জাপান: সুনামি আঘাত হেনেছে, কিছুই বাকি রাখেনি

এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ।

জাপানের স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের পরে দেশটিতে এক ভয়ঙ্কর সুনামি আঘাত হেনেছে। দেশজুড়ে জনগণ তাদের টিভি সেটে চোখ রেখেছে এবং দেখছে সাত মিটার উঁচু সুনামির জলের স্তম্ভ গাড়ি এবং বাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে – এইসব দৃশ্য। তবে বিশ্বের অন্যান্য স্থানে লোকজন আরও ক্ষতির জন্যে প্রস্তুত হচ্ছে, যেমন হাওয়াইতে উপকূল এলাকা থেকে লোক সরিয়ে নেয়া হচ্ছে এবং আরও বিশটি দেশে সতর্ক সংকেত জারি করা হয়েছে। দ্যা গার্জিয়ান এই দুর্যোগ সম্পর্কে তাজা খবর প্রকাশ করছে।

http://www.youtube.com/watch?v=rWgvX1FGK4I
http://www.youtube.com/watch?v=lSimeWFiuYc

ইবারাকির বড় ঘূর্ণিপাক এর একটি ছবি (@গাকুরানমান এর সৌজন্যে):

টুইটারে প্রকাশিত বার্তাগুলোর কিছু নমুনা:

টাইনিস্টার৩২৩ লিখছে:

津波は「波」じゃなくて、「コンクリートの壁が猛スピードで突っ込んでくる物」だと思って下さい。人間にどうにか出来る代物じゃないです。絶対に興味本位で見に行ったりしないで下さい。

সুনামিকে খালি ঢেউ ভাবলে ভুল করবে, এটি আসলে কংক্রিটের দেয়ালের মত যা দ্রুত গতিতে ধেয়ে আসে। মানুষ তার কাছে খর কুটোর মত। দয়া করে আগ্রহী হয়ে দেখতে কাছে যাবেন না।

@নিশি_০০২৪ একটি অসমর্থিত খবরে জানিয়েছে যে প্যাসিফিকো ইয়োকোহামা সেন্টারে আর লোকের জায়গা হচ্ছে না:

【緊急拡散】パシフィコ横浜は津波の危険があるため、受け入れ中止だそうです!

প্যাসিফিকো ইয়োকোহামা কনভেনশন সেন্টার সুনামির হুমকির মুখে তাই তারা আর লোক নিচ্ছে না।

সুনামির শিকার @এডামামকিবলছে:

津波被害あり。自宅2階にて母と弟と近所の男性一名と救助を待っています。怪我はありません。1階は浸水して自力では外に出れません。電話も繋がりません。

আমরা সুনামির শিকার। আমরা দ্বিতীয় তলায় আছি – আমার আম্মা, ভাই এবং একজন প্রতিবেশিসহ। আমরা সুস্থ আছে, উদ্ধারের অপেক্ষায়। প্রথম তলা পানির নিচে তাই বেরোতে পারছি না। ফোনও নষ্ট।

ভূমিকম্পের পরবর্তী সময়ের মিনিটে মিনিটে প্রতিবেদনের জন্যে এন এইচ কের সরকারী স্ট্রীম দেখুন.

এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ।

2 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .