মরক্কো: রাজ্যজুড়ে শান্তিপূর্ণ মিছিল

এ পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মরক্কো প্রতিবাদ ২০১১ – এর অংশ।

তিউনিসিয়া ও মিসরের গণ-জাগরণে উদ্দীপ্ত হয়ে গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গত ফেব্রুয়ারি ২০১১ থেকে মরক্কোর জনগণ আন্দোলন শুরু করেছে। ২০ মার্চ রবিবার দেশব্যাপি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের কার্য বিবরনী ইন্টারনেটে টুইটার, ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে প্রচারিত হয়েছে। শুরু থেকে শেষ অবধি ঘটনা প্রবাহ ব্লগাররা নিম্নরূপভাবে তুলে ধরেছেন:

অভিজ্ঞ মরোক্কান ব্লগার লারবি মিছিলের লাইভ ব্লগে [ফরাসী ভাষায়] লিখেছেন:

09h50 A Rabat, il fait beau et les manifestants commencent à se rassembler à Bab El Had. Premières photos via Riad:

রাবাতে সকাল ৯টা ৫০ মি: সুন্দর আবহাওয়া, আন্দোলনকারীরা বাব এল হাদ চত্বরে জমায়েত হওয়া শুরু হয়েছে। রিয়াদের মাধ্যমে প্রাপ্ত প্রথম ছবি:

রাবাত, ২০ মার্চ– Larbi.org এর সৌজন্যে

রাবাত, ২০ মার্চ– Larbi.org এর সৌজন্যে

ক্যাসাব্লাংকার প্রধান সড়কে দশ হাজারেরও বেশি জনতার সুশৃঙ্খল মিছিল। মিছিলে অংশগ্রহণকারী নাদিয়া লামলিলি তাঁর চিন্তাভাবনা আমাদের জানান:

J ai jamais vu une marche aussi bien organisée. J ai la chaire de poule

এ মিছিলের মত এত সুশৃঙ্খল মিছিল আমি জীবনেও দেখিনি। আমার গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে।

বিষয়টি নিয়ে পলিটিকনউট ও মুগ্ধ। তিনি টুইট করেন:

On s'applaudit nous meme… Lakada kousira hajiz lkhaouf… #20mars #20fev

জনগণ এক অপরকে অভিনন্দিত করে… ভয়ের দেয়ালের পতন ঘটেছে…

হৌদা (@হৌদাক) ক্যাসাব্লাংকা মিছিলের ছবি শেয়ার করেছেন:

মামফাকিনচ! (আমরা ছেড়ে দেবনা!) — ছবি টুইটপিকে @হৌদাক-এর পোস্ট

সিলমিয়া! সিলমিয়া! (শান্তিপূর্ণ!! শান্তিপূর্ণ!!)- ছবি টুইটপিকে @হৌদাক-এর পোস্ট

ক্যাসাব্লাংকা মিছিলে শ্লোগান ধ্বনি:

একজন বাদশাহর জন্য যিনি শাষনের অধিকার হারিয়েছেন- ছবি টুইটপিকে @হৌদাক-এর পোস্ট

দিন যতই যাচ্ছে একটা অনুপস্থিতি ততই দৃশ্যমান হচ্ছে: পুলিশের নাক গলানো। নাদিয়া লামিলি টুইট করেন:

@nadialamlili : La police dans les rues perpendiculaires observe de loin. Une marche dans la dignite

@নাদিয়া লামিলি : পুলিশ দূর থেকে পর্যবেক্ষন করছে। এ মিছিল গৌরবের।

প্রচার মাধ্যমে জনগণ মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা সম্পর্কে ধারণা করার চেষ্টা করছে। @এম২০ফেব টুইটারে এ ছবিটি দিয়ে নিচের মন্তব্য জুড়ে দেন:

الدار البيضاء الان hado galik 3000, wa baz??

এ সময়ের ক্যাসাব্লাংকা। কিভাবে তাঁরা বলে যে মাত্র ৩০০০??

টুইটপিকে এম২০ফেব-এর প্রদত্ত ছবি

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক নেট ওয়ার্কের মাধ্যমে পাঠানো মিছিলের ছবিতে ভরপুর। সর্বোপরি মিছিল শান্তিপূর্ণ ভাবে চলেছে।

মার্রাকেশ থেকে পাঠানো মারুনে৮২- এর পোস্ট করা ভিডিওতে দেখা যায় জনতা বলছে “সরকারের পতন চাই! সংসদের অবসান চাই!”:

কেনিত্রা শহরের জনতা শ্লোগান দিচ্ছে “জনতা দুর্ণীতির অবসান চায়!” ( মেসবাহি)পোস্ট করা ভিডিও):

From the city of Meknes this video posted by special20fevrier:

মেখনেস শহর থেকে এ ভিডিওটি পোস্ট করেছেন স্পেশাল২০ফেভরিয়াল

ফেজ শহরের এ ভিডিওতে দেখা যায় জনতা শ্লোগান দিচ্ছে “ আমার ধমণীতে আমার অধিকার, তাঁরা আমাদের কি করবে আমরা তার পরোয়া করিনা” ( মোস্তুজ অনলাইনে পোস্ট করেছেন):

সর্বোপরি ক্যাসাব্লাংকা শহরের এ কাঁপা কাঁপা ভিডিওতে দেখা যায় দশ হাজারেরও বেশি জনতা শান্তিপূর্ণভাবে রাস্তায় মিছিল করছে। ( কাফকাতিম) কর্তৃক পোস্টকৃত)

এ পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ মরক্কো প্রতিবাদ ২০১১ এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .