ইরান: চারজন বনরক্ষীর মৃত্যুতে পরিবেশবাদী ব্লগারদের শোক

সম্প্রতি ইরানে বেশ কয়েকজন বনরক্ষীর মৃত্যুর ঘটনা ইরানের পরিবেশবাদী ব্লগারদের মাঝে এক উত্তেজনার সঞ্চার করে। ইরানী কুর্দিস্তানের সানানডাজ-এর এক গ্রামে এই চারজন বনরক্ষীকে গুলি করে হত্যা করা হয়। নেতৃস্থানীয় পরিবেশবাদী ওয়েবসাইট গ্রীন ওয়েভ (উপরে এই সাইটের ছবি) ব্লগারদের একটি লেখা জমা দেবার আহ্বান জানানো হয়, যার শিরোনাম “ইরানের বনভূমি, যার জন্য বনরক্ষীদের জীবন উৎসর্গ করতে হয়। কেন?”। এই লেখা জমা দেবার সময়টি ছিল ৬-১৩ মার্চ।

লোর-এর ব্লগে আমরা যা পাঠ করি [ফরাসী ভাষায়]:

এক বছরে ছয়জন বনরক্ষীর মারা যাবার কারণটি কি? সকল পরিবেশবাদী কর্মীদের দায়িত্ব একেবারে পরিষ্কার। ভবিষ্যৎ-এ যাতে এ রকমের ঘটনা না ঘটে, তার জন্য আমরা বনরক্ষীদের সমর্থন প্রদান করে যাব।

রিফার ব্লগ বলছে [ ফরাসী ভাষায়]:

কি এমন ঘটনা ঘটেছিল যাতে এই চারজন বনরক্ষীকে মরতে হল? তাদের বন্দুক প্রস্তুত ছিল না এবং এই বিষয়টি প্রদর্শন করে যে, তারা আসলে এ ধরনের কোন আক্রমণের জন্য তৈরি ছিল না। আমাদের স্মরণ রাখা উচিত যে বিগত ৩০ বছরে, ১১০ জন বনরক্ষী নিহত হয়েছে এবং ৪৫০ জন্য বনরক্ষী হাত পা হারিয়েছে।

আভাইয়া মোহিটজিট ইরানলিখেছে [ফরাসী ভাষায়]:

এ রকম এক ঘটনার শিকার কামাল হুসেইন পানাহি, যে প্রাকৃতিক সম্পদ বিভাগের একজন ছাত্র। তিনি তার অভিজ্ঞতা আমাদের জানাচ্ছেন। প্রকৃতি বা পরিবেশপ্রেমী এবং সংরক্ষকের এ ভাবে বুলেটের লক্ষ্যবস্তু হওয়া কি ঠিক?

তাবিয়াতাবাথাতিয়ারি লিখেছে [ফরাসী ভাষায়]:

আমাদের সমাজের নৈতিকতার ভিত্তি কি এতটাই ভেঙ্গে পড়েছে, যার ফলে আমাদের পরিবেশ (বন) রক্ষা করতে গিয়ে লোকজন মারা যাচ্ছে।

খবরন্যাশনালপার্ক লিখেছে যে ইরানী বনরক্ষীদের মৌলিক মানবাধিকার প্রদানে অস্বীকার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .