বাহরাইন: এক দিনারের প্রতিবাদ

এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

বাহরাইনের বিক্ষোভকারীরা বাহরাইন অর্থনৈতিক সৈকত (বিএফএইচ)-এর বাইরে সমবেত হয়ে এক বাহরাইনি দিনার (২.৬ মার্কিন ডলার) নোট প্রদর্শন করে সরকার উৎখাতের দাবি জানাচ্ছে।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা এক দিনারের বিনিময়ে বিএফএইচ – এর ভূমি ক্রয়ের ঘটনা প্রধান বিরোধী দল ওয়েফাক সোসাইটির প্রধান শেখ আলি সালমান প্রকাশ করার পর দিনই এ বিক্ষোভ শুরু হয়। ১৪ ফেব্রুয়ারি ২০১১ তারিখের ঐতিহাসিক সরকার বিরোধী আন্দোলনের মূল কেন্দ্র পার্ল (লুলু) রাউন্ড এবাউট -এর নিকট থেকে মিছিল শুরু হয়।

আরব বিশ্বের অন্যান্য আন্দোলনের মত বাহরাইনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। দশকের পর দশক ধরে জনগণ যেখানে ভয়ে প্রকম্পিত ছিল এবং দমন-নিপীড়নের শিকার হতো সে জনতাই রাস্তায় নেমে এসে দাবীর প্রতি সোচ্চার হচ্ছে।

পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক সাত জন বাহরাইনি নিহত হওয়ার প্রাথমিক বিপর্যয়ের পর প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা শান্তি স্থাপনের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের সাথে জাতীয় আলোচনা শুরু করেছেন। সরকারি সস্ত্রাস অবসানের প্রতিশ্রুতি দিয়ে তিনি তিনি বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানান। ইতোমধ্যে মন্ত্রিপরিষদে ছোটখাটো রদবদল করা হয়েছে এবং উচ্চ বেকারত্ব হ্রাসের লক্ষ্যে ২০,০০০ নতুন কর্মসংস্থান সৃজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আজ বিএফএইচ-এর বাইরের প্রতিবাদের প্রতিক্রিয়া ছিল নিম্নরূপ:

@ট্রুথউইটনেস: রাজকীয় পরিবারের প্রাধিকার: #বাহরাইনের প্রধানমন্ত্রী ১ দিনার (২.৬৫ মার্কিন ডলার) এর বিনিময়ে অর্থনৈতিক সৈকত জেলা কিনেছেন #পরিবর্তন#ফেব্রু ১৪#লুলু http://twitpic.com/46s4gq

@আনমারেক: প্রধানমন্ত্রী কর্তৃক ১ বাহরাইনি দিনারের বিনিময়ে কেনা অর্থনৈতিক সৈকতের দলিল পড়ছেন#বাহরাইন# ফেব্রু ১৪ http://twitpic.com/474l32

@আনমারেক: অর্থনৈতিক সৈকতের কাছে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ১ বাহরাইনি দিনারের একটি বড় নোট ধরে আছেন! #বাহরাইন#ফেব্রু১৪ http://twitpic.com/474g7y

@আনমারেক: বিক্ষোভকারীরা ১ বাহরাইনি দিনার নোট উঁচু করে চীৎকার করছেন “অর্থনৈতিক সৈকত ১ বা্হরাইনি দিনার মাত্র!” #বাহরাইন#ফেব্রু১৪#লুলু http://twitpic.com/474k3e

@মাহমুদ: সমাবেশে যোগদান শেষে ১ বাহরাইনি দিনারের পাশ দিয়ে যাওয়া বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করে। http://t.co/Aqhpklj

@মাহমুদ: ১ বাহরাইনি দিনার ১ বাহরাইনি দিনার! http://t.co/FSldC5D

@আনমারেক:১০০ ফিলের (বাহরাইনি মুদ্রা) ১০ মুদ্রা খলিফা কি ১০ কিস্তিতে ১ বাহরাইনি দিনার পরিশোধ করেছেন? #বাহরাইন#ফেব্রু১৪ http://twitpic.com/474mds

@রেধাহাজী: :#বাঅসৈ #বাহরাইন#ফেব্রু১৪ এখন আরো অনেক লোক বাহরাইন অর্থনৈতিক সৈকত অভিমুখী। ট্রাফিক পুলিশ সকল যান চলাচল পরিচালনা করছে। সব কিছু শান্ত। http://yfrog.com/gz66ywmj

