপিকা এবং একটিভিস্ট। তিনি গত শুক্রবার তার টুইটার একাউন্টে [আরবী ভাষায়] কায়রোর স্থানীয় সময়ে ঘোষণা দেন যে, তিনি আগামী নির্বাচনে রাষ্ট্রপতি পদের জন্য লড়বেন। এর ফলে মিশরের এই সর্বোচ্চ পদের জন্য প্রথম কোন মহিলা তার প্রার্থিতা ঘোষণা করল। মানার আম্মার

মানার আম্মার এভাবে বোথাইনা কামেল-এর রাষ্ট্রপতি পদে নির্বাচন করার ঘোষণার সংবাদ প্রদান করেন। বোথাইনা, (@বাসবোউসা১) নামে টুইট করে থাকে, এই ঘটনার পর সে টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে।
মনে হচ্ছে ফারেস এই সংবাদটিকে বিশ্বাস করেনি। কাজেই সে ভদ্রমহিলাকে বিস্ময়ের সাথে লেখে যে, এটা কি নিশ্চিত কোন সংবাদ, নাকি কেবলই এক গুজব।

@ফারেসআদেল: @বাসবোউসা১, আপনি কি সত্যিই রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করবেন?

ফাতমা এমাম, যে নিজে একজন নারীবাদী, সে এই সংবাদের বিষয়ে লিখেছে:

@ ফাতমাএমাম: বোথাইনা কামেল #মিশরের প্রথম এবং একমাত্র মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী। টুইটারে তাকে @বাসবোউসা১-এর মাধ্যমে অনুসরণ করুন, তার প্রতি একাত্মতায়। #ওমেনরাইটস #জানু২৫


Bothaina Kamel: During a Protest

বোথাইনা কামেলের ফেসবুক একাউন্ট থেকে ছবিটি গ্রহণ করা হয়েছে। বিশ্ব দূর্নীতি প্রতিরোধ দিবসে তিনি এক প্রতিবাদে অংশ নিয়েছিলেন।

যদিও লারা (@ফারাওয়ালালাওয়ারা) নিশ্চিত নয় যে, সে বোথাইনা কামেল কে ভোট দেবে কি না, কিন্তু তারপরেও সে এটিকে একটি ভালো সংবাদ হিসেবে বিবেচনা করছে।

@ফারাওয়ালালাওয়ারা: @বাসবোউসা১, আমি খুব্‌ গর্বিত এবং আনন্দিত যে আপনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন-এটি সমাজে সমানাধিকার সৃষ্টির পথ খুলে দেবে (এমনকি যদিও আমি আপনাকে ভোট দেব না)।

মাহমোউদ সালিম ওরফে @স্যান্ডমাঙ্কি তার সমর্থনে লিখেছে:

@Sandmonkey: @basboussa1 ana ma3aky ya rayessah 3ala fekra. এখন পর্যন্ত আপনি আমরা ভোটটি পেতে যাচ্ছেন।

নীচের ভিডিওটি যা ইউটিউব ব্যবহারকারী মোউশাবেল১ উঠিয়ে দিয়েছেন, সেখানে কামেল রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কি কি পরিকল্পনা করেছে, তার ঘোষণা দিয়েছেন। [আরবী ভাষায়]।

এছাড়াও, উপরের ভিডিওটিতে কয়েকজন ব্যক্তি নির্বাচনে রাষ্ট্রপতি পদে তার প্রার্থিতার বিরুদ্ধে কথা বলেছে।

MyHamosa: انا ارفض ان تحكمنا امراة
মাইহোমসা: কোন এক নারী আমাদের শাসন করবে, আমি তার বিরুদ্ধে।
Algeriangirls123: اعتقد انها لن تحصل حى على التأييد لمن اجل دخول الأنتخابات
আলজেরিয়ানগার্লস১২৩: আমি মনে করি নির্বাচনে প্রবেশ করার জন্য যে পরিমাণ ভোটের দরকার হবে, সেটাই সে অর্জন করতে সমর্থ হবে না!

সবশেষে,মিশরে ব্যাপক সংখ্যক রাষ্ট্রপতি প্রার্থিতার কারণ সম্পর্কে রাদোয়া এল-শামি প্রশ্ন করেছে:

এই সংখ্যা ক্রমশ বাড়ছে, এবং আমি অত্যন্ত গুরুত্বের সাথে মিশরের রাষ্ট্রপতির আসনে যারা বসতে চায় তাদের সবার উদ্দেশ্য এবং আগ্রহের কারণ সম্বন্ধে প্রশ্ন করা শুরু করেছি। দেখে মনে হচ্ছে যতক্ষণ না আমি দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে পারব না, দেশের রাষ্ট্রপতি হতে পারব না, ততক্ষণ পর্যন্ত দেশের সেবা করতে পারব না। আমি স্বীকার করে নিচ্ছি যে আমি প্রশ্ন করছি, কারা ক্ষমতা এবং সম্মানের প্রতি লালায়িত।

আমি জিজ্ঞেস করছি, কেন জনাব. শফিক রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চান (৪৫ মিলিয়ন ( ৪ কোটি ৫০) লক্ষ মিশরীয় নাগরিকের মধ্যে অন্তত ১০ মিলিয়ন (১ কোটি) মিশরীয় নাগরিকের অধিকার রয়েছে তাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাখান করার); কেন ড. আমের খালেদকে রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে (এখনো নিশ্চত নয়, তিনি নির্বাচনে দাঁড়াবেন কি না); শেখ হাসান রাষ্ট্রপতি পদে নির্বাচন করার কথা ভাবছেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি মিশরের জন্য কি করতে পারবেন (গুজব ছড়িয়ে পড়েছে যে তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হবেন); কেন জনাব. মুরতাদা মানসোর কল্পনা করছেন যে তিনি রাষ্ট্রপতি হতে পারেন ( তিনি কি হুমকি আর ধমক দিয়ে আমাদের শাসন করবেন); কেন মিজ. বোথাইনা কামেল রাষ্ট্রপতি হতে চান (নারীবাদী?); কেন অনেকে জনাব. নাগিব সাউইরিসকে এর অংশ হতে উদ্ধুদ্ধ করছ ( নানা স্থান থেকে সংবাদ পাওয়া যাচ্ছে, কিন্তু সে নিজে ব্যক্তিগতভাবে বলছে যে বারদিই তার পছন্দের প্রার্থী); আমি এর সাথে জানতে চাই, যখন জনতা খোঁড়ানো সাংবিধানিক সংশোধন গ্রহণ করবে, যার কারণে সে রাষ্ট্রপতি হতে অস্বীকার করবে, তখন ড. এলবারদির অবস্থান কি হবে।

রাদোয়া এর সাথে আরো যোগ করেছে

আমি জানি না আমি কেবল একমাত্র ব্যক্তি কিনা, যে হাতাশার মধ্যে দিয়ে পরিস্থিতি নিয়ে রসিকতা করছি, এবং এই কারণে আমি তা লিখছি, আমি আমার চিন্তার বিষয়ে কথা বলছি, কারণ আমার পুনরায় নিশ্চিত হওয়া প্রয়োজন। আমি এক উপযুক্ত তথ্য, অন্তরদৃষ্টি সম্পন্ন মতামত চাইছি; আমি এমন একজনের খোঁজ করছি, যে চিন্তা ভাবনা করে কথা বলে।

এই পোস্টটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .