চীন: তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার গুজব; সব জায়গায় পাগলের মত লবণ কেনা আতঙ্কে ঘি ঢেলেছে

এই পোস্টটি জাপানের ভূমিকম্প ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ

জাপানের ভূমিকম্প, সুনামি আর পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে চীনের প্রতিক্রিয়া ছিল একই সাথে নোংরা এবং মানবিক, আর জাপান নামক দেশটির প্রতি অনুভূতি আগের মতই জটিল অবস্থায় রয়ে গেছে।

অনেকে এই বিপর্যয়কে ভবিষ্যৎ-এ এক বিবৃতি প্রদানের সুযোগ হিসেবে দেখছে। তবে জাপানের ভূমিকম্পের সবচেয়ে দৃশ্যমান প্রভাব চীনে তখনই দেখা যায়, যখন বুধবার রাতে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম চীনে বাতাসের মাধ্যমে কোন তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভবনা নেই বলে বিবৃতি প্রদান করা হয়, কিন্তু গুজব রয়েছে যে পূর্ব উপকুলের মাধ্যমে চীনের লবণ সরবরাহের উপর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে।

বাস্তবতা হচ্ছে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম চীনের জনতাকে বলছিল যে ভবিষ্যৎ-এ লবণ সরবরাহ নিয়ে তারা যেন চিন্তিত না হয়ে পড়ে, যা ঠিক এর বিপরীত প্রভাব সৃষ্টি করে এবং এর ফলে বেশ কয়েকটি শহরে লবণ কেনার হিড়িক পড়ার মত এক আতঙ্কের সৃষ্টি হয়, পরে যা এক চলতে থাকা গুজব আকারে ছড়িয়ে পড়ে এবং, এই ঘটনা, বিশেষ করে এর বিচিত্রতার কারণে, ওয়েইবোতে এক সবকিছু ছাপিয়ে চলা এক [চীনা ভাষায়] আলোচনা শুরু হয়, ওয়েইবো এবং এবং বেশিরভাগ অনলাইনে বুধবার রাতভর আলোচনা চলে এবং যখনই দৃশ্যমান হতে থাকে, ওয়েইবোর কর্মচারীরা লবণ সংক্রান্ত গুজবে ভরা টুইট মুছে ফেলা শুরু করে। সিনা ওয়েইবোর নিজস্ব ওয়েবসাইট একাউন্টের কাজ ছিল বুধবার মাঝ রাত পর্যন্ত আতঙ্ক ছাড়ানো লবণ সংক্রান্ত গুজব দুর করতে থাকা।

উদ্ধার করা কিছু টুইট এখানে প্রদান করা হল:

http://t.sina.com.cn/1294943994/zF4kmXyau9
罪化:浙江各地今天下午到晚上突然出现了抢购食盐的风潮…要紧急辟谣了。

ঝেইজিয়াং প্রদেশে হঠাৎ করে, বিকেল থেকে সারা সন্ধ্যা জুড়ে লবণ কিনে মজুত করার মত এক আতঙ্ক তৈরি হয়…কোন একজনকে এই গুজব প্রশমিত করতে হবে।

http://t.sina.com.cn/1939028627/wr4kmXwDNn
华文传播:小市民疯狂抢购盐,恐怕日后的海盐受到核辐射。希望大家理智些,不要加入愚蠢的抢购队伍。今晚9时35分拍于西湾东益佰百货。


শহরের অদ্ভূত সব বাসিন্দারা লবণ কিনতে পাগলের মত দৌড়াচ্ছে, তারা এই ভয়ে ভীত যে আজ থেকে সমুদ্রের লবণ তেজস্ক্রিয়তা ভরে যাবে। আমি আশা করি যে লোকজন আরো যৌক্তিক মনোভাব প্রকাশ করবে এবং তারা এই রকম নির্বোধ আতঙ্কের ফলে বস্তায় বস্তায় লবণ কেনার জন্য ঝাপিয়ে পড়বে না। আমি রাত্রি ৯.৩৫ মিনিটে গুয়াংঝুর একটি স্থানীয় ডিপার্টমেন্টাল স্টোরের এই ছবিটি তুলেছি।

http://t.sina.com.cn/1939028627/wr4kmXyTIL
小市民疯狂抢购盐,恐怕日后的海盐受到核辐射。呼吁大家理智些,不要加入愚蠢的抢购队伍,不要人为制造恐慌和混乱。今晚9时拍于广州西村好又多,食盐在瞬间被抢购一空。


