রাশিয়া: হ্যাক হয়ে যাওয়া একটি ফুটবল ক্লাবের ওয়েব সাইটে সরকার বিরোধী স্লোগান প্রকাশ করা হয়েছে

ব্লগার পিলগ্রিম৬৭ জেনিথ ফুটবল ক্লাবের ওয়েবসাইটের একটি স্ক্রিনশট প্রকাশ করেছে [রুশ ভাষায়] যা আজ সকালে হ্যাক হয়ে গিয়েছিল (এখন আবার তা পুনরুদ্ধার করা হয়েছে)। একজন হ্যাকার ওয়েব সাইটটিকে হ্যাক করে ফেলে এবং সেখানে ভ্যালেন্টিনো মাতিভিয়েঙ্কো (সেইন্ট পিটার্সবুর্গ-এর মেয়র) এবং ভ্লাদিমির তুয়েলপানভ-এর (নগর পরিষদের স্পিকার) ছবি পোস্ট করে। উভয়ে “ইউনাইটেড রাশিয়া” নামক দলের সদস্য। হ্যাক হয়ে যাওয়ার পর ওয়েবসাইটিতে প্রবেশ করা ব্যক্তিদের শাসক দলের বিরুদ্ধে ভোট দেবার আহ্বান জানানো হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .