বাহরাইন: জাতীয় নিরাপত্তা অবস্থা জারি করা হয়েছে

এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

বাহরাইনের রাজধানী মানামায় গত ১৪ই ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া বিক্ষোভের একমাস পর গত মঙ্গলবার ১৫ মার্চ, ২০১১ তারিখে বাহরাইনের মহামান্য বাদশাহ হামাদ বিন আল-খলিফা জাতীয় নিরাপত্তার পূর্ণ প্রতিরক্ষার জন্য সেনাবাহিনীকে ক্ষমতা প্রদান করেছেন।

বাহরাইন অর্থনৈতিক সৈকত ও বাহরাইন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ তীব্র হচ্ছিল। টু্‌ইটে ঘোষণাটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকের মতে বিষয়টি সামরিক শাসন। গত ১৪ই মার্চ সোমবার উপসাগরীয় সহায়তা কাউন্সিলের পেনিনসুলা শিল্ড ফোর্স বাহরাইনে প্রবেশের পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি সূত্রপাত ঘটে।

জিসিসি সৈন্যবাহিনী

GCC Troops

@ওয়াফেলসবাহরাইনী: জিসিসি সৈন্যবাহিনীর ছবি#২#বাহরাইনhttp://twitpic.com/49g8mn

@ইশানকুহেজি: বিটিভিতে প্রদত্ত সরকারি ঘোষণার বিষয়ে বিগত টুইটকে নিশ্চিত করতে বিডিএফ এর অধীনে “জাতীয় নিরাপত্তা” পরিস্থিতি অথবা সামরিক শাষন আজ থেকে শুরু হচ্ছে।

@ফেতুনবিনতেআহমেদ বলেন [আরবী]:

الي مافهم يا جماعة .. الحكم بيصير عسكري لمدة 3 شهور الملك سلم الجيش التصرف الحر في هذي الازمة لمدة 3 شهور لحفظ الامن #bahrain
যারা বুঝতে পারছেননা তাঁদের উদ্দেশ্যে বলছি। আমরা তিন মাসের জন্য সামরিক শাসনের আওতায় এবং তাঁদের এই সঙ্কট সমাধানের জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে”

@ইবতিসামবাহার: সামরিক শাসন! এখন কোনো ভীতি ছাড়াই আমি ঘুমাতে পারবো! আল্লাহকে ধন্যবাদ, বাদশাহকে শুকরান।

নোট: আরবিতে শুকরান অর্থ ধন্যবাদ ।

@সিকোনিয়ানগার্ল : এটা ঠিক সামরিক শাসন নয়। এটা ৩ মাসের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘোষণা #বাহরাইন#লুলু#ফ্রেব্রু১৪

@লাইলাআলমুঘানি বলেন [আরবী]:

يعني حالة الطواريء والاحكام العرفية يعني يعدمونك بدون محاكمةعلى الهوية
জরুরি অবস্থা মানে তাঁরা বিচার ছাড়াই যেকোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে পারবে।

@বিএইচআর১৪এন বলেন [আরবী]:

الملك يعطي وزارة الدفاع والحرس الملكي وأجهزة الأمن بابادة الشعب البحريني
“বাদশাহ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজকীয় নিরাপত্তা বাহিনীকে বাহরাইনী জনগণকে গণহত্যার অধিকার দিয়েছেন”

@ইসামোহামেদ বলেন [আরবী]

قرار من الملك . اعلان حالة السلامه .. مبروكين شباب . بترد الديره احسن من اول . يعني تسليم الامن للجيش . يباب ياحريم . تكبير ياشباب #Bahrain
“বাদশাহর ফরমান। জাতীয় নিরাপত্তা অবস্থা ঘোষণা। অভিনন্দন সেনা বাহিনীর হাতে নিরাপত্তার দেশ আগের চাইতেও ভালো অবস্থায় ফিরে আসবে। সবাই আনন্দ করো”

@এমদাসি: কেউ কি বলবেন এটা কার সামরিক শাসন? যেখানে বাদশাহর “কোন ক্ষমতা” নেই এবং সৌদী সৈন্যরা ঢুকে পরছে#বাহরাইন

@ওসামা _আলাবসি: ব্যখ্যা: “জাতীয় নিরাপত্তা পরিস্থিতি” মানে “সামরিক শাসন” নয়। এটা সামরিক শাসনের এক ধাপ নিচের অবস্থা। সংবিধান তাই বলে।

@ওসামা _আলাবসি: : “ জাতীয় নিরাপত্তা পরিস্থিতি”এবং “সামরিক শাসন”-এর মধ্যে পার্থক্য হলো “জাতীয় নিরাপত্তা পরিস্থিতি” –তে সংবিধান স্থগিত হয় না।

@হার্মসলেস বলেন [আরবী]:

صامدون .. ولن نتنازل عن المطالبة ولن تنفع الاحكام العرفية واحكام الطوارئ. #Bahrain #lulu #feb14 #14feb
“আমরা বিচলিত নই এবং আমরা আমাদের অধিকারের বিষয়ে আপস করবোনা এবং কোন জরুরি আইন, সামরিক শাসন আমাদেরকে প্রতিহত করতে পারবেনা।”

এই পোস্টটি বাহরাইন প্রতিবাদ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .