সৌদি আরব: সৌদি নাগরিকদের জন্য বাদশাহ আরো অর্থের প্রতিশ্রুতি প্রদান করেছে

আজ জাতির উদ্দেশে বাদশাহ আব্দুল্লার দেওয়া ভাষণে আরও অর্থ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। দুটো পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ আব্দুল্লাহ তাঁর সংক্ষিপ্ত ভাষণে রাজতন্ত্রের পক্ষে কথা বলার জন্য ধর্মীয় নেতা ,লেখক এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের গৃহিত উদ্যোগকে ধন্যবাদ জানান। এ পরিপ্রেক্ষিতে একজন মুখপাত্র সৌদিদের জন্য কিভাবে উন্নত বাসস্থান, চাকুরি এবং চিকিৎসা সেবা প্রদান, একটি দুর্নীতি দমন কমিশন গঠন; সৌদি শ্রমিকদের নূন্যতম মজুরী, এবং সেনা ও পুলিশ বাহিনীর কাঙ্খিত পদোন্নতির নিশ্চিতকল্পে কিভাবে বিলিয়ন ডলার খরচ করা হবে সে বিষয়ে কিছু রাজকীয় ফরমান জারী করেন।

ভাষণের আগে ও প্রদানের সময় এবং পরে ভাষণটি নেট নাগরিকদের (নেটিজেনদের) মনোযোগ আকর্ষণ করে। বর্তমানে টুইটারে #এসএকিংস্পিচ হ্যাশট্যাগটি বিশ্বজুড়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

সৌদি আরবে কিছু দাবি ও ছোট ছোট আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ ভাষণ প্রদান করা হয়। সৌদি আরবে এ ধরণের বিক্ষোভ ধর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় মর্মে ধর্মীয় নেতারা দাবি করেন এবং জনগণকে এ ধরণের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান। কাকতালীয় ভাবে আজ ফতোয়া প্রদানের বিষয়ে রাজকীয় ফরমান বলে এক নতুন ধর্মীয় পর্ষদ গঠন করা হয়।

সৌদি বাদশাহর ভাষণ এবং ফরমান বিষয়ে টুইটারে ব্যক্ত কিছু প্রতিক্রিয়া:

@খালিদআলখলিফা: সৌদি আরবের মহামান্য বাদশাহ আব্দুল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই সৌদি টিভিতে ভাষণ প্রদান করবেন.. বিশ্ববাসী মনোযোগ দিন

@সুলতানআলকাশেমি: রাজতন্ত্রের পক্ষে কথা বলার জন্য ধর্মীয় নেতৃবৃন্দ,লেখক এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের গৃহিত উদ্যোগকে সৌদি বাদশাহ ধন্যবাদ জানান।

@সুলতানআলকাশেমি: সৌদি বাদশাহ এক মিনিটেরও বেশি সময় ধরে ইসলামী চিন্তাবিদদের ধন্যবাদ জানান ও প্রশংসা করেন #সৌদি

@আফালিক: আমি যদি পাঁচটি শব্দে বাদশাহর বক্তব্যের সারাংশ করি তবে তাঁর অর্থ দাড়ায় “ আপনাদের ধন্যবাদ- আরও টাকা আছে”# এসএকিংস্পিচ

@জিনানমুসা: সৌদি বাদশাহ নতুন ব্যবস্থার কথা বললেন। বেকার জনগণকে মাসে ২০০০ সৌদি রিয়াল প্রদান করা হবে।# কেএসএ

@ডকসহাজি: #কেএসএর (কিংডম অফ সৌদি আরাবিয়া) বাদশাহ আব্দুল্লাহর নতুন ফরমানের অর্ন্তভুক্ত রয়েছে: সকল সৌদি কর্মচারী ও ছাত্রদের জন্য ২ মাসের বেতন এবং বেকারদের জন্য ২০০০ সৌদি রিয়াল প্রদান করার ঘোষণা

