আইভরি কোস্ট: আবিদাজানে গাবাগাবোর শাসনামলের অন্তিম মূহূর্তগুলো

এই পোস্টটি আইভরি কোস্টের অস্থিরতা ২০১১ উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

গত দুইদিন আইভরি কোস্ট নানা ঘটনা এবং পাল্টা ঘটনা ঘটেছে।

আলাসানে ড্রামানেকে ওয়াট্টারাকে আন্তর্জাতিকভাবে আইভরি কোস্টের রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সে এবং তার প্রধানমন্ত্রী গুইলাউমে সোরোর অনুগত বাহিনী দেশটির দক্ষিণ এবং পশ্চিমে এক আক্রমণ পরিচালনা শুরু করেছে। তিন দিনের ভেতরে তারা ডুয়েকোউয়ে এলাকার শহরগুলো দখল করে নেবার মত সফলতা অর্জন করে এবং মার্চের ৩০ তারিখে এই বাহিনী ইয়ামোউসোউক্রু পর্যন্ত পৌঁছে যায়। অবশেষে ফোর্সেস রিপাবলিকান দে কোঁত দ'আইভার (আইভরি কোস্ট প্রজাতন্ত্রের সেনাদল) নামক তাদের এই সেনাদল আবিদজানে পৌঁছে যায়। আবিদজান হচ্ছে আইভরি কোস্টের প্রধান শহর, যেখানে অর্ন্তবর্তীকালীন রাষ্ট্রপতি লরা গাবাগাবো অবস্থান করছে। ২০১০ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হবার পর গাবাগাবো ক্ষমতা ত্যাগ করতে অস্বীকার করেন, হয়ত এখনো সেখানে অবস্থান করছেন।

আইভরি কোস্টের অনলাইন সম্প্রদায় এই ঘটনার উপর তাদের মন্তব্য করছে, এখানে এই সব আলোচনার কিছু অংশ তৎক্ষনাৎ তুলে ধরা হল।

মাকা কারাগারকে নিয়ে ভয়

মেঁজ দেআরেত এত দে কারেকশঁ দ’আবিদজান ( আবিদজানের কারাবন্দী এবং সংশোধন কেন্দ্র, যাকে মাকা নামে ডাকা হয়) হচ্ছে আবিদজানের অন্যতম এক কারাগার। এক সংবাদে জানা যায় যে সেখানকার বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে, লিঁও গুয়েরে (@কোকোলোপোসো) ৩১ মার্চ টুইটারে লিখেছে:

@cocoloposo: #civ2010 URGENT: MACA ouverte tous les prisonniers sont dehors.(police)

তাজা খবর: মাকা নামক কারাগারটি খুলে দেওয়া হয়েছে, বন্দিরা এখন পালিয়ে যাচ্ছে।

এই ঘোষণার পর, নেট নাগরিকরা এই কারণে শঙ্কিত হয়ে পড়ে যে, এইসব কারাবন্দীদের হাতে হয়ত অস্ত্র তুলে দেওয়া হতে পারে:

@আবিদজাননিয়াস২২৫, কোকোলোপোসোর মন্তব্যের প্রতি সাড়া প্রদান করেছে, সে বলছে:

@Abidjannais225: Confirmez SVP !!! P…. mais c grave, LMP veut creer la chienlit au pays

দয়া করে সংবাদটি নিশ্চিত করুন! এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এলএমপি [লরা গাবাগাবোর রাজনৈতিক দল] দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়।

অনলাইন একটিভিস্ট সানডেরস২২৫ নিশ্চিত করেছে যে, আবিদজানের মাকা এবং সেখানকার আরো দুটি জেলখানার বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে:

একই দিনে অনলাইন একটিভিস্ট “কে”(@সানডেরস২২৫) নিশ্চিত করছে যে, আবিদজানের মাকা এবং সেখানকার আরো দুটি জেলখানার বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে। পরে রয়টারের এক সংবাদে বলা হয় যে আবিদজানে ৫০০০ কারাবন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে

লরা গাবাগাবো কোথায়?

প্রধানমন্ত্রী গুইলিয়ামো সরো পরে ঘোষণা প্রদান করেছিল যে লরা গাবাগাবোকে ৩১ মার্চ, ২০১১ তারিখের গ্রীনিচ মান সময় অনুসারে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পদত্যাগের সুযোগ দেওয়া হল। আইভরি কোস্টের এই সংবাদের উপর টুইটার হ্যাশট্যাগ #সিভ২০১০- প্রচুর পরিহাসপূর্ণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়:

ঘোষিত এই চূড়ান্ত সময়সূচির ১৫ মিনিট পূর্বে @মালকো৭, সময় গণনা শুরু নিয়ে টুইট করেছে:

@Malko7: Heure H-15 minutes

কার্য শুরু হবার আর মাত্র ১৫-মিনিট বাকি

আর যখন এই চূড়ান্ত সময়টি এসে উপস্থিত হয় তখন মারিয়া লে অঙ্গ ( অট্টু_২২৫) মন্তব্য করেছে:

@Attou_225: c'est l'heuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuure!!!!

সময়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য় হয়ে গেছে!!!!!

এননেন্না টুইট করেছে:

@Nnenna: Il est 19h ici chez moi. On dit koi?

এখন সন্ধ্যা ৭টা বাজে, কি হল?

এরই মধ্যে, রেডিও টেলিভিশন আইভরিয়ান যা আইভরি কোস্টের জাতীয় টেলিভিশন চ্যানেল তার নিয়ন্ত্রণ নিয়ে এক ভয়াবহ সংঘর্ষ শুরু হয়, এটি গতকাল পর্যন্ত গাবাগাবোর দলের নিয়ন্ত্রণে ছিল।

গ্রীনিচ মান সময় রাত ৯ টা থেকে ১০.৪০ পর্যন্ত, সেই চ্যানেলে একই ভিডিও প্রচারিত হতে থাকে, যেখানে দেখা যায়, লরা গাবাগাবো এবং তার স্ত্রী সিমোন, কোকোডিতে অবস্থিত রাষ্ট্রপতি প্রসাদের বাগানে উপদেষ্টাদের সাথে আলোচনা করছে। লরা গাবাগাবোকে দেখে মনে হচ্ছিল, সে আগে থেকে সবকিছু ধারণা করে রেখেছে এবং সিমনকে দেখে মনে হয়েছে যে আবিদজানের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তার কোন ধারণা নেই, যেমনটা নীচের ভিডিওতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি আবিদজানেট টিভি পোস্ট করেছে, যা ইউটিউবে আইভরিযান নিউজ সাইটের একাউন্ট:

গ্রীনিচ মান সময় ১০.৪০ মিনিটে অবশেষে আরটিআই- (রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল) এর সম্প্রচার বন্ধ হয়ে যায়। যেমনটা এই ছবিতে দেখা যাচ্ছে, যা আমাদের জন্য প্রদান করেছে অলিভিয়ের ভোউলিশান্ত (@বাতেলিয়ার৫৯):

আরটিআই-এর সম্প্রচার বন্ধ হয়ে গেল। টুইটপিক প্রদান করা বাতেলিয়ার৫৯-এর ছবি

টুইটারের সিনাম বেহটোনের (@সিনাম বেহটোন) মতে, এই সব ছবির মাধ্যমে দেখা যাচ্ছে যে ওয়াট্টারার সেনারা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটির নিয়ন্ত্রণ গ্রহণ করে ফেলেছে:

@SenamBeheton : Les propriétaires sont peut-être arrivés. La recréation est terminée?

ক্ষমতাশালী ব্যক্তিরা (মালিকরা) সম্ভবত উপস্থিত হয়েছে। খেলার সময় কি শেষ হয়ে গেল?

১ এপ্রিলে, স্কাই নিউজের প্রদান করার সংবাদ অনুসারে, লরা গাবাগাবো এবং তার স্ত্রী হয়ত এখনো কোকাডিতে তাদের প্রাসাদে অবস্থান করছে, এদিকে ওয়াট্টারার এফআরসিআই বাহিনী তাদের ঘিরে রেখেছে। আরেকটি সংস্করণে জানা যাচ্ছে লরা গাবাগাবো এবং তার স্ত্রী সিমন রাষ্ট্রপতি প্রসাদ ত্যাগ করে আবিদজানের মালভূমি এলাকার দিকে অবস্থিত প্রাসাদে চলে গেছে [ফরাসী ভাষায়]।টুইটারে এডিথব্রো লিখেছে:

#এএফপি যে সমস্ত কূটনীতবীদের সাথে যোগাযোগ করেছে তাদের মতে, প্রাসাদ এবং রেডিও স্টেশন, মালভূমি এলাকা কঠোর ভাবে গাবাগবোর নিয়ন্ত্রণে।

আইভরি কোস্ট এখন আলোচিত বিষয়

আইভরি কোস্টের সাম্প্রতিক ঘটনাবলী টুইটারে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যেখানে #সিভ২০১০ এবং লরা গাবাগাবো ফ্রান্সের একটি আলোচিত বিষয়।

এই পোস্টটি আইভরি কোস্টের অস্থিরতা ২০১১ উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .