- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাহরাইন: জাতীয় নিরাপত্তা অবস্থা জারি করা হয়েছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., বাহরাইন, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ২০১১ [1] সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

বাহরাইনের রাজধানী মানামায় গত ১৪ই ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া বিক্ষোভের একমাস পর গত মঙ্গলবার ১৫ মার্চ, ২০১১ তারিখে বাহরাইনের মহামান্য বাদশাহ হামাদ বিন আল-খলিফা জাতীয় নিরাপত্তার পূর্ণ প্রতিরক্ষার জন্য সেনাবাহিনীকে ক্ষমতা প্রদান করেছেন।

বাহরাইন অর্থনৈতিক সৈকত ও বাহরাইন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ তীব্র হচ্ছিল। টু্‌ইটে ঘোষণাটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকের মতে বিষয়টি সামরিক শাসন। [2] গত ১৪ই মার্চ সোমবার উপসাগরীয় সহায়তা কাউন্সিলের পেনিনসুলা শিল্ড ফোর্স [3] বাহরাইনে প্রবেশের পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি সূত্রপাত ঘটে।

জিসিসি সৈন্যবাহিনী [4]

GCC Troops

@ওয়াফেলসবাহরাইনী [5]: জিসিসি সৈন্যবাহিনীর ছবি#২#বাহরাইনhttp://twitpic.com/49g8mn

@ইশানকুহেজি [6]: বিটিভিতে প্রদত্ত সরকারি ঘোষণার বিষয়ে বিগত টুইটকে নিশ্চিত করতে বিডিএফ এর অধীনে “জাতীয় নিরাপত্তা” পরিস্থিতি অথবা সামরিক শাষন আজ থেকে শুরু হচ্ছে।

@ফেতুনবিনতেআহমেদ বলেন [7] [আরবী]:

الي مافهم يا جماعة .. الحكم بيصير عسكري لمدة 3 شهور الملك سلم الجيش التصرف الحر في هذي الازمة لمدة 3 شهور لحفظ الامن #bahrain
যারা বুঝতে পারছেননা তাঁদের উদ্দেশ্যে বলছি। আমরা তিন মাসের জন্য সামরিক শাসনের আওতায় এবং তাঁদের এই সঙ্কট সমাধানের জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে”

@ইবতিসামবাহার [8]: সামরিক শাসন! এখন কোনো ভীতি ছাড়াই আমি ঘুমাতে পারবো! আল্লাহকে ধন্যবাদ, বাদশাহকে শুকরান।

নোট: আরবিতে শুকরান অর্থ ধন্যবাদ ।

@সিকোনিয়ানগার্ল [9]: এটা ঠিক সামরিক শাসন নয়। এটা ৩ মাসের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘোষণা #বাহরাইন#লুলু#ফ্রেব্রু১৪

@লাইলাআলমুঘানি বলেন [10] [আরবী]:

يعني حالة الطواريء والاحكام العرفية يعني يعدمونك بدون محاكمةعلى الهوية
জরুরি অবস্থা মানে তাঁরা বিচার ছাড়াই যেকোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে পারবে।

@বিএইচআর১৪এন বলেন [11] [আরবী]:

الملك يعطي وزارة الدفاع والحرس الملكي وأجهزة الأمن بابادة الشعب البحريني
“বাদশাহ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজকীয় নিরাপত্তা বাহিনীকে বাহরাইনী জনগণকে গণহত্যার অধিকার দিয়েছেন”

@ইসামোহামেদ বলেন [12] [আরবী]

قرار من الملك . اعلان حالة السلامه .. مبروكين شباب . بترد الديره احسن من اول . يعني تسليم الامن للجيش . يباب ياحريم . تكبير ياشباب #Bahrain
“বাদশাহর ফরমান। জাতীয় নিরাপত্তা অবস্থা ঘোষণা। অভিনন্দন সেনা বাহিনীর হাতে নিরাপত্তার দেশ আগের চাইতেও ভালো অবস্থায় ফিরে আসবে। সবাই আনন্দ করো”

@এমদাসি [13]: কেউ কি বলবেন এটা কার সামরিক শাসন? যেখানে বাদশাহর “কোন ক্ষমতা” নেই এবং সৌদী সৈন্যরা ঢুকে পরছে#বাহরাইন

@ওসামা _আলাবসি [14]: ব্যখ্যা: “জাতীয় নিরাপত্তা পরিস্থিতি” মানে “সামরিক শাসন” নয়। এটা সামরিক শাসনের এক ধাপ নিচের অবস্থা। সংবিধান তাই বলে।

@ওসামা _আলাবসি [15]: : “ জাতীয় নিরাপত্তা পরিস্থিতি”এবং “সামরিক শাসন”-এর মধ্যে পার্থক্য হলো “জাতীয় নিরাপত্তা পরিস্থিতি” –তে সংবিধান স্থগিত হয় না।

@হার্মসলেস বলেন [16] [আরবী]:

صامدون .. ولن نتنازل عن المطالبة ولن تنفع الاحكام العرفية واحكام الطوارئ. #Bahrain #lulu #feb14 #14feb
“আমরা বিচলিত নই এবং আমরা আমাদের অধিকারের বিষয়ে আপস করবোনা এবং কোন জরুরি আইন, সামরিক শাসন আমাদেরকে প্রতিহত করতে পারবেনা।”

এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ২০১১ [1] সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।