বিচিত্র শহুরের বিচিত্র বাসিন্দারা পাগলের মত লবণ কিনতে দৌড়াচ্ছে, তারা এই ভয়ে ভীত যে আজ থেকে সমুদ্রের লবণ তেজস্ক্রিয়তা ভরে যাবে। আমি আশা করি যে লোকজন আরো যৌক্তিক মনোভাব প্রকাশ করবে এবং তারা এই রকম নির্বোধ আতঙ্কের ফলে বস্তায় বস্তায় লবণ কেনার জন্য ঝাপিয়ে পড়বে না, বিশৃঙ্খলায় সৃষ্টিতে আবদান রাখবেন না। রাত ৯ টায় তোলা এই ছবিটি গুয়াংঝুর শিকুন ট্রাস্টমার্টের উপর তোলা, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে রান্নার সব লবণের প্যাকেট বিক্রি হয়ে যায়।

上海JC:晚上9点多出门抢购盐,竟然没个地方有盐卖,上海进入无盐状态。图为家乐福盐架,10余个品种的盐被抢购一空,杯具了


সাংহাইজেসি: রাত ৯ টার পর আমি কিছু লবণের প্যাকেট কিনতে বের হলাম। দেখা গেল যে সকল দোকানের সকল লবণ বিক্রি হয়ে গেছে। সাংহাই-এর বাজারে এখন আর কোন লবণ নেই। এই ছবিটি কারেফোরের, যেখানে দশটি ব্রান্ডের সবকটির লবণ ফুরিয়ে গেছে। বেদনাদায়ক।

http://t.sina.com.cn/1926486363/wr4kmXp3ak
宁波的抢盐现场,妈的,要多夸张有多夸张,


নিনগোবোর লবণ আতঙ্কের দৃশ্য, গোল্লায় যাক সবকিছু। অনেক বেশি কেনার ফলে সব শেষ হয়ে গেছে।

https://profiles.google.com/Toefool/posts/TtTdMe7uHHN
Toefool: 大伯在深圳开了家超市,打电话说深圳开始抢盐了,十块钱一包,让我们在家乡也赶紧去买。家乡的几家亲戚听到后马上去抢购了二十几包。

আমার চাচা শেনঝেন-এর একটি সুপারমার্কেট চালায়, সে আমাকে এই সংবাদটি দেবার জন্য ফোন করে যে, লবণ আতঙ্ক এখন শেনঝেন-এ গিয়ে পৌঁছেছে। সেখানে ১০ আরএমবিতে এক প্যাকেট লবণ বিক্রি হচ্ছে। তিনি আমাকে নিশ্চিত হতে বললেন যে আমাদের এই শহরে লবণ যথেষ্ট পরিমাণ পাওয়া যাচ্ছে কিনা। সেখানকার আত্মীয়রা যখন্ এই সংবাদ শুনলো সাথে সাথে তারা লবণ কিনতে ছুটলো এবং ২০ প্যাকেট লবণ নিয়ে আসল।

http://t.sina.com.cn/1747250202/wr4kmXyMgE&Refer=STopic_resultother
Happy葇:现在大家疯狂的抢购盐,不是说是谣言吗?怎么大家都相信盐会被污染,刚刚家乡的亲戚打电话来说,家乡的盐现在卖18元一包,还有人买十箱回家,这边的商店一些也不卖盐了,Oh my god……

সব জায়গার লোকজন উন্মাদ হয়ে গেছে এবং তারা লবণ কেনার জন্য ছুটে যাচ্ছে। তারা কি বলছে না যে এটা একটা গুজব মাত্র? কেন সবাই ভাবছে যে লবণে সমস্যা দেখা দিয়েছে? এই মাত্র গ্রাম থেকে আমার আত্মীয় আমাকে ফোন করে বলল যে সেখানে প্রতি প্যাকেট লবণ ১৮ আরএমবিতে বিক্রি হচ্ছে, এবং অনেক লোক একবারে দশটি প্যাকেট কিনে বাসায় ফিরে যাচ্ছে। এখানকার কয়েকটি দোকান লবণ বিক্রি করা বন্ধ করে দিয়েছে। হে ঈশ্বর…

চীনের আন্তর্জাতিক ত্রাণ এবং উদ্ধার সংস্থা ( ইন্টারন্যাশনাল রিলিফ এন্ড রেসকিউ স্কোয়াড বা সিআইআরআরএস)-এর মাইক্রোব্লগিং একাউন্ট, ওয়েনঝুর মাইক্রোব্লগার থালোরফিল্ড এর লেখা আনুষ্ঠানিক ভাবে পুনরায় টুইট করেছে:

http://t.sina.com.cn/1701600025/zF4kmXvVvG
中国国际救援队:
今天浙江地区普遍出现的抢购食用盐及调味品现象是由于谣传海边受辐射不能再晒盐了。清醒的人都知道我们吃的都不是杭州湾自产的海盐了!!!为了让谣言平息下去,请一定帮忙转发!!拜托了! ——管理员:没听说我国受到日本核辐射,新闻说一切监测正常!

আজ ঝেজিয়াং প্রদেশের সব জাযগায় দ্রুত খাবার লবণ এবং অন্য সব মশলা কেনার মত এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৃশ্যত তেজস্ক্রিয়তার কারণে উপকূলে আর লবণ চাষ করা সম্ভব হবে না. এই গুজব থেকে এর জন্ম হয়। যারা ঠাণ্ডা মাথায় চিন্তা করবে, তারা জানবে যে আমরা যে লবণ খাই, তা হাংঝু উপসাগর থেকে সরাসরি আসে না!!! এইসব গুজবকে থামানোর জন্য, দয়া করে এটি পুনরায় টুইট করুন। —-মাগমানট: আমরা এমন কোন সংবাদ পাইনি যে, তেজস্ক্রিয়তা জাপান থেকে চীনে এসে পৌঁছেছে, সংবাদ বলছে যে, সকল পরীক্ষায় দেখে গেছে যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এছাড়াও সিআইআরআরএস একাউন্ট থেকে এই লেখাটি এসেছে:

http://t.sina.com.cn/1701600025/zF4kmXyKnG
日本人都不抢食盐,我们开始抢了?日本离宁波多远啊,不用这样吧,青海的盐,海了去了。呼吁志愿者们赶紧帮忙灭火,谢谢了。

জাপানিরা আতঙ্কগ্রস্ত হয়ে পাগলের লবণ কিনছে না, তাহলে আমরা কেন আতঙ্কগ্রস্ত হওয়া শুরু করব? নিনগোবো থেকে জাপান অনেক দুরে, কাজে দয়া করে আতঙ্কগ্রস্ত হওয়া বন্ধ করুন। আমাদের লবণ আসে কিঙগহাই নামক এলাকা থেকে, এবং সেখানে লবণের কোন ঘাটতি নেই। দয়া করে এই বিপর্যয় থেকে দ্রুত বের হয়ে আসার কাজে স্বেচ্ছাসেবী হউন। ধন্যবাদ।

এই ছবিটি সিনা’র অর্থনৈতিক সংবাদ চ্যানেল থেকে এসেছে, যা একটি নেট নাগরিকের উক্তির উদ্ধৃতি প্রদান করেছেন:

新浪财经
【杭州食盐遭疯狂抢购 网友称价格翻倍都买不到】网友向记者爆料称,“大家都在抢盐,盐的价格翻了一倍,想买都买不到。她一个朋友家里开超市的,刚进了4箱盐,一下子被抢光了”。记者随后在杭州的几家大超市了解到,世纪联华、华润万家、欧尚等几家大超市的食盐也全部卖光了。


সকলেই পাগলের মত লবণ কিনছে, এবং ইতোমধ্যে এর দাম দ্বিগুণ হয়ে গেছে, এমনকি যদি এই মূহূর্তে আপনি লবণ কিনতে চাইলেও তা পাবেন না। তার পরিবারের এক বন্ধু দ্রুত এক সুপার মার্কেটে যায় এবং তারা চার বোতল লবণ পায়। সেকেন্ডের মধ্যে তা শেষ হয়ে যায়। এরপর সাংবাদিক আবিষ্কার করে যে হাঙ্গঝুর সকল সুপারমার্কেটের সকল লবণ বিক্রি হয়ে গেছে।

এই পোস্টটি জাপানের ভূমিকম্প ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .