আমাদের এই পোস্টটি জাপানের ভূমিকম্পের উপর তৈরি করা বিশেষ কাভারেজের অংশ
পারমাণবিক শক্তির ঝুঁকি এবং তার সুবিধা নিয়ে সারা বিশ্বে বিতর্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে শুক্রবার, ১১ মার্চে যখন ৮.৯ মাত্রার এক ভূমিকম্প জাপানে আঘাত হানে, যা সারা বিশ্বে এক আতঙ্ক সৃষ্টি করে, কারণ সে সময় ভূমিকম্প আঘাত হানা এলাকা ফুকুশিমার অন্তত দুটি পারমাণবিক চুল্লি গলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানের উত্তর পূর্ব এলাকার হাজার হাজার বাসিন্দা তেজস্ক্রিয়তায় আক্রান্ত হবার হুমকির মুখে পড়ে যায়, এবং প্রচণ্ড খারাপ কিছু ঘটার শঙ্কায়, সেখান থেকে লোকজনকে সরিয়ে দেওয়া শুরু হয়। শনিবার, ১২ মার্চে, ফুকুশিমায় পারমানবিক চুল্লিতে এক বিস্ফোরণ ঘটে।
সেদিন সারাদিন ধরে, জাপানী নাগরিকরা টুইটারে তাদের চিন্তা ব্যক্ত করতে থাকে। কেউ কেউ ভয় ছাড়ানোর কারণে টুইটারের বিরুদ্ধে তাদের হতাশা ব্যক্ত করেছে, যা থেকে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে, এবং অনেকে নিরপত্তা ঝুঁকির বিষয়ে হতাশা ব্যক্ত করেছে।
টাকুইয়া কাউই (@হিমানাইনু_কাউই) একজন শিক্ষক এবং জাপানের অন্যতম সোশাল মিডিয়া ব্যক্তিত্ব, যিনি আগের পরবর্তী অংশে অবস্থান করেন।
@himanainu_kawai: 原発では被爆しながら作業してくれている人がいる。そのことに感謝し場違いな原発批判は控えましょう。

স্যাটেলাইটের ছবি প্রদর্শন করছে, ফুকুশিমার ডাই-নি পরমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবির কৃতিত্ব ডিজিটালগ্লোবাল-এর। www.digitalglobe.com (সিসি বাই-এনসি-এনডি ২.০)
জাপানের মত ভূমিকম্প প্রবণ এলাকায় পরমাণবিক চুল্লি তৈরি করার মত বিষয়ে অন্যরা প্রশ্ন করছে:
@saltfish_nsk: 電力会社は、地震が原発にとって最悪の事態を引き起こす事は百も承知。そもそも日本は地震国。何故それが必要なのか、事故は原爆と同じ事。お上は過去から何を学んできたのか。
একজন ব্লগার যিনি নিজেকে প্যাসিফস্টি (শান্তিকামী) হিসেবে বর্ণনা করেন এবং তিনি জাপানের প্রতিরক্ষা বিভাগের একজন প্রাক্তন কর্মকর্তা (@ বিএনডি৭) , যিনি এই বিষয়ে আর তেমন একটা বিতর্কের জায়গা রাখেননি:
@BND7: 日本に原発は必要です
একটি পত্রিকার সম্পাদক এবং খণ্ডকালীন গায়ক বলছেন:
@gocci0515: 普段使いたい放題電気使ってるクセに、こういう事態になると「原発原発」ってよく知りもせずに毛嫌いする。じゃあ他のエネルギー源を教えてくれ。自分たちの存在自体が必要悪だって言いながら、事故に遭ってる関係者の気持ちを考えろ!原子力に代わるものがあればいいのにと一番願ってるのは彼らだ。
কার প্রতি অভিযোগ?
অনেক সমালোচক এই বিপর্যয়কর পরিস্থিতির জন্য রাজধানী টোকিওর মত বড় শহরের বিদ্যুৎ-এর চাহিদার প্রতি অভিযোগ করেছে।
@mokko0307: 福島とか新潟に原発があるのは東京とかの人のためなんだよね。無駄な電気使わなければ原発必要なかったし今こんなことにもならなかったのに・・・って思うと(´;ω;`) ほんとに電気の無駄遣いとかまじめに考えるべきですね・・・
বিপর্যস্ত এবং আক্রান্ত এলাকার লোকদের প্রতি আগ্রহ না দেখানোর কারনে কয়েকজন তাদের ক্ষোভ প্রকাশ করেছে, বিশেষ করে টোকিওর প্রতি। এই টুইটটি শনিবারে করা হয়েছে:
@cobayasu: こと渋谷に関して言えば、オーロラビジョンもいつも通り流れていたし、TSUTAYAも開 いていた。パチンコ屋は土曜日ということもあって混んでいた。福島の原発や、被災者の方々の現実とは無関係のように、渋谷は日常を取り戻そうとしている。 街にTwitter上の一体感や危機感は見えない…
১২ মার্চের রাতে কি ভাবে কয়েকটি কোম্পানী তাদের ইলেকট্রিক সাইন বন্ধ করে দিয়েছিল তার কথা উল্লেখ করে @মাসাকাওয়াকাকা টুইট করেছে:

জাপানী কোম্পানী গ্লিকো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য বিজ্ঞাপন বিলবোর্ড বন্ধ করে রাখে। ছবি পোস্ট করেছে টুইটপিক ব্যবহারকারী @মাসাকাওয়াকাকা
@MasaKawaKAKA: この中で、状況を理解している企業は「グリコ」だけだ! http://twitpic.com/48r1o9
করণীয় কাজ কি?
যখন পরমাণবিক চুল্লিতে জরুরি তাপ নিয়ন্ত্রণ পদ্ধতির সম্যসার বিষয়টি সব জায়গায় ছড়িয়ে পড়তে থাকে, তখন অনেক আতঙ্কজনক টুইট করা হয়:
@WindyxLady: あの映像、原発やばいでしょ。風向きは被災地側。最悪の状況か? 海外に原子力に精通する作業のエキスパートの支援が必要なのでは。 国民にも話せないほど深刻な問題なのだろうか?
ফুকুওকা এলাকার এক ওয়েব প্রোগ্রামার ভাগ্যের সহায়তা চাইছেন:
@sino1945: まぁ…遠くにいる私が福島原発の詳細を知る必要は、ない。知ったところで、ね。現場の健闘と無事を祈るのみ。
আমাদের এই পোস্টটি জাপানের ভূমিকম্পের উপর তৈরি করা বিশেষ কাভারেজের অংশ