এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
সিরিয়ায়, রাষ্ট্রপতি বাশার আল আসাদ এবং তার পিতা প্রাক্তন রাষ্ট্রপতি হাফেজ আল- আসাদের মুখ নিয়মিতভাবে বিলবোর্ড, ভবন সমূহ, এবং তাদের সব ধরনের মূর্তি সব জায়গায় দেখা যায়। এই দেশে আসা বিদেশী ভ্রমণকারী নাগরিকরা প্রায়শই এ ধরনের ছবির ছড়াছড়ি দেখে বিস্মিত হয়, অন্যদিকে সিরিয়ার নাগরিকরা প্রতিদিনের জীবনে এসব দেখ অভ্যস্ত। গতকাল, বেশ কিছু ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা তাদের শাসকের প্রতীক সমূহ; আসাদ পরিবারের পোস্টার এবং মূর্তি, ধ্বংস করে ফেলছে।
এই ভিডিওটি ৪২মাহের নামক ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া। এটি এসেছে দারা’আ নামক এলাকা থেকে, যা প্রদর্শন করছে বিক্ষোভকারীরা হাফেজ আল-আসাদের মূর্তি ধ্বংস করছে:
এই ভিডিও, যেটিও দারা’আ থেকে আসা এবং ৪২মাহের-এর কাছ থেকে পাওয়া, সেটি দেখাচ্ছে, একজন ব্যক্তি একা বর্তমান রাষ্ট্রপতি বাশার-আল আসাদ এর বিশাল পোস্টার ছিড়ে ফেলছে। সে সময় উপস্থিত দর্শকরা তাকে উৎসাহ প্রদান করছে:
এখন দারা’আ থেকে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে। হোমস নামক এলাকায় বিক্ষোভকারীরা প্রাক্তন রাষ্ট্রপতি হাফেজ আল-আসাদের একটি পোস্টার ছিড়ে ফেলে (ভিডিওটি দিহকআফসিরিয়ার সৌজন্যে পাওয়া):
এবং আরিহা নামক স্থানে, যা দেশটির মাঝামাঝি এলাকার কাছে অবস্থিত, সেখানে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে “বাসার আল-আসাদ নিপাত যাক” (ভিডিওটি সেইলর৯৯৯৯৯৯৯৯০ কাছ থেকে পাওয়া):
http://www.youtube.com/watch?v=hiUOuLcpw4A&feature=player_embedded#at=61
এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।