বাহরাইন: পূর্ণ মাত্রার আক্রমণ

এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

সামরিক বাহিনী ও পুলিশের পূর্ণ মাত্রার যৌথ আক্রমণে আজ সকালে বাহরাইনের পার্ল (লুলু) রাউন্ড এবাউটের বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়েছে।

নেটিজেনদের প্রতিবেদনে জানা যায়, ট্যাংক, হেলিকপ্টার এবং সেনা টহল থেকে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস এবং শটগানের গুলি ছোঁড়া হয়। বিক্ষোভকারীদের গলিতে ও পার্শ্ববর্তী গ্রামের দিকে ধাওয়া করা হয়। ছবি ও প্রতিবেদন থেকে জানা যায় রাউন্ড এবাউটে যাবার রাস্তাগুলো এবং আহতরা যাতে চিকিৎসা সেবা পেতে না পারে সে উদ্দেশ্যে প্রধান হাসপাতাল সালমানিয়া মেডিক্যাল কমপ্লেক্সে যাবার রাস্তায় দাঙ্গা পুলিশ কর্তৃক অবরোধ সৃষ্টি করা হয়। এখন পর্যন্ত প্রাপ্ত অসমর্থিত তথ্যে জানা যায় দু’জন নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে।

সৌদি আরব ১০০০ সৈন্য প্রেরণ করেছে এবং বাহরাইন সরকারের “শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে” সংযুক্ত আরব আমিরাত আরো ৫০০ সৈন্য পাঠাবে। এ সব সৈন্যরা আজ সকালের দমনে অংশগ্রহণ করেছিল কিনা তা জানা যায়নি। বিক্ষোভ স্থানে থাকা নেটিজেনদের পাঠানো তথ্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে কারণ টেলিযোগাযোগ বিচ্ছিন্ন এবং বাহরাইন টেলিভিশন দেশাত্ববোধক নাচ ও গান পরিবেশন করছে আর অন্য দিকে সরকার সমর্থিত নেটিজেনরা বাহরাইনের বিক্ষোভ ও দমন অস্বীকার করে আসছে।

এ ভিডিওটি আজকে বাহরাইন থেকে পাঠানো। সুনির্দিষ্ট অবস্থান জানা যায়নি।

http://www.youtube.com/watch?v=1az5lg289iw

এটা হল টুইটারের অতিসাম্প্রতিক কথপোকথন (Buzz):

লুলু পরিষ্কার@খোকজ: লুলু পরিষ্কার করা হচ্ছে #বাহরাইন#ফেব্রু১৪#লুলু http://twitpic.com/49xjjg

@আকারভিন: এখন পর্যন্ত দু’জন নিহত। কারানার জাফর মোহামম্দ আব্দ আলি(বয়স ৪১) এবং হামাদ শহরের আব্দুল্লাহ হাসান(বয়স ২৩)# বাহরাইন#..

@ভ্লাড ডুথিয়েরসিএনএন: @জামজুনসিএনএন জামজুনসিএনএন মানামা# বাহরাইন থেকে@সিএনএনআই-এ অন-এয়ার লাইভ রিপোর্টিং, বিক্ষোভকারীদের উপর সৈন্যদের গুলিতে কমপক্ষে দু’জন নিহত…

@আকারভিন: “কেউ আহত হয়নি” এবং “দু’জন নিহত হয়েছে” এ দুটো শুনে আসম প্রথমটি বিশ্বাস করতে পারলাম না।কারন, @ আ্যংরিআরাবিয়া তাঁর রিপোর্টে বলেছেন যে তাঁর বাবা গুলিতে আহত হয়েছেন।


@সাতে ৩ : আল আলম টিভি সূত্র: সৌদি ও বাহরাইনি সৈন্যরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে আন্তর্জাতিক হাসপাতাল আক্রমণ করে। দু’জন নিহত হয়েছে।# বাহ http://twitpic.com/49y0db

@রাসরুশো : আমার কামনা একটা শান্তিপূর্ণ দিন! দয়া করে আপনারা প্রতিরোধ করবেন না, দাঙ্গা পুলিশে বা সৈন্যদের মুখোমুখি হবেন না। দয়া করে আপনার বাড়ি চলে যান। যে কোন ভাবেই হোক আমরা সমস্যার সমাধান করবো। #বাহরাইন#প্রেফরবাহরাইন

@বাহরাইনরাইটস : আজাই (আল জাজিরা ইংরেজি)-তে প্রত্যক্ষদর্শী: সুলমানিয়া হাসপাতালে ডাক্তার ও নার্সদের পৌছাতে নিরাপত্তা বাহিনী বাধা প্রদান করছে। #বাহরাইন ও একই প্রতিবেদন টুইট করেন”

@ কাউথেরি পূন: টুইট [আরবী] :

>#বাহরাইন #লুলু قوات الشغب تحاصر مجمع السلمانية وتشهر الأسلحة أمام المارة والقاطنين بالمنطقة http://twitpic.com/49y0bo
অনুবাদ শীঘ্রই আসছে

@নাবিলরাজাব বলেন [আরবী]:

القوات تطلق النار من فوق برغرلاند ومفروشات الاسود -تم قطع الانترنت من هاتفي لكي لا يتم تحديثكم وتسعة اصابات بالرصاص الحي شهدتها تسقط#bahrain
অনুবাদ শীঘ্রই আসছে

@ফ্রিডমপ্রেয়ারস: #বাহরাইন টিভিতে ইতোমধ্যেই মৃত্যুর উদযাপন শুরু হয়েছে।

@নাদাউইশ: টুইটারই শুধুমাত্র আমাদের একমাত্র তথ্যের উৎস এটা ভাল নয়।#লুলু আক্রান্ত এবং সেখানে কোন নেটওয়ার্ক নেই। দয়া করে মিথ্যা ছড়াবেন না।

বাহরাইনের আকাশে হেলিকপ্টার উড়ছে@আলি_নাজার: http://yfrog.com/hs1d60j কিছু গ্রামের উপর নিচু দিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছে #বাহরাইন # ১৪ ফেব্রু#পার্ল #লুলু # ম্যাসাকার

@জাইদাএমআর১২ : http://yfrog.com/h228s8j আজকের তাজা গুলিতে গাড়ির আসন রক্তে পরিপূর্ণ । #বাহরাইন #লুলু # ম্যাসাকার # ১৪ ফেব্রু

@জাস্টআমিরা: এটা কি সত্য? আরটি @ সাহওয়ান : ট্রা #বাহরাইন-এর সকল টেলিকম কোম্পানিকে #লেবানন, #ইরাক ও #ইরান এর সকল টেলিফোন কল বন্ধ করতে #বাহরাইন আদেশ দিয়েছে

বাহরাইনের আরো কাভারেজের জন্য আমাদের সঙ্গে থাকুন।

এ পোস্টটি বাহরাইন প্রতিবাদ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .