- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপান: অ্যানিমের মাধ্যমে বর্তমান পারমাণবিক সমস্যার ব্যাখ্যা

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, দুর্যোগ, নাগরিক মাধ্যম, পরিবেশ, শিল্প ও সংস্কৃতি

আমাদের এই পোস্টটি জাপানের ভূমিকম্প-২০১১-এর করা উপর বিশেষ কাভারেজের অংশ [1]

প্রচার মাধ্যম শিল্পী (মিডিয়া আর্টিস্ট) কাজুকো হাচিয়াইয়া (八谷和彦) একটি এনিমেশন ভিডিও [2] প্রকাশ করেছে, যেখানে ফুকুশিমার পারমাণবিক চুল্লির পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে।

এর মূল চরিত্রটির নাম জেনপাতসু-কুন (যেমন, জনাব. পারমাণবিক চুল্লি স্থাপনা), ভূমিকম্পের কারণে যার পেটে দারুণ ব্যাথা শুরু হয়েছে। ডাক্তার (যেমন, পরমাণু বিশেষজ্ঞ) সেখানে যায় এবং ঠাণ্ডা পানি এবং বোরিক এসিড দিয়ে তার দিয়ে তার পেটে জমে থাকা গ্যাস বা খাবার বের করে ( যেমন তেজস্ক্রিয়তা প্রশমিত করা)। এই মূর্হূতে জেনপাতসু-কুনের পেট ব্যথ্যা থামছে না, কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং করা হতে থাকবে। এখন কেবল বার বার তার পেটের ভেতরে জমা জিনিসগুলো (যেমন, ধুয়া নির্গমন) বের হয়ে আসার সংবাদ আসছে।

এছাড়াও এই অ্যানিমে ব্যাখ্যা করছে, কি ভাবে সবচেয়ে খারাপ পরিস্থিতে, জনাব জেনপাতসু (যেমন ফুকুশিমা পারমাণবিক চুল্লি) জনাব. চেরনোবিল এর চেয়ে আলাদা, যেমনটা সে একটা ন্যাপি, বা শিশুদের প্যান্ট পরে রয়েছে। তবে, যখন জনাব. জেনপাতসুকে যখন পেট থেকে ময়লা বের করতে হয় (যেমন পারমাণবিক চুল্লির বিস্ফোরণ), এর প্রভাবে সেই এলাকায় যে সমস্ত লোক বাস করে তারা দশকের পর দশক এক ভয়াবহ স্বাস্থ্যগত সমস্যায় পড়ে।

আমাদের এই পোস্টটি জাপানের ভূমিকম্প-২০১১-এর করা উপর বিশেষ কাভারেজের অংশ [1]