@রেডবেল্ট: #বাঅসৈ-এর ছবি। ১০ তলা থেকে আমি তাঁদের আওয়াজ শুনতে পাচ্ছি! http://plixi.com/p/82270251

@রেধাহাজী: লোকজন এখনো #বাঅসৈ-এর দিকে যাচ্ছে #বাহরাইন#ফেব্রু১৪ http://yfrog.com/h4iyvuij

@আনমারেক: অর্থনৈতিক সৈকতের কাছে বড় তাবু #বাহরাইন#ফেব্রু১৪#লুলু http://twitpic.com/474kji

@ফ্রেডউইলি৪৬০: :#বাহরাইন# সাম্প্রতিক ছবি বিশৃঙ্খলা অসহায় পুলিশ- জনগণ জাতিকে শৃঙ্খলমুক্ত করতে চায়– http://twitpic.com/474n16

@ফ্রেডউইলি৪৬০: :#বাহরাইন#বাঅসৈ আনুমানিক বিকেল ৪ টায় তোলা ছবি। ছোট ছোট তাবুগুলো আর নেই কিন্তু জনগণ পার্ল রাউন্ডএবাউটে বিকেল উপভোগ করছে http://twitpic.com/474fu5

@ফ্রেডউইলি৪৬০: http://twitpic.com/473y3o – # বাহরাইন#বাঅসৈ দুপুর ৩ টার ছবি তুলনা করার জন্য

@চানাডিবিএইচ: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ১ বাহরাইনি দিনারের বিনিময়ে বাহরাইন অর্থনৈতিক সৈকতের অপপ্রচার নিছক হাস্যকর প্রলাপ : http://plixi.com/p/81992756 (গতকালের) # বাহরাইন#ফেব্রু ১৪

@চানাডিবিএইচ: ১ বাহরাইনি দিনারের গল্প প্রধান বিষয় নয়। আসল প্রশ্ন হলো কেন ক্ষমতাসীন আমলারা এই বিপুল পরিমান বানিজ্যিক সম্পদ ক্রয়ের অনুমতি দিলেন?

@মুনাফাখরু: তো.. এসবের মূল বিষয়টি কি?#বাহরাইন

@আলমালুদ: প্রিয় বিক্ষোভকারী গণ ক্যাম্প করার জন্য বড় পরিসরে জায়গা বেছে নেবেন। চাকুরি হারিয়ে অচিরেই আমরা আমাদের সাথে যোগ দিচ্ছি #বাহরাইন #লুলু #ফাতেহ #ফেব্রু১৪

@ইয়াসমিনঅফবাহরাইন: : ১ বাহরাইনি দিনারের গল্পের জন্য আমি গরুগুলোকে দোষ দেই না। আমি দোষারোপ করি আলি সালমানকে যে এই মিথ্যা বিষয়টি মূর্খ জনতার সামনে এনেছেন। #বাহরাইন

@ইয়াসমিনঅফবাহরাইন: ১ বাহরাইনি দিনারের গল্পের রসিকতায় টুইটারে সব জনগণ মেতে উঠেছে, অপেক্ষা করুন। আপনাদের অভিযোগ মিথ্যা এবং এ জন্য আপনাদের অনুতপ্ত হতে হবে। #বাহরাইন

১৯৭১ সালে নিযুক্ত বাহরাইনের প্রধানমন্ত্রীর বিষয়ে ইতোমধ্যে আজ সরকারি বাহরাইন সংবাদ সংস্থা প্রসংশাসূচক অর্জন তুলে ধরে একটি নিবন্ধ উপস্থাপন করে। এতে বলা হয়:

বাহরাইন অর্থনৈতিক সৈকত প্রসঙ্গে মুখপাত্র বলেন যে মন্ত্রিসভার কমিটি ও সরকারি সম্পত্তির বিষয়ে গঠিত সংসদীয় নিরীক্ষা কমিটি যৌথভাবে বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। তিনি বলেন “মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের আলোকে বৈধ প্রক্রিয়া অবলম্বন করে লেন-দেন সম্পন্ন হয়েছে।”

মুখপাত্র আরো বলেন, “এ বৈধ প্রক্রিয়ার বিরদ্ধে সংক্ষুব্ধ যে কোন পক্ষ আদালতের আশ্রয় গ্রহণ করতে পারেন।”

এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ২০১১ এর বিশেষ প্রতিবেদনের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .