- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জাপান: টোকিওতে ভূমিকম্পের পরে

বিষয়বস্তু: জাপান, দুর্যোগ, নাগরিক মাধ্যম

এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প [1] নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ।

১১ই মার্চ ২০১১ শুক্রবার জাপানের স্থানীয় সময় ২:৪৬:২৩ এ ৮.৯ মাপের একটি ভূমিকম্প আঘাত হানে যা দেশটির স্মরণকালে সবচেয়ে বড় মাপের ভূমিকম্প [2]

ভূমিকম্প হবার পর পাঁচ ঘন্টা হয়ে গেছে এবং অনেক টোকিওবাসী এখনও পায়ে হেটে বাসায় যাবার চেষ্টা করছে। পুরো ট্রেন সিস্টেম সারাদিনের জন্যে বন্ধ হয়ে গেছে।

@Kenji_Hall (কেনজি হল) [3]:

অন্য সবার মত এখনও হাটছি। ট্রেন চলছে না। ট্যাক্সি লোকে ভর্তি। বাস স্টপে লম্বা লাইন। আমি উত্তরের দিকে যাব। কিন্তু টোকিওতে আটকে আছি। #quake12

বাসের জন্যে লাইন: ছবি তুলেছে @durf (ডার্ফ) [4]

টুইটার ব্যবহারকারি @oohamazaki (উহামাজাকি) [5] টোকিওতে আশ্রয়স্থলগুলোর সম্ভাব্য স্থান নিয়ে একটি গুগল ম্যাপ তৈরি করেছে।


より大きな地図で 東京都内避難場所 [6] を表示

সুর্য ডুবছে এবং হোটেল, স্কুল, রেস্তোঁরা এবং অন্যান্যরা তাদের দরজা খুলে দিচ্ছে।

@tsuyoshi_ide (শুয়োসি ইডে) [7]:

【拡散希望】 新宿南口の文化服装学院が、非常食と宿泊受け入れ準備中です! #jishin #jisin #shinjyuku

শিনজুকুর দক্ষিণের গেটের কাছে বুন্কা ফ্যাশন কলেজ [8] এ খাবার পাওয়া যাচ্ছে এবং রাতে তারা থাকতে দেবে।

@gmsq (জিএমএসকিউ) [9]:

【拡散希望】立教大学は一晩中教室を開放することを決定しました!宿泊可能です! 大学関係者以外の方ももちろん利用可能なので、お困りの方は立教大学までいらして下さい!僕宛にリプライいただければ、なにかお困りの際はお手伝いします! #rikkyo_raise

অনুগ্রহ করে খবরটি ছড়িয়ে দিন! রিক্কিও বিশ্ববিদ্যালয় তাদের সকল ক্লাশরুম রাতের জন্যে খুলে দিচ্ছে। কারও সাহায্য লাগলে আমাকে জানাবেন।

ছবি গ্লোবাল ভয়েসেস এর জাপানী ভাষা সহ-সম্পাদিকা স্কিলা আলেচ্চির সৌজন্যে:

এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প [1] নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ।