জর্ডান: আম্মানের #২৪শে মার্চ প্রতিবাদ শিবির

আম্মানের দাখলিয়েহ গোল চত্তরে (স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোল চত্তর) গত ২৪ মার্চ শত শত গণতন্ত্রপন্থী জর্ডানীয় সমবেত হয় যার বেশিরভাগই ছিল ছাত্র, যুবক।

প্রতিবাদকারীদের দাবি [আরবী] ছিল সংসদ ভেঙ্গে দেওয়া ছাড়াও নতুন প্রতিনিধিত্বমূলক নির্বাচনী আইন, সাধারণ গোয়েন্দা বিভাগের অবলোপন এবং বাদশাহ কর্তৃক নিযুক্ত প্রধানমন্ত্রী মারুফ আল বাকিত-এর পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে গণ স্বাধীনতা (public freedom) এবং দুর্নীতি ও স্বৈরতন্ত্রের অবসান অন্যতম।

@তারাওনাহ:

@তারাওনাহ: এখন যারা অনেক বেশি দেশপ্রেমিক –এ ছবিটা তাঁদের। সঙ্গীত ও ডাবকেহ প্রতিযোগিতা অভিভূত।#মার্চ২৪ #জেও

রাতভর প্রতিবাদ

পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর শান্তিপূর্ণ ব্যাপক নিয়ন্ত্রনে ২৪ মার্চ আন্দোলনের তরুণেরা বৃহস্পতিবার সারারাত সেখানে অবস্থান করে। পরিষ্কারক সদস্যদের ঘটনার একটি লাইভস্ট্রিম [আরবী] দেখতে পারেন।

প্রতিপক্ষের বিক্ষোভকারীরা বাদশাহ আব্দুল্লাহর ছবি উঁচিয়ে ধরে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বাদশাহ আব্দুল্লাহ তাঁদের নেতা মর্মে গণতন্ত্রীপন্থী বিক্ষোভকারীদের উদ্দেশে আক্রমণাত্মক শ্লোগান দেয়। ২৪ মার্চের তরুণ বিক্ষোভকারীরা যখন ফজরের নামাজে ছিলেন তখন প্রতিপক্ষের বিক্ষোভকারীরা উচ্চ শব্দে সঙ্গীত বাজায়। আম্মান নেট [আরবী] ২৪ মার্চ তরুণদের বিক্ষোভের বিষয়ে প্রতিবেদনে বলেন, আব্দাল্লাহ আল রাহমানি গ্রেফতার হয়েছিলেন পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পাথর ছোড়ার ফলে ইতোমধ্যে কিছু লোক আহত হয়েছে।

কাছের একটা হাসপাতাল থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা যায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আম্মান নেট [আরবী] -এর মতে অন্যান্য আহতদের সাইট ক্যাম্প ক্লিনিকগুলোতে চিকিৎসা প্রদান করা হয়।

মার্চ ২৪ বিক্ষোভের আহতদের একজন। ছবি ওয়াইফ্রগ ব্যবহারকারী @ জার্নালিস্ট ইরসান

মার্চ ২৪ বিক্ষোভের আহতদের একজন। ছবি ওয়াইফ্রগ ব্যবহারকারী @ জার্নালিস্ট ইরসান

টুইটার প্রতিক্রিয়া

বিক্ষোভ বিষয়ে টুইটার প্রতিক্রিয়া ছিল নিম্নরূপ:

@lina18: كيف يعني هدول اللي بفكروا حالهم “موالين” شايفين إنهم عم بخدموا البلد والملك بإنهم يرموا حجار على المعتصمين ويسبوا عليهم؟؟

@ লিনা১৮: এ কথা কি বিশ্বাসযোগ্য? যে, বিক্ষোভকারীদের প্রতি পাথর নিক্ষেপকারী এবং অভিশাপ প্রদানকারীরা বাদশাহর প্রতি আনুগত্য দেখিয়ে দেশ ও বাদশাহর সেবা করছে??

@দিমা আলশারাম: বেলতাজিরা [প্রতিপক্ষের বিক্ষোভকারী গুণ্ডারা] বাদশাহর ছবি ধরে আছে আর একজনের কাছ থেকে অন্যজনকে দিকে ছবি এগিয়ে দিচ্ছে আর তাতে ছবিতে চুমু খাচ্ছে #মার্চ২৪ ভাব দেখে মনে হয় যেন অন্য দলগুলো বাদশাহর পক্ষে নেই!

@দিনাব্লুজ: এটা কখনোই বাদশাহর পক্ষ-বিপক্ষ অথবা উর্দুনী [ জর্ডানী]/ ফালাস্তিনী[ প্যালেস্টাইনী] অথবা সংস্কারের পক্ষ-বিপক্ষে মোড় নেবে না। আমরা এ র চাইতে ভালো।

@SaeedOmar: الله يقوي اللي قاعدين ومعتصمين على دوار الداخليه. قلوبنا معكم ودعاءنا الكم

@সাঈদ ওমর: দাখলিয়েহ গোল চত্তরে অবস্থানকারীদের ঈশ্বর শক্তি দিন। আমাদের মন তোমাদের সাথে আছে আর প্রার্থনা গুলো তোমাদের জন্য।

@কাইদার: আজ আমার জীবনের সেই ক্ষণকাল যেখানে আমি জর্ডানীয় হিসেবে গর্বিত। #২৪ মার্চ الله يحيي الشباب… اسقطوا جدار الخوف

@কাইদার ঈশ্বর #২৪ মার্চের তরুণদের অভিবাদন জানাচ্ছে… ভয়ের দেওয়াল ভেঙ্গে ফেলো।

@MohannedA: أفكر بالعودة جديا..عيوني تدمع على بلدي..الله يحمي الأردن

দাখলিয়েহ গোল চত্তর প্রতিবাদ শিবির। ছবি টুইটপিক ব্যবহারকারী @এফহিলাল, ২৫ মার্চের পোস্ট।

দাখলিয়েহ গোল চত্তর প্রতিবাদ শিবির। ছবি টুইটপিক ব্যবহারকারী @এফহিলাল, ২৫ মার্চের পোস্ট।

@মোহান্নেদএ: আমি সত্যিসত্যিই জর্ডানে প্রত্যাবর্তনের বিষয়টি ভাবছি… আমার দেশের জন্য আমার চোখ অশ্রুসজল, ঈশ্বর জর্ডানের মঙ্গল করুন।

@দিএমজে৯২: এইমাত্র ভিতরের চক্রটা তুলে নেওয়া হল। পুলিশ ও অন্যদিকের মাঝখানে নিজেকে দেখে মর্মাহত।

@জাইদাবাবনেহ: اتمنى لو انني لم اذهب الى دوار الداخليةواشاهد مناهضين الاعتصام،لانني ما كنت لاصدق المستوى الهابط من الهتافات لولا اني سمعت

@জাইদাবাবনেহ: আমার মনে হচ্ছিল আমি যদি দাখলিয়েহ গোল চত্তরে না যেতাম তবে হয়তো আমাকে এ মর্মান্তিক শ্লোগানগুলো শুনতে হত না।

ফারাঘনিয়েম : স্থিতাবস্থা বজায় রাখার পক্ষের এবং সংস্কার বিরোধীরা বিষয়টি ভেবে দেখেন: আপনারা যদি আপনাদের দেশকে এতই ভালবাসেন তবে আপনারা কেন মাঝামাঝি অবস্থা চাচ্ছেন?

@তারাওনাহ: অনুগতরা আমাকে জিজ্ঞেস করে আমি কার পক্ষে? আমি বলি আমি একজন নাগরিক। তাঁরা বলেন “মা বিনফা৩” [এতে চলবে না]। যদি ছবি তুলি তবে আমাকে প্রহার করার করা হবে বলে তাঁরা হুমকী দেয়। #মার্চ২৪

@৭আমোদ: সরকার এখনো মাত্র কয়েক মাসের পুরোনো। ঈশ্বরের দোহাই বিচারের আগে তাঁদেরকে একটা সুযোগ দিন!!

@ওদৌদিন: কিছু মন্তব্য দুঃখজনক@#মার্চ২৪ ফেসবুক পাতা। বিভেদ অনেক হয়েছে। সহযোগিতার জন্য আমাদের এক হওয়া প্রয়োজন।

@জামাল বাট: #রিফর্মজেও জনগণ বলে #২৪ মার্চ আসলে ভুল কারন, এটা ট্রাফিফ জ্যাম সৃষ্টি করেছে, বাদশাহর জন্মদিনের কুচকাওয়াজের আগে কেন আমরা বিষয়টি শুনছিনা?

@তারাওনাহ: #মার্চ২৪ জনগণ পরিষ্কারভাবেই দুইভাগে বিভক্ত। দেখলাম একজন মা তাঁর জর্ডানীয় সন্তানের ছবি ধরে আছেন #জেও তাঁর পুলিশে চাকুরিরত ছেলেটি দায়িত্ব পালনের সময় মারা গেছে।

@AmmanNet: مسيرة الحسيني غدا تتضامن وتغير مخطط سيرها للداخلية حسب معتصمون

@আম্মান নেট: প্রতিবাদকারীদের ভাষ্য অনুযায়ী আগামীকালের [শুক্রবার ২৫ মার্চ] হুসেইনীর [আম্মানের কেন্দ্র এলাকার মসজিদ] পরিবর্তে দাখলিয়েহ গোল চত্তরের দিকে যাবে।

শুক্রবার সকালে টুইটার, হ্যাশট্যাগ #মার্চ২৪ এবং #মার২৪ এবং লাইভস্ট্রিম- এখানে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .