আর্জেন্টিনাঃ টেট্রো কোলন থিয়েটার ও বুয়েনোস আয়ার্সের নগর প্রশাসকের মধ্যে সংঘাত

বিখ্যাত গায়ক প্লাসিদো ডোমিঙ্গোর শেষ পরিবেশনার বারো বছরেরও বেশি হয়ে গেল। ২৩ মার্চ বুয়েন্স আয়ার্সে কনসার্টটির [স্প্যানিশ ভাষায়] পরিকল্পনা করা হয়েছিল, ১৯৭২ সালে যেখান থেকে তিনি তাঁর যাত্রা শুরু করেছিলেন। কনসার্টটির প্রথম অংশ বুয়েনোস আয়ার্সের প্রখ্যাত অপেরা হাউস ‘টেট্রো কোলন’-এ এবং দ্বিতীয় অংশ, এর বাইরে হওয়ার কথা ছিল, যেখানে প্রায় ২০,০০০ লোকের উপস্থিতিতে হওয়ার কথা ছিল। এটি অপেরা ভক্তদের জন্য ছিল এক সুখবর, কিন্তু যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয়নি।

প্রথমত, কনসার্টের বাইরের অংশ বৃষ্টির কারণে স্থগিত করে ২৪ মার্চে নেয়া হয়। আর থিয়েটারের বাদ্যযন্ত্রীদের সাথে শহরের প্রশাসনের বিরোধিতার কারণে টেট্রো কোলনের কনসার্ট বাতিল করা হয়

টেট্রো কোলনের বাদ্যযন্ত্রীরা তাদের ওয়েবসাইটে, এক খোলা চিঠিতে তাদের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছে

Las razones a enumerar son interminables; no olvidemos que la Dirección del Teatro nos está agraviando sistemáticamente, apodándonos terroristas psicológicos, cuasi mafiosos… Este gobierno vino con la decisión de precarizar a todo el personal del Teatro, tercerizanado, disciplinando, entre tantos otros atropellos laborales, incluso avasallando nuestro derecho constitucional.

“এ সিদ্ধান্ত নেয়ার পেছনে বহু কারণ রয়েছে। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, থিয়েটার প্রশাসন আমাদের মানসিক সন্ত্রাসী, এমনকি মাফিয়া পর্যন্ত আখ্যা দিয়ে পদ্ধতিগত ভাবে আমাদের অবস্থানের অবনতি ঘটিয়েছে। এই সরকার এই থিয়েটারের কর্মচারীদের জীবন অনিশ্চিত করে, বাইরের ব্যক্তিদের মাধ্যমে কাজ করিয়ে, শৃঙ্খলা সৃষ্টির নামে ও আরও অনেক শ্রম ভিত্তিক নির্যাতন ঘটানোর মত পরিস্থিতির সৃষ্টি করে, এমনকি তারা আমাদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করেছে”।

ট্রেট্রো কোলোনের ভেতরের সাজসজ্জা।ছবি ফ্লিকার ব্যবহারকারী রজার শুলজের (সিসি বাই ২.০)

২০১০ সালে টেট্রো কোলনের পুনরায় উদ্বোধনের সময় থেকে এই বিরোধের শুরু। এরপর থেকে পরিস্থিতি খারাপের দিকে গড়াতে শুরু করে গত বছর কিছু পরিবেশনা বাতিল করার মধ্য দিয়ে,যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এর পরিণতি হিসেবে, থিয়েটারের পরিচালক পেদ্রো পাবলো গার্সিয়া কাফি গত সপ্তাহে ঘোষণা দেন যে, এ বছরে থেকে অপেরার টিকেটের মূল্য কমিয়ে আনার জন্য যে অনুদান প্রদান করা হত তা বাতিল করা হচ্ছে।

‘অপেরা প্রেমিরা একা ও অপেক্ষমান’ নামক এক প্রবন্ধে এনরিক সার্ভেন গত বছরের উত্তেজনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আশা করেনে যে নতুন বছরের শুরুটা শান্তিপূর্ণ হবে।

Espero que la apertura del Teatro Colón sea definitiva, después de una temporada como la del año pasado, forzosamente más breve y finalmente interrumpida, después de un largo receso. Que los importantes títulos programados para la que se inicia puedan llevarse a cabo.

“ গত বছর যা ঘটেছে তার পরেও, আমি আশা করি এ বছরে কোলন থিয়েটারের উদ্বোধন শান্তিপূর্ণ ভাবেই হবে, এখানে সমস্যা সমূহকে কমিয়ে আনতে বাধ্য করা হবে এবং লম্বা এক বিরতির পর বিরামহীন ভাবে অনুষ্ঠান হবে। নতুন মৌসুমে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালা পরিবেশিত হোক”।

টেট্রো কোলনের কর্মচারি বৃন্দ বুয়েন্স আয়ার্স শহরের রক্ষণশীল প্রধান মরিচিও মাক্রির বিরুদ্ধে কিছু অভিযোগ করেছে। তিনি টেট্রো কোলন প্রশাসনের প্রধানের দায়িত্বে আছেন। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সারমর্ম হাবিতুয়েস ডেল টেট্রো কোলন–এ [স্প্যানিশ ভাষায়] পাওয়া যাবে। এখানকার বাদ্যযন্ত্রীরা, কর্মচারী ছাটাই এবং থিয়েটারের সাজসজ্জা ব্যবস্থাপনার সমালোচনা করেন, একই সাথে প্রতিবাদকারী কিছু নেতার বিরুদ্ধে আনীত অভিযোগের সমালোচনা করেন।

এন ডিফেন্সে ডেল টেট্রো কোলন[স্প্যানিশ ভাষায়] (টেট্রো কোলনকে রক্ষা করা) নামে একটি ব্লগ নগর প্রশাসকের পুনর্নির্মাণ পরিকল্পনা কিভাবে এই থিয়েটারের স্থাপত্যকে ক্ষতিগ্রস্ত করেছে- তা ব্যাখ্যা করেছে, যা ১৯০৮ সালে চালু হয়েছিল।

Hace seis años el Gobierno de la Ciudad de Buenos Aires inició un ambicioso plan de renovación y restauración de este Monumento Histórico Nacional. El denominado “Masterplan” … diseñado y ejecutado por profesionales con escasa experiencia en la materia pone en grave riesgo la integridad y autenticidad de la estructura histórica … y acústica, calificada como la mejor entre todas las salas líricas del mundo.

“ছয় বছর আগে বুয়েন্স আয়ার্স প্রশাসন এই জাতীয় ভাস্কর্যের [টেট্রো কোলন] পুন:সজ্জা এবং সংস্কার প্রক্রিয়ার মত এক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা হাতে নেয়। এই তথা কথিত “বিশাল পরিকল্পনাটি” স্বল্প অভিজ্ঞ পেশাদারদের দ্বারা নকশা এবং সম্পাদন করা হয়, যা এই ঐতিহাসিক কাঠামোর সম্বন্বিত এবং মৌলিকতাকে -এবং তা এর ধ্বনি সৃষ্টির ক্ষমতা, সে সবকে বিপন্ন করে ফেল, টেট্রো কোলোন অডিটোরিয়ামকে সুন্দর শব্দ তৈরির ক্ষেত্রে বিশ্বের সেরা অডিটোরিয়াম হিসেবে বিবেচনা করা হয়।”

টেট্রো কোলনের এক কর্মী কার্লোস ফার্নান্দেজ রেডিও পার্লামোতে এই ব্যাপারে তার মতামত দেন।

হার্প বাদক ও ব্লগার ‘মানোস ম্যাজিকাস’ (যাদুর হাত) ২৫ মার্চের প্রতিবাদ কনসার্টে অংশগ্রহণকারী শিল্পীদের সমর্থন দেন :

Concuerdo con estos valiosos artistas que, comprometidos con la cultura nacional y su público, solo desean poder trabajar en paz y realizar su arte para lo cual se han formado con mucha exigencia.

এই সব মূল্যবান শিল্পী গণ যারা আমাদের দেশীয় সংস্কৃতি ও শ্রোতাদের সাথে যুক্ত আছেন, আমি তাদেরকে সমর্থন করি। তারা শুধু শান্তিতে কাজ করতে আর তারা যা শিখেছেন, সে সব শিল্প চালিয়ে যেতে চান।

অবশেষে, প্লাসিডো ডোমিঙ্গোতে উন্মুক্ত কনসার্টটি ১২০,০০০-এর বেশি লোকের সমাগমের মাধ্যমে সফল (স্প্যানিশ ভাষায়) ভাবে পরিসমাপ্ত হয়েছে। ইউটিউব ব্যবহারকারী গাফগাফগারিওন কনসার্টের এই ভিডিওটি আপলোড করেছেন।

গায়ক, কোলনের শিল্পীদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তাদের প্রতি আহ্বান জানান যেন তারা নগর প্রশাসনের সাথে সমঝোতা চুক্তির এক উপায় বের করে। তিনি ২০১২ সালে, আবার বুয়েনোস আয়ার্সে ফেরার প্রতিশ্রুতিও প্রদান করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .