লেভাডা সেন্টার একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে [1] [রুশ ভাষায়], যে জরিপে দেখা যাচ্ছে কি ভাবে রুশ নাগরিকরা ইন্টারনেটকে ব্যবহার করে। ৩৯ শতাংশ রুশ নাগরিক এটিকে কেবল বিনোদনের জন্য ব্যবহার করে, ২৭ রুশ শতাংশ নাগরিক তথ্য অনুসন্ধানের জন্য ইন্টারনেট ব্যবহার করে, ১৮ শতাংশ রুশ নাগরিক যোগাযোগের জন্য এটিকে ব্যবহার করে। কোন কোন ব্লগারকে তারা সবচেয়ে বেশি বিশ্বাস করে এই প্রশ্নের উত্তরে তারা রাষ্ট্রপতি মেদভেদেভ …এবং প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করেছে (যাদের অনলাইনে কোন উপস্থিতি নেই)। তবে ৯৫ শতাংশ উত্তরদাতা এমনকি একজন ব্লগারের নাম স্মরণ করতে অসমর্থ হয়।
রাশিয়া: রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ নাগরিক ব্লগস্ফেয়ার সম্বন্ধে অসচেতন
· লিখেছেন Alexey Sidorenko অনুবাদ করেছেন বিজয়
বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, প্রযুক্তি, বিজ্ঞান, সরকার, রুনেট ইকো