- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মায়ানমার: ভূমিকম্পের ছবি

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মায়ানমার (বার্মা), দুর্যোগ, নাগরিক মাধ্যম, মানবতামূলক কার্যক্রম

বৃহস্পতিবার ২৪ মার্চ, ২০১১ তারিখ সন্ধ্যাবেলা মায়ানমারে ৬.৮ মাত্রার [1] এক ভূমিকম্প [2] আঘাত হানে। পাশ্ববর্তী দেশ থাইল্যান্ড এবং বেশ খানিকটা দুরের দেশ ভিয়েতনাম এবং চীনেও এই ভূমিকম্পের কম্পন অনুভব করা হয়। এই ভূমিকম্পে অন্তত ৭০ জন নিহত হয়েছে এবং প্রায় ২৪০ টির বেশি ভবন এতে ধ্বংস হয়ে গেছে। থাইল্যান্ডের চিয়াং মাই এবং চিয়াং রাই এলাকাতেও প্রবল কম্পন অনুভব করা গেছে।

আহতের সংখ্যা আরো বাড়তে পারে। সংবাদ অনুসারে শুক্রবার, ২৫ মার্চের সকালে, তাচিলেক এলাকায় ৮০টি কফিন [3] বিক্রি হয়েছে। পর্যবেক্ষকরা বলছে যে এই ভূমিকম্প, ২০০৮ সালের সাইক্লোন নার্গিস [4] এবং ২০১০ সালের সাইক্লোন গিরির [5] পর, বার্মায় আঘাত হানা তৃতীয় বৃহৎ প্রাকৃতিক বিপর্যয়।

স্বাধীন সংবাদপত্র ইরাওয়াদ্দি থাইল্যান্ডের মায়ে সাই [6] এলাকার এক বাসিন্দাদের সাক্ষাৎকার গ্রহণ করেছে। সানা হেরাল্ডে প্রকাশিত এক চিঠিতে জাই নোই [7] এই ভূমিকম্প সেখানকার বাসিন্দাদের উপর কেমন প্রভাব ফেলেছে তার বর্ণনা প্রদান করছে।

সেখানকার প্রিয় সকলে

সারা রাত আমরা সতর্ক ছিলাম, সতর্ক থাকার প্রচেষ্টায় মাঝে মাঝে হালকা ঘুমে ঢুলে পড়ছিলাম। মোবাইল এবং ঘরের ফোন, কোনটাই ঠিকমত কাজ করছিল না। যতদুর জানা গেছে ঘরগুলোর কোন ক্ষতি হয়নি। সারা রাত আমরা ঘরের ভেতরে এবং বাইরে যাওয়া আসা করেছি। আমি মনে করি এই চিঠি জায়গা মত পৌঁছাতে সক্ষম হবে। তালের নামক এলাকায় বেশ বড় অংশ ক্ষতি হয়েছে, এটি ৪০ কিলোমিটার উত্তরে এবং সেখানকার সেতুটি ধ্বংস হয়ে গিয়েছিল। শুনেছি শহরের বেশির ভাগ এলাকা তছনছ হয়ে গেছে এবং সেখানে একজন মাত্র ডাক্তার ছিল। সেখানে অন্তত ৮০ জন ব্যক্তি নিহত হয়েছে। এখনো বিস্তারিত সংবাদ জানা যায়নি। সেখানকার যে বেশ ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করে বলা যায়। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মারং লাইন নামক এলাকা, এটি মেসাই থেকে প্রায় ৫৯ কিলোমিটার দুরে অবস্থিত, সংবাদ যেমনটা বলছে। ভূমিকম্পের পরবর্তী পর্যায়ে যে কম্পন তৈরি হয়, তা এখনো অনুভূত হচ্ছে।

ব্লগ আকম-কুণ্ঠা কিছু ছবি [8] উঠিয়ে দিয়েছে যা দেখাচ্ছে তারলে নামক শহরের রাস্তার যে সব ক্ষতি হয়েছে সে সব দৃশ্য তুলে ধরছে, এই শহরটি তারচিলেইক নামক এলাকা থেকে ২০ মাইল দুরে অবস্থিত।

[8]

[8]

[8]

ডেমোক্রেটিক ভয়েস অফ বার্মা নামক সাইটিও ভূমিকম্পে বিপর্যয়ের ছবি উঠিয়ে দিয়েছে [9]। টুইটারে ইয়াঙ্গুন শহর থেকে আসা কিছু প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হল।

@এজসিএমএমআর: [10] : প্রিয় ভক্তরা: আমরা আপনাদের মঙ্গল কামনা করি এবং আশা করি আপনারা ভূমিকম্পে নিরাপদ রয়েছেন , যদি আপনারা ২৫ মার্চ, ২০১১-এর রাত ৮.২৫ মিনিটের ভূমিকম্প অনুভব করে থাকেন।

@মিনইয়োনথিত: [11] উত্তর শান-এর তাচিলেইক এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। (সেখানে প্রায় ১০০ জনের মত ব্যক্তি মারা গেছে, বেশ কয়েকজন আহত হয়েছে।)

@ব্লাকসুমো: [12]: জঘন্য, সত্যি সত্যি ভূমিকম্পের ঘটনা ঘটেছে? আমি মনে করেছিলাম আমার খালা বোধ হয় তা কল্পনা করেছিল….