এই পোস্টটি আইভরি কোস্ট ২০১১-এর অস্থিরতার উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
গত সপ্তাহটি পশ্চিম আফ্রিকার রাষ্ট্র আইভরি কোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল. দেশটি তখন থেকে এক গভীর রাজনৈতিক সঙ্কটে পড়ে যায়, যখন ৩ ডিসেম্বর, ২০১০-এ, আইভরি কোস্টের নির্বাচন কমিশন আলসান ওয়াট্টারকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করে, অন্যদিকে সাংবিধানিক পরিষদ দাবি করে অর্ন্তবর্তীকালীন কালীন রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত রাষ্ট্রপতির অনুগত রিপাবলিকান ফোর্স নামের সেনারা দেশটির দক্ষিণ এবং পশ্চিমে দ্রুত এগিয়ে যাবার পর, ৩১ মার্চ, ২০১১-এ, দেশটির অর্থনৈতিক রাজধানী আবিদজানে এসে পৌঁছে। সেখানে এসে তারা কোকোডিতে অবস্থিত রাষ্ট্রপতির প্রসাদ ঘিরে ফেলে। বলা হচ্ছে এই প্রাসাদেই লার গাবাগাবো আশ্রয় নিয়েছে।
এরপর থেকে শহরটিতে এক ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং শনিবার ২ এপ্রিল, থেকে ৪ এপ্রিল, সোমাবার পর্যন্ত ওয়াট্টারার সরকার সেখানে এক সান্ধ্য আইন জারি করে।
বিপর্যয়ের মাঝেও টুইট করা
এই বিপর্যয়ের মাঝেও টুইটার হ্যাশট্যাগ#সিভ২০১০ দেশটির প্রয়োজনীয় তথ্য সরবরাহের এক উৎসে পরিণত হয়। তবে অনেক টুইটার ব্যবহারকারী জোরালো কণ্ঠে অভিযোগ করছে যে এই হ্যাশট্যাগটি দ্রুত টু্ইটারে উভয় দলের সমর্থকদের পরস্পরকে হামলার এক ক্ষেত্রে পরিণত হয়।
কোজিতো আর. গ্রুসম,@এন২_ল্যাঙ্গুয়েজ [ফারসী ভাষায়] এর মাধ্যমে করা টুইটে এই হতাশা ব্যক্ত করেছে:
Est-il possible d'ignorer ceux qui font dans l'intox et la provocation? S'il vous plait! Nous voulons des info #civ2010
@বিশ00প [ফরাসী ভাষায়] বলে চলেছেন:
#civ2010 avant entre 2 insultes, y'avait des infos sur ce fil, now, y'a plus que des insultes quasiment. C d'un laid
এই বিষয়টি ব্লগার এননেন্না দ্রুত এক তিক্ত ব্লগ পোস্ট প্রকাশ করতে উদ্বুদ্ধ করে, যার শিরোনাম ‘হ্যাশট্যাগ অর হেট-ট্যাগ ‘, (টুইটারের হ্যাশট্যাগ, নাকি এটি ঘৃণা-তৈরি করার মাধ্যম)-যার মধ্যে দিয়ে ভদ্রমহিলা ব্যাখ্যা করেন #সিভ২০১০ হ্যাশট্যাগটিকে যখন সৃষ্টি করা হয় তার উদ্দেশ্য কি ছিল, আর এখন তা কিসে পরিণত হয়েছে:
এরপর এলো ২৮ নভেম্বরের সেই নির্বাচন…এবং “এরপর অসহায়ের মত দেওয়াল ভেঙ্গে পড়তে শুরু করল”. এই ট্যাগের কি এক অসাধারণ রুপান্তর। এটি নাগরিকদের পর্যবেক্ষণ ও সংবাদ প্রদান করার জায়গা ছিল, যা ছিল একদল লোকের সংঘ, যাদের মধ্য কিছু সাধারণ মিল ছিল; কোন ব্যক্তি বা কাউকে তারা ঘৃণা করত! অনুমোদ প্রদান করা হল/স্বীকার করে নিতে হয়, যুদ্ধ এখন আবিদজানের রাস্তায় ছড়িয়ে পড়েছে, কিন্তু টুইটারে একই রকম দ্রুত ছড়িয়ে পড়ছে।
#সিভসোশাল
সাধারণভাবে ছড়িয়ে পড়া এই উত্তেজনার প্রতি-উত্তরে, ৩ এপ্রিল রোববার আইভরি কোস্টের টুইটার ব্যবহারকারীরা আরেকটি হ্যাশট্যাগ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে. যেখানে মানবিক সাহায্য এবং জরুরী সংবাদ জানানো হবে।
এডিথ ব্রোউ (@ এডিথব্রোউ) [ফরাসী ভাষায়], আইভরি কোস্টের এক কমিউনিটি ম্যানেজার, তিনি ব্যাখ্যা করেন:
Twittons utiles, twittons efficaces, pour sauver des vies, vi@ le Web ivoirien.#civsocial… Un seul tweet peut faire la difference, le tien
টুইটার ব্যবহারকারী নাদিরা (@নাদ্দাহ) [ফরাসী ভাষায়], “এক ফরাসী নাগরিক যার আদিবাস ছিল আলজেরিয়ায়।” ভদ্রমহিলা যোগ করেছেন:
Ivoiriens au lieu de vous insulter sur le fil #Civ2010, rendez vous utile sur le fil#CivSocial
ইতোমধ্যে, আবিদজানের টুইটার ব্যবহারকারী এবং ওয়েব ডেভলপার কার্টুনেলো (@ কার্টুনেলো ) [ফরাসী ভাষায়] #সিভসোশাল-এর মাধ্যমে কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ এক নাগরিকের জন্য মানবিক সাহায্যের আবেদনের কথা ছড়িয়ে দিতে শুরু করেছে:
#civsocial, besoin d un médecin à la star 6 la soeur dune amie vient de prendr une balle!si oui,ses contacts svp!très urgent!!!#civ2010
তার এই আহ্বান একই সাথে #সিভসোশাল এবং #সিভ২০১০ হ্যাশট্যাগে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এই তরুণীর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। যেমনটা কার্টুনেলো পরবর্তীতে সংবাদ প্রদান করছে। [ফরাসী ভাষায়]:
Grace a votre aide L'hémorragie de la 1ere fille a stoppé. Besoin maintenant de xylocaine. Contactez 40003480/03784354 #civsocial,#civ2010
প্রাথমিক চিকিৎসা সম্পর্কে টুইটারে কিছু কৌশল
#সিভিসোশাল হ্যাশট্যাগ এমন এক মাধ্যমে পরিণত হয়েছে যেখানে কি আহতকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায়, সে বিষয়ে তথ্য জানানো হচ্ছে, যেমন @নাদ্দায় [ফরাসী ভাষায়] ব্যাখ্যা করেছে:
gestes de premier secours http://bit.ly/eKsyUr #civ2010#CivSocial
যুদ্ধের সময়, জীবাণুমুক্ত পানি পান পাওয়া খুবই দুর্লভ এক বিষয়; টুইটার ব্যবহাকারীরা কি ভাবে পানি পরিষ্কার করা যায়, সে বিষয়ে একই সাথে #সিভ২০১০ এবং #সিভসোশাল তথ্য প্রদান করছে। পেইসেন্স (@জোরোসিভ২০১১) [ফরাসী ভাষায়], আবিদজানের একজন টুইটার ব্যবহারকারী যে নীচের তথ্যটি জানাচ্ছে:
#civ2010 #civsocial Eau insalubre? Filtrer avec tissus. 1 cuillère à soupe de javelle pour 6 a 8 lit d'eau. attendre 15 mn ==>ok eau potable
এই পোস্টটি আইভরি কোস্ট ২০১১-এর অস্থিরতার উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।