- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপান: ভূমিকম্পের উপর তোলা নাগরিক ভিডিও

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, দুর্যোগ, নাগরিক মাধ্যম, পরিবেশ

আমাদের এই পোস্টটি জাপানের ভূমিকম্প-২০১১-এর করা উপর বিশেষ কাভারেজের অংশ [1]

যে কাউকে স্বীকার করে নিতে হবে যে, যখন পায়ের নীচে মাটি কাঁপতে থাকা অবস্থায় একজন ব্যক্তির এমন মজার মানসিকতা থাকতে পারে যে সেই অবস্থায় সে এক ভিডিও ক্যামেরা চালু রাখে। সিটিজেন ভিডিওর (নাগরিকদের তোলা ভিডিও) মাধ্যমে শুক্রবার ১১ মার্চের ভূমিকম্প এবং সুনামির দৃশ্য ধারণ করা হয়, যা জাপানের অনেক এলাকা ধ্বংস করে ফেলে, এখন এই সব ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। অনলাইনে প্রদর্শিত অনেকগুলো ভিডিওর মাঝে কয়েকটি এখানে প্রদর্শন করা হল।

প্রচণ্ড ভূমিকম্পের সেই দিনটি

টোকিওর একটি সুপারমার্কেটের কর্মচারীরা একবার মাটি কেঁপে সময় দোকানে রাখা জিনিসপত্রের তাক ধরে রয়েছে। এই ভূকম্পনটি প্রায় এক মিনিটের বেশি সময় স্থায়ী হয়েছিল।

যখন ভূমিকম্পে বাড়িগুলো কেঁপে উঠেছিল, তখন ঘরের ভেতরে থাকা লোকজন দ্রুত ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে জমা হতে থাকে।

উঁচু জায়গা থেকে লোকজন দেখছে চিবা জেলার আইওকো বন্দরকে সুনামি গ্রাস করে ফেলছে

১১ মার্চে টোকিওর সিনজুকু স্টেশনে অবস্থান করতে থাকা লোকেরা ভূমিকম্পের পর সেখানেই আটকে পরে, তারা সেদিন আর বাড়ি ফিরে যেতে পারেনি।

দু্ই দিন পরে

ভূমিকম্পের পরে ১৩ মার্চ তারিখে চিবা জেলার আইওকা কতটা ক্ষতিগ্রস্ত হল, এক ব্যক্তি তার জরিপ করেছে এবং সে বলছে: “ যেন মনে হচ্ছে পুরো শহরটির উপর দিয়ে এক ঢেউ (সুনামি) অতিক্রম করে গেছে”।

আমাদের এই পোস্টটি জাপানের ভূমিকম্প-২০১১-এর করা উপর বিশেষ কাভারেজের অংশ [1]

জাপানী ভাষায় লেখাগুলো অনুবাদ করেছে টোমোমি সাসাকি