@ম্যাথিয়াস_সেইলার:#সৌদি বাদশাহ দেশটির নাগরিকদের জন্য বেশ কিছু অর্থনৈতিক সুবিধার ফরমান জারি করেছেন: বোনাস প্রদান, বেশী মাত্রায় নির্দিষ্ট অর্থ, বেতন, ইত্যাদি। সুলতামআলকাশেমির মাধ্যমে পাওয়া#কেএসএ#গাল্ফ

@সৌদি ওমেন: প্রধান প্রধান সব হাসপাতালে ক্যান্সার ও অন্যান্য বিভাগ, ক্লিনিক এবং বাসগৃহ নির্মাণের জন্য ১৬ বিলিয়ন সৌদি রিয়াল প্রদান করা হবে।

@সাচেফডগসাচেফ: সৌদি বাদশাহ ৫০০,০০০ টি বাড়ি নির্মাণের ফরমান জারি করেছে… কিন্তু তারপরেও তা ক্ষমতায় টিকে থাকার জন্য সামান্য!!

@আনাসআলাউয়ি: “সৌদি বাদশাহ-৭টি দূর্নীতি বিরোধী প্রতিষ্ঠান স্থাপন করার আদেশ দিয়েছেন যা সরাসরি তা সাথে যুক্ত থাকবে, এর তদন্তে আদৌও কেউ বহিষ্কার হবে না”।

@বাগদুদ: ৮ম রাজকীয় ফরমান: বেসরকারি হাসপাতালের সাহায্যের পরিমাণ বাড়িয়ে ২০০ মিলিয়ন সৌদি রিয়াল করা হল।#এসএকিংসস্পীচ#সৌদিমাতালেব।

@রেডবেল্ট: আমার মতে, সৌদি নাগরিকদের জন্য যে নূন্যতম মজুরী প্রদানের ঘোষণা করা হয়েছে, ভবিষ্যৎ-এর জন্য তা খুব খারাপ একটা পরিমাণ।#কেএসএ

@বাগদুদ:১০ম রাজকীয় ফরমান: সকল সেনা এবং পুলিশ কমকর্তা যারা পদোন্নতি লাভের যোগ্য, তাদের ক্ষেত্রে এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

@আলনিটাক২৫০:#সৌদি বাদশাহ দেশের নাগরিকদের জন্য অনেক অর্থ/অর্থনৈতিক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করছে, কিন্তু তিনি সত্যিকারের কোন গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি প্রদান করেননি।

@মাহমোদআলি১:#সৌদি বাদশাহ তার ভাষণ কেবল ১৪০ অক্ষরে টুইট করতে পারত!#লোল#কেএসএস#বাহরাইন#জিসিসি

@বেলইডি: কাজেই সৌদি বাদশাহ কয়েক মিনিট কথা বললে এবং এরপর লোকজনকে আরো অর্থ এবং টাকা দেবার প্রতিশ্রুতি প্রদান করলেন।

@আলহেফজি:#এসএকিংসস্পীচ, এত অর্থ এতদিন কোথায় ছিল!?!?!?=)=)

@এসবাসাম: যতদুর দেখা যাচ্ছে, রাজার কাছ থেকে প্রধান কোন ফরমান জারি হয় না, যদিও আমি আশাবাদী!!#সৌদি

@নুহা_নৌফাল: আমাদের অর্থ সঙ্কটে পড়ে যাচ্ছি!।ওহো….#এসএকিংসস্পীচ।

@ ইয়াজনাফজান:এসএকিংসস্পীচ, এখন একটি আলোচিত বিষয়, এই সপ্তাহে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো, যেখানে সৌদি কোন ঘটনা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হল।#আউসাম

@টুইটার ব্যবহারকারী আজিজ শাহলান আলোচিত বিষয় সমূহের একটি ছবি সরবরাহ করেছে:

#SAKingSpeech trending no Twitter

#SAKingSpeech trending no Twitter

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .