বাহরাইন: প্রখ্যাত ব্লগার মাহমুদ আল- ইউসিফ গ্রেফতার

স্থানীয় সময় রাত ৩ টায় প্রখ্যাত বাহরাইনী ব্লগার মাহমুদ আল-ইউসিফকে তাঁর বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পুলিশের সাথে বাড়ী ত্যাগের পূর্বে তিনি টুইট করে তা জানান।

স্থানীয় এক অনুষ্ঠানে মাহমুদ আল-ইউসিফ বক্তৃতা দিচ্ছেন


প্রভাবশালী ব্লগার আল-ইউসিফ তাঁর লেখনীর মাধ্যমে বাহরাইনীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান। ১৫ মার্চ তিনি লিখেন:

[১] সুস্থতা ও সহনশিলতার প্রতি অব্যাহত সমর্থন ফিরে আসা, জনগণকে তাঁদের বিশ্বাস, মূল্যবোধ ও সম্পদ সম্পর্কে চিন্তামুক্ত রাখা, একত্রে বসবাসের জন্য অপেক্ষাকৃত উন্নত অন্যদের চাইতে ন্যায়সঙ্গত জীবন পদ্ধতি খুঁজে বের করা বাহরাইনী হিসেবে আমাদের নিয়তি।

আমি কারো দিকে আঙ্গুল তুলছি না বা কাউকে দোষারোপও করছি না। আমি এ দুঃসহ পরিস্থিতির মূল কারণগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছি তা সেটা যতই কষ্টকর হোক না কেন।

জাস্ট বাহরাইনী নামের একটি সাইটের ব্যবস্থাপক হিসেবে দীর্ঘদিন ছিলেন তিনি। তাঁর সাইটে দলীয় সহিংসতার বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। পুলিশ কর্তৃক আন্দোলন সমর্থক একজনকে হুমকী প্রদান করা হলে সম্প্রতি তিনি একটি লেখা লিখেন

তাঁর গ্রেফতারের বিষয়টি তাঁর ভাই এবং ছেলে দ্বারা সমর্থিত। তার ছেলে আরিফ আল ইউসিফ টুইট করেন:

পুলিশ এইমাত্র আমার বাড়ীতে এসে আমার বাবা মাহমুদ আল- ইউসিফ-কে গ্রেফতার করে, @বাহরাইনরাইটস @অনলাইন বাহরাইন

ছবি রোটারি ক্লাব অব আদলিয়ার সৌজন্যে ক্রিয়েটিভ কমন্স ( সি সি বাই-এনসি-এনডি ২.0) লাইসেন্সের আওতায় প্রকাশিত।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .