26 মার্চ 2011

গল্পগুলো মাস 26 মার্চ 2011

সিরিয়া: নাগরিক ভিডিও দারা’আ শহরের বিভৎস ঘটনার দৃশ্য তুলে ধরছে

যখন দারা’আ নামক এলাকায় বিক্ষোভকারীদের হামলা চালানোর ঘটনা চলছিল এবং সেখান থেকে আরো মৃত্যুর সংবাদ আসছিল, তখন শহরের নাগরিক সাংবাদিকরা সে সব দৃশ্য ভিডিওতে ধারণ করে এবং সেগুলোকে ইউটিউবে উঠিয়ে দিচ্ছিল। সম্প্রতি সিরিয়ায় এই সব ভিডিওর উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। এই পোস্টের এই সব ভিডিও সিরিয়ার দক্ষিণের শহর দারা’আর নাগরিকদের উপর চালানো ভয়াবহ হামলার দৃশ্য তুলে ধরছে।

সিরিয়া: সারা দেশে বিক্ষোভ, দারা'আ শহরে ৬ জন নিহত হবার সংবাদ পাওয়া গেছে

সারা মধ্যপ্রাচ্য জুড়ে যে গণজাগরণের উত্থান, সিরিয়া তাতে সম্প্রতি যোগদান করেছে। যখন এর আগে ৫ ফ্রেব্রুয়ারি তারিখে ডাকা বিক্ষোভ ব্যর্থ হয়েছিল, তখন ১৫ মার্চে আবার নতুন করে রাস্তায় বিক্ষোভে প্রদর্শন করার আহ্বান জানানো হয়, যা দেশটির বিভিন্ন শহরে শত শত লোককে হাজির করতে সমর্থ হয়, এই সব শহরের মধ্যে দামাস্কাস এবং আলেপ্পোর মত শহর রয়েছে। সংবাদ পাওয়া গেছে, আজ দক্ষিণের শহর দারা’আতে ৬ জন ব্যক্তি নিহত হয়েছে।